রাসুলের (সঃ) প্রশংসা
প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর যিনি এমন প্রথম যে, তাঁর আগে কিছুই ছিল না এবং এমন শেষ যে, তাঁর পরে কিছুই নেই। তিনি এমন সুস্পষ্ট যে, তার ওপরে কিছুই নেই এবং এমন গুপ্ত যে, তার চেয়ে নিকটতর। আর কিছুই নেই। রাসুলের (সঃ) অবস্থান স্থল সর্বোত্তম স্থান এবং তাঁর মূলোৎস হলো সব চাইতে মহৎ-সম্মানের আকর ও নিরাপত্তার ক্রোড়। নেককারগণ তাঁর দিকে ঝুকে পড়েছে এবং তাদের আঁখি তার দিকে নিবদ্ধ হয়েছে। তার মাধ্যমে আল্লাহ পারস্পরিক হিংসা-বিদ্বেষ দাফন করলেন এবং বিদ্রোহের শিখা নির্বাপিত করলেন। তাঁর মাধ্যমে আল্লাহ তাদের মধ্যে ভ্রাতৃসুলভ ভালোবাসা দিলেন এবং যারা ঐক্যবদ্ধ (কুফরিতে) ছিল তাদেরকে বিভেদ করলেন। তাঁর মাধ্যমে আল্লাহ নিচদের সম্মানের পাত্র করলেন এবং (কুফরের) সম্মানকে হেনস্থা করলেন। তাঁর কথা সুস্পষ্ট এবং তাঁর নীরবতা গভীর বাণীবাহ।