কেন মুহররম মাসে সব কিছুতে কালো ব্যবহার করা হয় ?
চিন্তা ও দর্শন বিভাগ –
প্রতিটি বিষয় এবং ঘটনার একটি চিহ্ন বা প্রতীক থাকে ।
যেমন খুশির অনুষ্ঠানে লাইটিং করা হয় এবং রংবেরং এর কাগজ ও কাপড় দিয়ে ডিজাইন করা হয় ।
পক্ষান্তরে শোকের চিহ্ন বা প্রতিক হচ্ছে কালো রং ।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট –
হুজ্জাতুল ইসলাম হাবিব আব্বাসী বলেন , কালো হচ্ছে শোকের প্রতিকী ।
কারাবলার ময়দানে ইমাম হুসাইনের(আঃ) মর্মান্তিক শাহাদাতের শোকের স্মরনেরই পবিত্র মুহররম মাস উপক্ষে সর্বত্র কালো কাপড়ে সাজানো হয় ।
তিনি বলেন , কালো হচ্ছে আযাদারি এবং শোকের প্রতীক । আর এই প্রতিকী একটি বিশেষ উদ্দেশ্য বহন করে । আর তা হচ্ছে আমরা যখন দেখতে পাই যে , শহরে কালো কাপড়ে সাজানো হয়েছে তখন আমাদের সামনে কারবালার সকল শোক এবং ব্যথা জেগে ওঠে ।
তখন অামরা বুঝতে পারি যে , মা ফাতিমা (সাঃআঃ) ও হযরত আলীর (আঃ) কলিজার টুকরা এবং রাসূলের প্রান প্রিয় নাতী ইমাম হুসাইন (আঃ) ইসলামকে বাচাঁতে এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের সকল কিছু বিসর্জন দিয়েছেন ।
এবং মজলূম ভাবে শহীদ হয়েছেন । আমাদেরকে তার জন্য আযাদারি , মাতম , ক্রন্দন এবং শোক পালন করতে হবে ।
হাদিসে বর্ণিত হয়েছে , আমাদের পবিত্র ইমামগণও (আঃ) মহররম মাসে কালো কাপড় পরিধান করতেন এবং ক্রন্দন করতেন এবং সর্বদা তাদেঁর মন ভারাক্রান্ত থাকত ।
SKL