বৃষ্টির জন্য প্রার্থনা হে আমার আল্লাহ, আজ আমাদের পর্বতগুলো শুকিয়ে গেছে এবং আমাদের মাটি ধুলাময় হয়ে গেছে। আমাদের গবাদি পশু তৃষ্ণার্তা এবং তাদের বেষ্টনীর মধ্যে হতাশাগ্ৰস্থ হয়ে আছে। ওরা সন্তান হারা মায়ের মতো আর্তনাদ করছে। ওরা চারণভূমিতে যেতে ক্লান্তি অনুভব করছে এবং ওরা প্রস্রবণের দিকে যেতে উদগ্রীব। হে আমার আল্লাহ, ওদের আর্তনাদ ও আকুল আকাঙ্খার প্রতি দয়া কর । হে আমার আল্লাহ, ওদের হতাশার প্রতি দয়া কর। হে আমার আল্লাহ, আমরা তোমার কাছে এসেছি। যখন অনেক বছরের খরা কৃশ-উটপালের মতে আমাদের ওপর ভিড় করেছে এবং যখন বৃষ্টির মেঘ আমাদেরকে পরিত্যাগ করেছে। তুমিই আক্রান্তের আশা-ভরসা এবং তুমিই যাচনাকারীর সাহায্যদাতা। আমরা তোমাকে এমন এক সময়ে ডাকছি। যখন মানুষ সকল আশা হারিয়ে ফেলেছে, আকাশে মেঘ নেই এবং গবাদি পশু মরছে। আমাদের কাজের জন্য আমাদেরকে পাকড়াও করো না, আমাদের পাপের জন্য আমাদেরকে ফাঁদে ফেলে ধরো না এবং বৃষ্টির মেঘের মাধ্যমে আমাদের ওপর তোমার রহমত বর্ষণ করা যাতে ফলবান বৃক্ষের ফুল বিকশিত হয়, বিস্ময়-বিহবল করে তোলে এমন উদ্ভিদ গজায়, বিশুষ্ক প্রান্তর প্রাণ ফিরে পায় ও যা হারিয়ে গেছে তা ফিরে আসে ।
হে আমার আল্লাহ, তোমার কাছ থেকে আমাদের বৃষ্টি দাও যা হবে প্রাণদায়ক, সন্তুষ্টিদায়ক, ব্যাপক, চতুর্দিকে ছড়ানো, পরিশুদ্ধ, সুখদায়ক, পর্যাপ্ত ও প্রাণসঞ্চারক। (এমন বৃষ্টি প্রদান কর) যেন বৃক্ষ-লতাদি, তৃণ-গুলাদি ও শস্য ক্ষেত সমৃদ্ধ হয়, গাছের শাখা ফলপূর্ণ হয় এবং পাতা সবুজ হয়। তোমার বান্দাদের মধ্যে দুর্বলকে তুমি বৃষ্টি দ্বারা পুষ্ট কর এবং মৃত নগরসমূহে প্রাণের সঞ্চার করা।
হে আমার আল্লাহ, তোমার কাছ থেকে আমাদেরকে বৃষ্টি দাও যাতে আমাদের উচু ভূমি সবুজ শাকসবজিতে ঢেকে যায়, স্রোত প্রবাহ পায়, আমাদের মাঠ সবুজ ঘাসে ভরে যায়, আমাদের ফল সতেজ হয়ে ওঠে, আমাদের গবাদি-পশু বৃদ্ধি পায়, আমাদের সুদূর প্রসারিত প্রান্তর জল-বিধৌত হয় এবং আমাদের শুষ্ক এলাকা উপকৃত হয়। তোমার দুর্দশাগ্রস্থ পৃথিবী ও প্রাণীকুলকে তোমার অগণিত অনুদান ও সীমাহীন নেয়ামত দ্বারা রক্ষা কর। আমাদের ওপর বৃষ্টি বর্ষণ কর যা হবে নিষিক্ত, নিরবচ্ছিন্ন ও ভারী এবং তা এমনভাবে বর্ষণ করা যেন এক পশিলা আরেক পশিলার সাথে সংঘর্ষ করে এবং এক ফোটা অন্য ফোটাকে ধাক্কা দেয়। আকাশে চমকানাে বিজলি যেন প্রবঞ্চক না হয়, বৃষ্টিহীনতার ধৃষ্টতা না দেখায়, সাদা মেঘ যেন ছড়িয়ে না পড়ে, বৃষ্টি যেন হালকা না হয়, দুর্ভিক্ষ-পীড়িতরা প্রচুর শাক-সবজি দ্বারা বাঁচতে পারে এবং খরা-পীড়িত এলাকায় পরম সুখ ও প্রাণের সঞ্চার হয়। নিশ্চয়ই, মানুষ হতাশ হবার পর তুমি বৃষ্টি বর্ষণ কর এবং তোমার রহমত ছড়িয়ে দাও যেহেতু তুমিই অভিভাবক ও প্রশধ্বংসিত।