হযরত আবু হুরাইরা (রঃ) এর হাদিস —
আবু হুরাইরা খায়বার যু্দ্ধের সময় ইসলাম কবুল করে ।
এরপর রাসুল ( সাঃ) মাত্র তিন বছর বেচেঁ ছিলেন । বুখারী শরীফ , আধুনিক , খন্ড – ৩ হাদিস নং – ৩৩২৫ ।
ইসলাম গ্রহন করেই একজন নওমুসলিম ধর্মের বিষয় এতোটা অভিজ্ঞ হতে পারে না । তার ঈমান , তাকওয়া ইত্যাদি মোটামোটি একটা পর্যায় যেতে কমপক্ষে এক বছর সময় লাগবে ।
তাই আমরা ধরে নিতে পারি , আবু হুরাইরা (রাঃ) হাদিস শোনা ও বর্ননার জন্য মোট ২৪ মাস সময় পেয়েছিলো । উনি মোট ৫৩৭৪ টি হাদিস বর্ননা করেছেন ।
অথচ যারা নবীজীর (সাঃ) সাথে সারাটা জীবন কাটালেন , তাদের তরফ থেকে অতিনগন্য সংখ্যক হাদিস পাওয়া যায় ।
তাছাড়া ইতিহাস সাক্ষ্য দেয় যে , আবু হুরাইরা ছিলেন মুয়াবীয়ার খুবই ঘনিষ্ঠ একজন সহযোগী এবং মুয়াবীয়া কতৃক উনি গভর্নর পদে নিয়োগ পেয়ে খুবই শান শওকতের সাথে জীবন যাপন করেছেন ।
এবং ২য় অধ্যায় উল্লেখিত আবু হুরাইরা (রাঃ) কতৃক প্রচুর অসত্য ও উদ্ভট হাদিস বর্ননা , নিজের কথাকে রাসুলের (সাঃ) কথা হিসেবে চালানোর অপচেষ্টা ইত্যাদি প্রমান করে যে , আবু হুরাইরা (রাঃ) কতৃক কিরুপ মিথ্যা হাদিস তৈরী করা হয়েছে ।
দয়া করে ঐ সময়কার ইসলামের ইতিহাসকে জানার চেষ্টা করুন –
—- অামরা কি প্রকৃত সুন্নাহর অনুসরন করছি — এ, রহমান, পৃষ্ঠা – ১২৯ ।
SKL