এনারা যে কতটা আহলেবাইত (আঃ) বিদ্বেষী তার আরও একটি নজীর ———
পবিত্র কোরআনের শেষে কোরআন খতমের যে দোয়া লেখা আছে , তাতে লেখা আছে যে —
সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ” ,
যার বাংলা অনুবাদ হচ্ছে – আল্লাহর বাণী সত্য , যিনি সর্বোচ্চ ।

কিন্ত ওনারা ” আলিয়ুল ” এই শব্দটাকে মনে করে যে , এখানে হযরত আলী (আঃ) নাম ব্যবহার করা হয়েছে !
শুধুমাত্র এই ভুল ধারনার জন্য ও হযরত আলী (আঃ) এর প্রতি বিদ্বেষের কারণে মিলাদ , মাহফিল , জলসা , আলোচনা সভা এমনকি ঘরের মধ্যেও আমার বর্তমানের বেশ কিছু সুন্নি ভাইয়েরা যখন কোরআন পড়া শেষ করেন তখন ” আলিয়ুল ” এই শব্দটা বাদ দিয়ে —
সাদাকাল্লাহুল আযীম বলে থাকেন ।

সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে যে , এখানে ” আলি ” শব্দের অর্থ সর্বোচ্চ , যা একমাত্র মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলা হয়েছে ।
আমার কেন জানি মনে হয় যে , ” আলি ” শব্দ দেখলেই হয়ত ওনাদের দেহ মনে আগুন জ্বলতে থাকে ।
বোধকরি এই জন্যই মহানবী (সাঃ) এর ভাষায় বলতে হয় ,
আলী (আঃ) এর প্রতি মহব্বত ও ঘৃনা দেখেই মুমিন আর মুনাফিকের পরিচয় পাওয়া যায় ।
SKL