বহুল প্রচারিত একটি কেচ্ছা কাহিনী হল যে –
বার ইমামীয়া শীয়াদের জন্ম নাকি আবদুল্লাহ ইবনে সাবার হাতে ।
বেশ ভাল কথা ।
কে এই আবদুল্লাহ ইবনে সাবা ?
কি তার পরিচয় ?
কোথায় তার বাড়ী ঘর ?
দীর্ঘ অনুসন্ধান ও প্রচুর পরিশ্রম করে একজন বিদেশী ইতিহাসবিদ তথ্য দিয়ে প্রমান করেছেন যে , আবদুল্লাহ ইবনে সাবা নামে কোন ব্যক্তি ছিল না ।
এটা সম্পূর্ন মিথ্যা একটি কাল্পনিক চরিত্র ।
মিথ্যা এই চরিত্রটি সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র বার ইমামীয়া শীয়াদেরকে হীন করার উদ্দেশ্যে ।
বইটি প্রায় ২৫ ভাষায় অনুবাদ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে । বাংলাদেশেও অনুবাদ হয়েছে সম্পূর্ন বাংলা ভাষায় ।
অবাক বিষয় যে , আজ পর্যন্ত পৃথিবীর কেউ বইটিকে মিথ্যা বলে চ্যালেজ্ঞ করে নি ।
যারা সত্যিকার অর্থে ইতিহাস জানতে চান তারা সংগ্রহ করে পড়ে দেখতে পারেন ।
আবদুল্লাহ ইবনে সাবা ও অন্যান্য কল্পকাহিনী ,
মূল লেখক – আল্লামা সাইয়্যেদ মুরতাযা আসকারী ,
বাংলা অনুবাদ – নূর হোসেন মজিদী ,
প্রকাশনায় – আলে রাসুল পাবলিকেশন্স ,
পরিবেশনায় – রেমন পাবলিশার্স এবং সদর প্রকাশনী ,
বাংলাবাজার , ঢাকা ।
SKL