সিফফিনের যুদ্ধক্ষেত্রে অনুচরদের প্রতি উপদেশ তোমাদের মধ্যে কেউ যদি সংঘর্ষ চলাকালে হৃদয়ে সাহসিকতা বোধ করা এবং তোমাদের কোন সাথি। যদি শত্রু পরিবেষ্টিত হয়ে হতাশ হয়ে পড়ে তাহলে তাকে তৎক্ষণাৎ শত্রুমুক্ত করা উচিত। এক্ষেত্রে সাথিকে রক্ষা করার জন্য এমনভাবে শক্রকে প্ৰতিহত করতে হবে যেভাবে কেউ নিজের বেলায় করে, কারণ তোমার সাথির চেয়ে যে বলিষ্ঠতা তোমাকে দেয়া হয়েছে আল্লাহ ইচ্ছা করলে তোমার সাথিকেও তা দিতে পারতেন। নিশ্চয়ই, মৃত্যু দ্রুত অনুসন্ধানকারী। না কোন দৃপ্ত পদ এটা থেকে রক্ষা পেতে পারে, আর না কোন দৌড়বিদ এটা থেকে পালিয়ে যেতে পারে। নিহত হওয়া সর্বোত্তম মৃত্যু। যে এক হাজার আঘাত আমার কাছে সহজতর কারণ বিছানায় পড়ে থেকে মৃত্যু আল্লাহর আনুগত্যের (জিহাদ) নয়। “ আমি দেখতে পাচ্ছি। তোমরা যেন গিরগিটির মতো টিকটিক স্বরে শব্দ করছো । তোমরা নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে চাও না এবং অত্যাচারের বিরুদ্ধে আত্মরক্ষা কর না। তোমাদেরকে মুক্তভাবে পথে ছেড়ে দেয়া হয়েছে। যে যুদ্ধের দিকে দৌড়ে যায়। সে মুক্তি পায়, আর যে ইতস্তত করে পিছনে পড়ে থাকে সে ধ্বংস হয় ।