দিনের প্রথম প্রহর এই সময়টি ইমাম আলী ইবনে আবু তালিব (আ.)-এর জন্য উৎসর্গ করা হয়েছে, এবং এই মুহুর্তে নিম্নোক্ত দোয়া পাঠ করুনঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

اَللّٰهُمَّ رَبَّ الْبَهَاۤءِ وَالْعَظَمَةِ وَالْكِبْرِيَاۤءِ وَالسُّلْطَانِ اَظْهَرْتَ الْقُدْرَةَ كَيْفَ شِئْتَ وَ مَنَنْتَ عَلٰى عِبَادِكَ بِمَغْفِرَتِكَ وَ تَسَلَّطْتَ عَلَيْهِمْ بِجَبَرُوْتِكَ وَ عَلَّمْتَهُمْ شُكْرَ نِعْمَتِكَ اَللّٰهُمَّ فَبِحَقِّ عَلِيٍّ الْمُرْتَضٰى لِلدِّيْنِ وَالْعَالِمِ بِالْحُكْمِ وَ مَجَارِىْ التُّقٰى اِمَامِ الْمُتَّقِيْنَ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّ اٰلِهٖ فِى الْاَوَّلِيْنَ وَالْاٰ خِرِيْنَ وَ اُقَدِّمُهُ بَيْنَ يَدَىْ حَوَاۤئِجِىْ اَنْ تُصَلِّىَ عَلٰى مُحَمَّدٍ وَّ اٰلِ مُحَمَّدٍ وَّ اَنْ تَفْعَلَ بى كَذا وَ كَذا۔۔

আপনি এখন আপনার প্রয়োজন বা মনের ইচ্ছা মহান আল্লাহর কাছে বলুন।

দিনের প্রথম প্রহর এই সময়টি ইমাম আলী ইবনে আবু তালিব (আ.)-এর জন্য উৎসর্গ করা হয়েছে, এবং এই মুহুর্তে নিম্নোক্ত দোয়া পাঠ করুনঃ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

আল্লাহুম্মা রাব্বাল বাহায়ে ওয়াল আযামাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াস সুলতানে আযাহারতাল কুদরাতা কায়ফা সিঅ তা ওয়া মানানতা আলা এবাদেকা বেমাগফেরাতেকা ওয়াতা সাল্লাত্তা আলায়হেম বেজাবারুতেকা ওয়া আল্লামতাহুম শুকরা নেঅ-মাতেকা আল্লাহুম্মা ফাবেহাক্কে আলিয়েল মুরতাযা লিদ্দিনে ওয়াল আলেমে বেলহুকমে ওয়া মাজারেত তাকা এমামেল মুত্তাকিনা সাল্লে আলা মুহাম্মাদেও ওয়া আলেহি ফিল আওলালিনা ওয়াল আখেরিনা ওয়া উকাদ্দেমুহু বায়না ইয়াদা হাওয়াএযি আনতু সাল্লে আলা মুহাম্মাদেও ওয়া আলে মুহাম্মাদেও ওয়া আন তাফআলা বি কায ওয়া কাযা।

আপনি এখন আপনার প্রয়োজন বা মনের ইচ্ছা মহান আল্লাহর কাছে বলুন।