বৃষ্টির জন্য প্রার্থনা
সাবধান, তোমাদের পদতলের মাটি আর মাথার ওপরের আকাশ তাদের সংরক্ষকের (আল্লাহ) প্রতি অত্যন্ত অনুগত। তারা তোমাদের প্রতি দয়া পরবশ হয়ে বা তোমাদেরকে খাতির করে বা তোমাদের কোন কর্মে খুশি হয়ে তাদের আশীর্বােদ তোমাদের অনুকূলে প্রেরণ করে না। তোমাদের ওপর আশীবাদ প্রেরণের জন্য নির্দেশিত হলেই ওরা তা পালন করে এবং তোমাদের মঙ্গল করার জন্য আদিষ্ট হলেই ওরা তোমাদের মঙ্গল করে । নিশ্চয়ই, আল্লাহ তাঁর বান্দাগণকে তাদের মন্দ আমলের জন্য পরীক্ষার্থে ফল-ফলাদি কমিয়ে দেন, আশীৰ্বাদ সমূহের বর্ষণ আটকিয়ে রাখেন এবং মঙ্গলের স্রোতধারা ক্ষীণ করে দেন, যাতে করে যে ব্যক্তি তাওবা করতে চায় সে যেন তওবা করতে পারে, যে ব্যক্তি পাপের পথ থেকে ফিরে আসতে চায় সে যেন ফিরে আসতে পারে, যে ব্যক্তি ভুলে যাওয়া নেয়ামতের কথা স্মরণ করতে চায় সে যেন স্মরণ করতে পারে এবং যে ব্যক্তি মন্দ কাজ থেকে বিরত থাকতে চায় সে যেন বিরত থাকতে পারে। মহিমানিত আল্লাহ্ ক্ষমা প্রার্থনাকে জীবিকা প্রদান ও রহমত বর্ষণের উপায় হিসাবে চিহ্নিত করে বলেনঃ তোমরা তোমাদের রবের ক্ষমা প্রার্থনা কর; নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল । তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদেরকে সমৃদ্ধ করবেন সম্পদ ও সন্তান-সন্ততিতে / তিনি তোমাদের জন্য স্থাপন করবেন। উদ্যান ও প্রবাহিত করবেন। Fiନି-fiନୀ (କ୍ରୁର୍ଣ୍ଣ ଏin-q୬, ୫ ୨୦-୨୯)
যে ব্যক্তি তওবা করে পাপ পরিত্যাগ করে এবং মৃত্যুর পূর্বে সৎকর্মের প্রতি তাড়াহুড়া করে তার ওপর আল্লাহর রহমত বৰ্ষিত হয়। হে আল্লাহ, আমরা পর্দা ও ঘর থেকে বের হয়ে তোমার কাছে এসেছি। যখন পশু ও শিশুরা কাঁদছে, তোমার দয়া প্রার্থনা করছে, তোমার নেয়ামত থেকে দানের আশা পোষণ করছে এবং তোমার শাস্তির ভয়ে কম্পবান হয়ে আছে। হে আল্লাহ, তোমার বৃষ্টি থেকে আমাদেরকে পানি পান করতে দাও এবং আমাদেরকে হতাশ করো না, বছরের পর বছর খরায় আমাদেরকে মেরো না এবং আমাদের মাঝে মূখীগণ যে অপরাধ করেছে তার জন্য আমাদেরকে শাস্তি দিও না, হে রহমানুর রহিম। হে আল্লাহ, আমরা তোমার কাছে যে ফরিয়াদ নিয়ে এসেছি তা তোমার কাছে গুপ্ত নয়। আমরা সাতটি বিপদে নিপতিত হয়েছি। খরাজনিত দুর্ভিক্ষ আমাদেরকে তাড়না করেছে, যন্ত্রণাদায়ক অভাবঅনটন আমাদেরকে সহায়-সম্বলহীন করে দিয়েছে এবং বিপজনক ফেতনা অবিরামভাবে আমাদের ওপর আপতিত হয়েছে। হে আল্লাহ, আমরা তোমার কাছে মিনতি করি, তুমি আমাদেরকে নিরাশ করো না, যাতে আমাদেরকে চোখ নিচু করে ফিরে যেতে হয়। আমাদের পাপের জন্য রোষাভরে আমাদের নিবেদন প্রত্যাখ্যান করো না এবং আমাদের আমল অনুযায়ী ব্যবস্থা গ্ৰহণ করো না। হে আল্লাহ, তোমার দয়া, তোমার রহমত, তোমার নেয়ামত আমাদের ওপর বর্ষণ কর এবং আমাদেরকে আনন্দদায়ক পানীয় দাও, আমাদের তৃষ্ণা নিবারণ কর, সবুজ শাক-সবজি দাও (যা জুলে গেছে) এবং আমাদের তৃণভূমিকে আবার সজীব করে দাও। আমাদের বৃক্ষের সজীবতা দান করে ফলেফুলে ভরে দাও। আমাদের সমতল ভূমিকে ভিজিয়ে দাও, নদীকে প্রবাহমান করে দাও যাতে বৃক্ষের পাতা গজায় এবং দ্রব্যমূল্য নেমে আসে। নিশ্চয়ই তুমি যা খুশী তা-ই করতে পার।