— রেসালত ও সাক্ষী —-
নবীজী (সাঃ) এর রেসালতের পক্ষে দুইজন সাক্ষ্যদাতা ,
প্রথম জন – মহান আল্লাহ
দ্বিতীয় জন – হযরত আলী (আঃ) ।
“—- যারা কুফরী করেছে তারা বলে , আপনি রাসুল নন । আপনি বলে দিন , আমার ও তোমাদের মধ্যে আল্লাহ এবং ঐ ব্যক্তি যার কাছে কিতাবের ( ইলমুল কিতাব ) জ্ঞান আছে , সাক্ষী হিসাবে যথেষ্ট —- ।”
সুুরা – রাদ / ৪৩ ।
আবদুল্লাহ বিন সালাম বলেছেন যে , আমি নবীজী (সাঃ) কে প্রশ্ন করলাম যে ,
এই আয়াতে ঐ ব্যক্তি যার নিকট কিতাবের সমূদয় জ্ঞান রয়েছে , তিনি কে ?
নবীজী (সাঃ) উত্তরে বললেন , ” ঐ ব্যক্তিটি হচ্ছে হযরত আলী ইবনে আবু তালিব “।
সূত্র – আল কাশফু ওয়াল বায়ান , খন্ড-৪, পৃ-৬০ , আল নাঈম আল মুকিম ,পৃ-৪৮৯ , তাফসীরে কুরতুবি ,খন্ড-৯ পৃ- ৩৩৬ সহ ১৩ টি কিতাবের খন্ড ও পৃষ্ঠার রেফারেন্স দেয়া যাবে ।
পাঠক ,
দয়া করে একটু ভেবে দেখুন –
হযরত মুহাম্মাদ (সাঃ) এর রেসালতের পক্ষে মহান আল্লাহ স্বয়ং যেখানে হযরত আলী (আঃ) কে সাক্ষী হিসাবে ঘোষনা দিচ্ছেন , সেখানে আমরা হযরত আলী (আঃ) কে কোন পর্যায় মানছি , সেটা আরেকবার ভেবে দেখার জন্য অনুরোধ রইল ।
– মারেফাতে ইমামত ও বেলায়েত ,
সংকলনে- নাজির হোসাইন ,
পৃ- ৩৭ ।
SKL