بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
أَللَّهُمَّ إنَّكَ خَلَقْتَنِي سَوِيّاً، وَرَبَّيْتَنِي صَغِيراً، وَرَزَقْتَنِي مَكْفِيّاً. أَللَّهُمَّ إنِّي وَجَدْتُ فِيمَا أَنْزَلْتَ مِنْ كِتَابِكَ، وَبَشَّرْتَ بِهِ عِبَادِكَ، أَنْ قُلْتَ: (يا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لاَ تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللهِ إنَّ اللهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعاً) وَقَدْ تَقَدَّمَ مِنِّي مَا قَدْ عَلِمْتَ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، فَيَا سَوْأَتا مِمَّا أَحْصَاهُ عَلَيَّ كِتَابُكَ، فَلَوْلاَ الْمَوَاقِفُ الَّتِي أُؤَمِّلُ مِنْ عَفْوِكَ الَّذِي شَمِلَ كُلَّ شَيْء لاَلْقَيْتُ بِيَدِي، وَلَوْ أَنَّ أَحَداً اسْتَطاعَ الْهَرَبَ مِنْ رَبِّهِ لَكُنْتُ أَنَا أَحَقُّ بِالهَرَبِ، وَأَنْتَ لاَ تَخْفَى عَلَيْكَ خَافِيَةٌ فِي الاَرْضِ وَلاَ فِي السَّمَآءِ إلاَّ أَتَيْتَ بِهَا، وَكَفى بِكَ جَازِياً، وَكَفى بِكَ حَسِيباً. أللَّهُمَّ إنَّكَ طَالِبِي إنْ أَنَا هَرَبْتُ، وَمُدْرِكِي إنْ أَنَا فَرَرْتُ، فَهَا أَنَا ذَا بَيْنَ يَدَيْكَ خَاضِعٌ ذَلِيلٌ رَاغِمٌ، إنْ تُعَذِّبْنِي فَإنّي لِذلِكَ أَهْلٌ، وَهُوَ يَارَبِّ مِنْكَ عَدْلٌ، وَإنْ تَعْفُ عَنِّي فَقَدِيماً شَمَلَنِي عَفْوُكَ، سْتَنِي عَافِيَتَكَ. فَأَسْأَلُكَ اللَّهُمَّ بِالْمَخْزونِ مِنْ أَسْمائِكَ، وَبِمَا وَارتْهُ الْحُجُبُ مِنْ بَهَائِكَ، إلاَّ رَحِمْتَ هذِهِ النَّفْسَ الْجَزُوعَةَ، وَهَذِهِ الرِّمَّةَ الْهَلُوعَةَ، الَّتِي لاَ تَسْتَطِيعُ حَرَّ شَمْسِكَ، فَكَيْفَ تَسْتَطِيعُ حَرَّ نارِكَ؟ وَالَّتِي لاَ تَسْتَطِيعُ صَوْتَ رَعْدِكَ، فَكَيْفَ تَسْتَطِيعُ صَوْتَ غَضَبِكَ؟ فَارْحَمْنِي اللَّهُمَّ فَإنِّي امْرُؤٌ حَقِيرٌ، وَخَطَرِي يَسِيرٌ، وَلَيْسَ عَذَابِي مِمَّا يَزِيدُ فِي مُلْكِكَ مِثْقَالَ ذَرَّة، وَلَوْ أَنَّ عَذَابِي مِمَّا يَزِيدُ فِي مُلْكِكَ لَسَأَلْتُكَ الصَّبْرَ عَلَيْهِ، وَأَحْبَبْتُ أَنْ يَكُونَ ذلِكَ لَكَ، وَلكِنْ سُلْطَانُكَ اللَّهُمَّ أَعْظَمُ، وَمُلْكُكَ أَدْوَمُ مِنْ أَنْ تَزِيـدَ فِيْهِ طَاعَةُ الْمُطِيعِينَ، أَوْ تُنْقِصَ مِنْهُ مَعْصِيَةُ الْمُذْنِبِينَ. فَارْحَمْنِي يا أَرْحَمَ الرَّاحِمِينَ، وَتَجاوَزْ عَنِّي يا ذَا الْجَلاَلِ وَالإكْرَامِ، وَتُبْ عَلَيَّ إنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
ption
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হে প্রভু, আমাকে আপনি পরিপূর্ণভাবে পয়দা করেছেন। যখন আমি অবুঝ ছিলঅম তখন আমাকে পালন করেছেন এবং আমার প্রয়োজনীয় শম্রষা করেছেন। হে প্রভু, আপনি আপনার কিতাব নাযিল করেছেন এবং যার দ্বারা আপনি আপনার বান্দার জন্য ভালাই দান করেছেন, তাতে আমি পেয়েছি যে, আপনি বলেছেন, “হে আমার বান্দাগণ যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুণাহ্ মাফ করেন।” মূলত অতীতে আমি যা করেছি সে ব্যাপারে আপনি অবগত এবং যা আমার চেয়ে আপনি ভাল জানেন। আমার মর্যাদাখানি এ জন্যও যে যা আপনার নথিতে আমার বিপক্ষে রয়েছে। তাতে এমন কোনো সুযোগ ছিল না যে আপনার ক্ষমা প্রত্যাশা করতে পারি, যা সব সময় বিস্তৃত ছিল। নিশ্চিতভাবে আমি আমার হাত দ্বারা ধ্বংস হওয়া থেকে নিবৃত্ত হতে পারিনি। যদি কারো এ ক্ষমতা থাকত যে সে তার স্রষ্টার কাছ থেকে পালাতে পারে, তরে আপনার কাছ থেকে পালার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ছিলাম। আপনি এমন সত্তা যার কাছ থেকে কোনো কিছুই আড়াল থাকে না (জমিনেরও না আর আকশেরও না) কিন্তু আপনি তা গণ্য করেন না। আর অপনি প্রতিদান দাতা হিসেবে যথেষবচ এবং গণনাকারী হিসেবেও যথেষ্ট। আমার প্রভু, মূলত আমি যদি পালাই আপনি আমার খোঁজ করবেন এবং আমি যদি দৌড়ে পালাই আপনি আমাকে আটক করে ফেলবেন। সেজন্য, দেখুন আমি অপদস্ত ও লজ্জিত হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। যা আমি আপনার কাছে আশা করি (আমার কর্মের কারণে), যদি আপনি আমাকে শাস্তি দেন তবে তা আপনার কাছ থেকে আমার প্রতি সঠিক বিচারের কাজ, হে প্রভু, যদি আপনি আমাকে ক্ষমা করেন, তখন আপনার ক্ষমা সব সময় আমার উপর বর্তাবে। আপনি সব সময় আমাকে আপনার নিরাপত্তার দ্বারা আচ্ছাদিত করেছেন। সেজন্য, হে প্রভু, আপনার গুণাম্বিত নামগুলোর দ্বারা এবং যা পর্দা ঢেকে দেয় সেই আপনার মহত্ত্বের উছিলায় প্রার্থনা করছি যে আমার অধৈর্য্য আত্মা এবং আমার ধ্বংস হওয়াতে করুণা প্রদর্শন করুন। আমার হাড়গুলো কাঁপছে যেগুলো আপনার সূর্যের তাপ সহ্য করতে পারবে না। কিভাবে ওগুলো আপনার আগুনের তাপ সহ্য করবে। তারা আপনার বজ্রের আওয়াজ সহ্য করতে পারে না, তখন তারা কিভাবে আপনার গোসসাকে সহ্য করবে। সেজন্য, আমার উপর কনুণা, হে প্রভু। আমি একজন হীন এবং অযোগ্য মানুষ। আমার শাস্তি এমন নয় যে আপনার সার্বভৌমত্বে তা একটি পরমাণুর ওজন বাড়িয়ে দেবে। আমার শাস্তি যদি আপনার সার্বভৌমত্বকে বাড়িয়ে দিত, মূলত তখন সে সহ্য করার জন্য আপনার কাছে দোয়া করতাম এবং আমার জন্য যা নিয়োজিত করতেন তাই পছন্দ করতাম। কিন্তু হে প্রভু, আপনার কর্তৃত্ব এতই বিশাল অথবা আপনার সার্বভৌমত্ব এতই যে আপনার অনুগতদের কার্য দআরা তা বৃদ্ধিও হয় না অথবা পাপীদের অবাধ্যতার দ্বারা তার লয়ও হয় া। সেজন্য, হে পরম দয়াময়, আমার উপর করুণা করুন। হে গৌরব এবং মহত্বের অধিকারী, আমাকে ক্ষমা করুন। আমার তওবা কবুল করুন। বিশেষত, আপনার সত্তাই তওবা কবুলকারী, সবচেয়ে বদান্যশীল।