মহানবী (সাঃ) পরিষ্কার নির্দেশ দিয়েছেন ,
” আমার পবিত্র আহলে বায়েতের এর আগে যাওয়ার চেষ্টা কর না , তাহলে ধ্বংস হয়ে যাবে । তাঁদের থেকে বিছিন্ন হয়ে যেও না , তাহলে দুঃখ কষ্ট তোমাদের চিরসাথী হয়ে যাবে । তাঁদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা কর না , তাঁরা তোমাদের থেকে অনেক জ্ঞানী ” ।
সূত্র – তাফসীরে দুররে মানসুর , খন্ড – ২ , পৃ – ৬০ / উসুদুল ঘাবা , খন্ড – ৩ , পৃ – ১৩৭ / সাওয়ায়েকে মোহরেকা , পৃ – ১৪৮ / ইয়া নাবিউল মোয়াদ্দাত , পৃ – ৩৫৫ / কানজুল উম্মাল , খন্ড – ১ , পৃ – ১৬৮ / মাজমাউজ জাওয়ারেদ , খন্ড – ৯ , পৃ – ২১৭ / আবাকাতুল আনোয়ার , খন্ড – ১ , পৃ – ১৮৪ / আল তাবরানী , পৃ – ৩৪২ / আল সিরাহ আল হালবিয়া , খন্ড – ৩ , পৃ – ২৭৩ ।
— মারেফাতে ইমামত ও বেলায়েত ,
সংকলন – মোহাম্মদ নাজির হোসাইন ,
পৃষ্ঠা – ১৫৪ থেকে ।
SKL