بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

يَا أَللهُ الَّذِي لاَ يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَآءِ، وَكَيْفَ يَخْفى عَلَيْكَ يَا إلهِي مَا أَنْتَ خَلَقْتَهُ؟ وَكَيْفَ لاَ تُحْصِي مَا أَنْتَ صَنَعْتَهُ؟ أَوْ كَيْفَ يَغِيبُ عَنْكَ مَا أَنْتَ تُدَبِّرُهُ؟ أَوْ كَيْفَ يَسْتَطِيعُ أَنْ يَهْرُبَ مِنْكَ مَنْ لاَ حَياةَ لَهُ إلاَّ بِرِزْقِكَ؟ أَوْ كَيْفَ يَنْجُو مِنْكَ مَنْ لاَ مَذْهَبَ لَهُ فِي غَيْرِ مُلْكِكَ؟ سُبْحَانَكَ! أَخْشى خَلْقِكَ لَكَ أَعْلَمُهُمْ بِكَ، وَأَخْضَعُهُمْ لَكَ أَعْمَلُهُمْ بِطَاعَتِكَ، وَأَهْوَنُهُمْ عَلَيْكَ مَنْ أَنْتَ تَرْزُقُهُ وَهُوَ يَعْبُدُ غَيْرَكَ، سُبْحَانَكَ! لاَ يُنْقِصُ سُلْطَانَكَ مَنْ أَشْرَكَ بِكَ، وَكَذَّبَ رُسُلَكَ، وَلَيْسَ يَسْتَطِيعُ مَنْ كَرِهَ قَضَآءَكَ أَنْ يَرُدَّ أَمْرَكَ، وَلاَ يَمْتَنِعُ مِنْكَ مَنْ كَذَّبَ بِقُدْرَتِكَ، وَلاَ يَفُوتُكَ مَنْ عَبَدَ غَيْرَكَ، وَلاَ يُعَمَّرُ فِي الدُّنْيَا مَنْ كَرِهَ لِقَآءَكَ. سُبْحَانَكَ! مَا أَعْظَمَ شَأْنَكَ، وَأَقْهَرَ سُلْطَانَكَ، وَأَشَدَّ قُوَّتَكَ، وَأَنْفَذَ أَمْرَكَ! سُبْحَانَكَ! قَضَيْتَ عَلَى جَمِيعِ خَلْقِكَ الْمَوْتَ: مَنْ وَحَّدَكَ وَمَنْ كَفَرَ بِكَ، وَكُلٌّ ذَائِقُ المَوْتِ، وَكُلٌّ صَائِرٌ إلَيْكَ، فَتَبَارَكْتَ وَتَعَالَيْتَ، لاَ إلهَ إلاَّ أَنْتَ، وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، آمَنْتُ بِكَ، وَصَدَّقْتُ رُسُلَكَ وَقَبِلْتُ كِتَابَكَ، وَكَفَرْتُ بِكُلِّ مَعْبُود غَيْرِكَ، وَبَرِئْتُ مِمَّنْ عَبَدَ سِوَاكَ. أللَّهُمَّ إنِّي أُصْبحُ وَأُمْسِي مُسْتَقِلاًّ لِعَمَلِي، مُعْتَرِفاً بِذَنْبِي، مُقِرَّاً بِخَطَايَايَ، أَنَا بِإسْرَافِي عَلَى نَفْسِي ذَلِيلٌ، عَمَلِي أَهْلَكَنِي، وَهَوَايَ أَرْدَانِي، وَشَهَوَاتِي حَرَمَتْنِي. فَأَسْأَلُكَ يَا مَوْلاَيَ سُؤالَ مَنْ نَفْسُهُ لاَهِيَةٌ لِطُولِ أَمَلِهِ، وَبَدَنُهُ غَافِلٌ لِسُكُونِ عُرُوقِهِ، وَقَلْبُهُ مَفْتُونٌ بِكَثْرَةِ النِّعَمِ عَلَيْهِ، وَفِكْرُهُ قَلِيلٌ لِمَا هُوَ صَائِرٌ إلَيْهِ، سُؤَالَ مَنْ قَدْ غَلَبَ عَلَيْهِ الاَمَلُ، وَفَتَنَهُ الْهَوى، وَاسْتَمْكَنَتْ مِنْهُ الدُّنْيَا، وَأَظَلَّهُ الاَجَلُ، سُؤَالَ مَنِ اسْتَكْثَرَ ذُنُوبَهُ، وَاعْتَرَفَ بِخَطِيئَتِهِ، سُؤَالَ مَنْ لاَ رَبَّ لَهُ غَيْرُكَ، وَلاَ وَلِيَّ لَهُ دُونَكَ، وَلاَ مُنْقِذَ لَهُ مِنْكَ، وَلاَ مَلْجَأَ لَهُ مِنْكَ إلاَّ إلَيْكَ . إلهِي أسْأَلُكَ بِحَقِّكَ الْـوَاجِبِ عَلَى جَمِيعِ خَلْقِكَ، وَبِاسْمِكَ الْعَظِيْمِ الَّذِي أَمَرْتَ رَسُولَكَ أَنْ يُسَبِّحَكَ بِهِ، وَبِجَلاَلِ وَجْهِكَ الْكَرِيمِ الذِي لاَ يَبْلى وَلاَ يَتَغَيَّرُ، وَلاَ يَحُولُ وَلاَ يَفْنى، أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّد وَآلِ مُحَمَّد، وَأَنْ تُغْنِيَنِي عَنْ كُلِّ شَيْء بِعِبادَتِكَ، وَأَنْ تُسَلِّيَ نَفْسِيْ عَنِ الدُّنْيَا بِمَخَافَتِكَ، وَأَنْ تُثْنِيَنِي بِالْكَثِيْرِ مِنْ كَرَامَتِكَ بِرَحْمَتِكَ، فَإلَيْكَ أَفِرُّ، و مِنْكَ أَخَافُ، وَبِكَ أَسْتَغِيثُ، وَإيَّاكَ أَرْجُو، وَلَكَ أَدْعُو، وَإلَيْكَ أَلْجَأُ، وَبِكَ أَثِقُ، وَإيَّاكَ أَسْتَعِينُ، وَبِكَ أُؤمِنُ، وَعَلَيْكَ أَتَوَكَّلُ، وَعَلَى جُودِكَ وَكَرَمِكَ أَتَّكِلُ

Sample Descri

ption

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে আল্লাহ কোনো কিছুই আপনার কাছে গোপন থাকে না, জমিনেরও না অথবা আসমানেরও না। হে আমার আল্লাহ্, আপনি যা সৃষ্টি করেছেন তা কিভাবে আপনার থেকে আড়ালে থাকতে পারি। আপনি যা তৈয়ার করেছেন কিভাবে আপনার কাছে তার হিসাব না থাকতে পারে। আপনি যা নিয়ন্ত্রণ করেন তা কিভাবে আপনার কাছে গরহাজির থাকতে পারে? যার নিজের কোনো জীবন নেই এবং আপনার নেয়ামত দ্বারা বেঁচে থাকে, কিভাবে সে পালাতে পারে? যার কোনো রাস্তা নেই এবং আপনার রাজত্বে বেঁচে থাকে, কিভাবে সে আপনার কাছ থেকে পালাতে পারে? আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনার সৃষ্টিকুলের মধ্যে যে আপনাকে বেশি চিনে সে আপনাকে অধিক ভয় করে এবং তাদের মধ্যে সেই বেশি এবাদতকারী যে আপনার সবচেয়ে বেশি অনুগত। আপনার দৃষ্টিতে তাদের মধ্যে সবচেয়ে জঘন্য সে যাকে আপনি রিজিক দিয়েছেন আর সে আপনাকে ছাড়া অন্য কারো বন্দেগী করে। আপনার পবিত্রতা বর্ণনা করছি। যে আপনাকে ছেড়ে অন্য কারো সাথে মিলিত হয় সে আপনার কর্তৃত্বেব কমতি করতে পারবে না। আর সে আপনার রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করে। অথবা যে আপনার নিধানকে অপছন্দ করে সে আপনার বাণীর পাশে কিছু সংযোজন করতে পাবে না। অথবা যে আপনার ক্ষমতাকে অস্বীকার করে সে আপনার কাছ থেকে পালাতে পারবে না। অথবা যে তাঁকে (হযরত মুহাম্মদ) ছাড়া অন্য কাউকে সম্মান করে আপনাকে এড়িয়ে যেতে পারবে না। আপনার পবিত্রতা বর্ণনা করছি! আপনার মর্যাদা কত বেশি। আপনার সার্বভৌমত্ব কত শক্তিশালী। আপনার ক্ষমতা কত মজবুত। আপনার আদেশ কত ফলপ্রস্যু। আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনি সবার জন্য মৃত্যুর বিধান রেখেন, যে আপনার প্রতি ঈমান এনেছে তার জন্য এবং আপনাকে অস্বীকার করে তার জন্যও। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে এবং আপনার কাছে ফিরে যেতে হবে। তাই আপনি মহিমাম্বিত। আপনি সম্মানিত। আপনি ব্যতীত আর কোনো মা’বুদ নেই। আপনি একক, আপনার কোনো শরীক নেই। আমি আপনার উপর ঈমান এনেছি, বিশেষত, আপনার রাসুলের উপর, আপনার কিতাব গ্রহণ করেছি, আপনার পাশে অন্য বস্তুর এবাদত করাকে আমি অস্বীকার করেছি এবং তার কাছ থেকে নিজেকে সরিয়ে রেখেছি যে আপনি ব্যতীত অন্য কারো এবাদত করে। হে প্রভু, আমার গুনাহ্ বিবেচনা করে আমার ভুল স্বীকার করেও আমার কাজ কর্মের জন্য সকালে জেগে উঠি এবং সারাদিন মেহনত করি। আমার নিজের বিুদ্ধে চলার জন্য আমি লজ্জিত। আমার আমলসমূহ আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার অপকর্ম আমাকে অকার্য করে দিয়েছে। আমার যৌনবাসনা আমাকে ছিনতাই করেছে। সেজন্য, আমি আপনার কাছে প্রার্থনা করছি, হে আমার প্রভু, তার মত অতি দূর প্রত্যাশায় পৌঁছাতে যার দিল ভোঁতা, তার ধমনীর নিস্তেজতার কারণে, যার দেহ অচেতন, তার উপর অনুগ্রহের প্রাচুর্যতার জন্য যার হৃদয় মোহরকৃত এবং সে যা করেছে তার সমন্ধে সে খুব সামান্যই চিন্তা করে। তার মত আমি ভিক্ষা করছি যার কাছে আশা অতিক্রান্ত হয়ে গিয়েছে, যার কামবাসনা মলিন হয়ে গিয়েছে, যার কাছে দুনিয়া অপাংক্তেয় হয়ে গেছে এবং যে মৃত্যুর ছায়ার নিচে। তার মত আমি ভিক্ষা করছি যার গুনাহ্ অগনিত এবং যে তার ভুল স্বীকার করেছে। তার মত আমি ভিক্ষা করছি আপনি ছাড়া আর কোনো মালিক নেই এবং যে আপনার সাথে কাউকে শরিক করে না। আপনার কাছ তেকে তাকে রক্ষা করার কেউ নেই। আপনার কাছ থেকে রক্ষা করতে পারে এমন কোনো পালানোর সুযোগ আমার নেই। হে প্রভু, আপনার কাছে ভিক্ষা করছি, আপনার হক্বের দ্বারা যা সকল সৃষ্টির জন্য বাধ্যগত, আপনার মহান নামসমূহের দ্বারা যা দ্বারা আপনার নবীকে বলেছেন আপনাকে স্বরণ কাতে, আপনার গৌরবময় সত্তার মর্যাদার দ্বারা যা ধ্বয়স হবে না, পরিবর্তন হবে না,বদল হতে পারে না এবং মৃত্যু হতে পারে না। হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন এবং আমাকে আপনার এবাদতে নিয়োজিত করে সকল চাহিদার উর্ধ্বে রাখুন। আপনাকে ভয় করার মাধ্যমে আমার দিলকে দুনিয়া থেকে হাটিয়ে দিন। আপনার সদাশয়তায় আপনি আমাকে আপনার দয়ার প্রাচুর্য হতে প্রতিদান দিন। সেজন্য, আমি আপনার কাছে ধাবিত হয়েছি। আমি আপনাকে ভয় করি। সংশোধনের জন্য আমি আপনার কাছে আবেদন করছি। আপনার কাছেই আমি আশ্রয়ের জন্য পলায়ন করি। আপনার কাছে আমি আস্থা রাখি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনার কাছেই আমি এঁেট আছি। আপনার উপর আমি নর্ভর করি। আপনার দয়া ও সদাশয়তার উপর আমি নির্ভর করছি।