একটি প্রার্থনা যা আমিরুল মোমেনিন প্রায়শই করতেন
প্রতিষ্ঠিত প্রশধ্বংসা আল্লাহর যিনি আমাকে এরূপ তৈরি করেছেন যে, আমি এখনো মৃত্যুবরণ করি নি, আমি রুগ্ন। নই, আমার শিরাসমূহ রোগে সংক্রমিত নয়, কোন খারাপ কাজের জন্য আমি তিরস্কৃত নই, আমি আটকুড়ে নই, আমি আমার দ্বিন পরিত্যাগ করি নি, আমার প্রভুর প্রতি আমার কোন অবিশ্বাস নেই, আমার ইমানে অজানিন্তপূর্ব বিস্ময় নেই, আমার বুদ্ধিমত্তা ক্ষতিগ্রস্থ নয় এবং আমার পূর্বে মানুষকে যেরূপ শাস্তি দেয়া হয়েছে সেরূপ শাস্তি আমাকে দেয়া হয় নি। হে আল্লাহ, আমি তোমার করতলগত দাস; আমি নিজের প্রতি বাড়াবাড়ির দোষে দোষী। আমার ওপর তোমার ওজর তুমি শেষ করেছে এবং তোমার সম্মুখে আমার কোন ওজর নেই। যা তুমি দান কর। তাছাড়া আর কিছু গ্রহণের ক্ষমতা আমার নেই এবং তুমি রক্ষা না করলে কোন কিছু এড়ানো আমার পক্ষে সম্ভব নয়। হে আমার আল্লাহ! তোমার ধনৈশ্বর্য থাকা সত্ত্বেও দুর্দশাগ্রস্থ হওয়া থেকে আমি তোমার প্ররক্ষা প্রার্থনা করি । তোমার হেদায়েত থাকা সত্ত্বেও আমি গোমরাহি থেকে তোমার প্ররক্ষা প্রার্থনা করি। তোমার রাজ্যে নিগৃহীত হওয়া থেকে এবং যেহেতু সকল কর্তৃত্ব তোমার সেহেতু অবমানিত হওয়া থেকে তোমার প্ররক্ষা প্রার্থনা করি । হে আমার আল্লাহ, আমার কাছ থেকে যেসব কল্যাণকর বস্তু তুমি গ্ৰহণ কর তাতে যেন আমার আত্মা প্রথম হয় এবং তোমার নেয়ামতসমূহের মধ্যে যে বিশ্বাস তুমি আমাকে দিয়েছো সে বিশ্বাস যেন প্রথম হয় । হে আমার আল্লাহ, তোমার আদেশ হতে মুখ না ফেরানোর জন্য বা তোমার দ্বিনের বিরুদ্ধে বিদ্রোহ না করার জন্য বা তোমার কাছ থেকে আগত হেদায়েতের পরিবর্তে কামনা-বাসনা দ্বারা তাড়িত না
হওয়ার জন্য তোমার প্ররক্ষা প্রার্থনা করি।