যিলিব আল-ইয়েমেনী আমিরুল মোমেনিনকে জিজ্ঞেস করেছিলেন যে,
তিনি আল্লাহকে দেখেছিলেন। কিনা। উত্তরে তিনি বললেন, “আমি কি এমন একজনের ইবাদত করি যাকে আমি দেখি নি?” যিলিব জানতে চাইলো, আপনি তাঁকে কিরূপে দেখেছেন। তিনি প্ৰত্যুত্তরে বললেন ;
চোখ দ্বারা তাকে মুখোমুখি দেখা যায় না; কিন্তু ইমানের বাস্তবতার মাধ্যমে হৃদয় দিয়ে তাকে উপলব্ধি করা যায়। তিনি বস্তুর অতি সন্নিকটবতী কিন্তু ভৌত নৈকট্য দ্বারা নয়। তিনি সকল কিছু হতে দূরবতী কিন্তু ভৌতভাবে আলাদা হয়ে নয়। তিনি বক্তা। কিন্তু অভিব্যক্তি দ্বারা নয়। তিনি ইচ্ছা করেন। কিন্তু প্রস্তুতি দ্বারা নয়। তিনি নির্মাণ করেন। কিন্তু অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা নয়। তিনি ইন্দ্ৰিয়ের অগোচর কিন্তু তাকে গুপ্ত বলা যায় না। তিনি মহান কিন্তু তাকে উদ্ধত বলা যায় না। তিনি দেখেন। কিন্তু দৃষ্টি ইন্দ্ৰিয় দ্বারা নয়। তিনি করুণাপ্রবণ। কিন্তু একে হৃদয়ের দুর্বলতা বলা যায় না। তাঁর মহত্ত্বের কাছে সকল মস্তক অবনত হয় এবং তার ভয়ে সকল হৃদয় কম্পিত হয়।