মহান আল্লাহ কতৃক নির্বাচিত ইমামত প্রসংগে মহানবী (সাঃ) বলেন যে ,
” যে ব্যক্তি তার নিজের যুগের ইমামের মারফত বা না চিনে মৃত্যুবরন করল , সে জাহেলিয়াতেের মৃত্যুবরন করল ” ।
সূত্র – সহীহ মুসলিম , খন্ড-২ ,পৃ- ১২৮ / মুসনাদে হাম্বল , খন্ড-৪ , পৃ-৯৬ / সহীহ মুসলিম , খন্ড – ০৩ , হাদিস – ১৮৫১ (লেবানন) / কানজুল উম্মাাল , খন্ড – ০১ , পৃ- ১০৩ / ইয়ানাবিউল মুয়াদ্দাত , পৃ- ১৮৯ (উর্দ্দু) / মাজমা আজ জাওয়াইদ , খন্ড – ০৫ , পৃ- ২১৮ / তাফসীরে ইবনে কাসির , খন্ড – ০১ , পৃ- ৫১৭ (মিশর) / আস সুনান আল কুবরা , খন্ড – ০৮ , পৃ- ১৫৬ / আল মুসনাদ , খন্ড – ০৪ , পৃ- ৯৬ / সহীহ মুসলিম , খন্ড – ০৬ , পৃ- ২২ (মিশর) / জাওয়াহির আল মুদিয়া , খন্ড – ০২ , পৃ- ৪৫৭ / শারাহ আল মাকাসিদ , খন্ড – ০২ , পৃ- ২৭৫ / হিলিয়াতুল আউলিয়া , খন্ড – ০২ , পৃ- ২২৪ / মারেফাতে ইমামত ও বেলায়েত , পৃ- ১৫৬ ।
SKL