بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

إلهِي هَدَيْتَنِي فَلَهَوْتُ، وَوَعَظْتَ فَقَسَوْتُ، وَأَبْلَيْتَ الْجَمِيلَ فَعَصَيْتُ، ثُمَّ عَرَفْتُ مَا أَصْدَرْتَ؟ إذْ عَرَّفْتَنِيهِ فَاسْتَغْفَرْتُ، فَأَقَلْتَ فَعُدتُ، فَسَتَرْتَ فَلَكَ إلهِي الْحَمْدُ. تَقَحَّمْتُ أَوْدِيَةَ الْهَلاَكِ، وَحَلَلْتُ شِعَابَ تَلَف تَعَرَّضْتُ فِيهَا لِسَطَوَاتِكَ، وَبِحُلُولِهَا عُقُوبَاتِكَ، وَوَسِيلَتِي إلَيْكَ التَّوْحِيدُ، وَذَرِيْعَتِي أَنِّي لَمْ أُشْرِكْ بِكَ شَيْئاً، وَلَمْ أَتَّخِذْ مَعَكَ إلهاً، وَقَدْ فَرَرْتُ إلَيْكَ بِنَفْسِي، وَإلَيْكَ مَفَرُّ الْمُسِيءِ، وَمَفْزَعُ الْمُضَيِّعِ لِحَظِّ نَفْسِهِ، الْمُلْتَجِئِ. فَكَمْ مِنْ عَدُوٍّ انْتَضى عَلَيَّ سَيْفَ عَدَاوَتِهِ، وَشَحَذَ لِيْ ظُبَةَ مُدْيَتِهِ، وَأَرْهَفَ لِي شَبَا حَدِّهِ، وَدَافَ لِيْ قَوَاتِلَ سُمُومِهِ، وَسَدَّدَ نَحْوِي صَوَائِبَ سِهَامِهِ، وَلَمْ تَنَمْ عَنِّي عَيْنُ حِرَاسَتِهِ، وَأَضْمَرَ أَنْ يَسُومَنِي الْمَكْرُوهَ وَيُجَرِّ عَنِّي زُعَافَ مَرَارَتِهِ ، فَنَظَرْتَ يا إلهِيْ إلَى ضَعْفِي عَنِ احْتِمَـالِ الْفَـوَادِحِ ، وَعَجْزِي عَنِ الانْتِصَارِ مِمَّنْ قَصَدَنِيْ بِمُحَارَبَتِهِ، وَوَحْدَتِي فِي كَثِيرِ عَدَدِ مَنْ نَاوَانِيْ وَأَرْصَدَ لِيْ بِالْبَلاءِ فِيمَا لَمْ أُعْمِلْ فِيهِ فِكْرِي، فَابْتَدَأْتَنِي بِنَصْرِكَ، وَشَدَدْتَ أَزْرِي بِقُوَّتِكَ، ثُمَّ فَلَلْتَ لِيَ حَدَّهُ، وَصَيَّرْتَهُ مِنْ بَعْدِ جَمْع عَدِيْد وَحْدَهُ، وَأَعْلَيْتَ كَعْبِي عَلَيْهِ، وَجَعَلْتَ مَا سَدَّدَهُ مَرْدُوداً عَلَيْهِ، فَرَدَدْتَهُ لَمْ يَشْفِ غَيْظَهُ، وَلَمْ يَسْكُنْ غَلِيلُهُ، قَدْ عَضَّ عَلَى شَوَاهُ، وَأَدْبَرَ مُوَلِّياً قَدْ أَخْلَفَتَ سَرَاياهُ. وَكَمْ مِنْ باغ بَغانِيْ بِمَكَائِدِهِ، وَنَصَبَ لِيْ شَرَكَ مَصَائِدِهِ، وَوَكَّلَ بِيْ تَفَقُّدَ رِعَايَتِهِ، وَأَظْبَأَ إلَيَّ إظْبَآءَ السَّبُعِ لِطَرِيْدَتِهِ، انْتِظَـاراً لانْتِهَازِ الْفُرْصَةِ لِفَرِيسَتِهِ، وَهُوَ يُظْهِرُ لِيْ بَشَاشَةَ المَلَقِ، وَيَنْظُـرُنِي عَلَى شِدَّةِ الْحَنَقِ، فَلَمَّا رَأَيْتَ يَا إلهِي تَبَارَكْتَ وَتَعَالَيْتَ دَغَلْ سَرِيرَتِهِ، وَقُبْحَ مَا انْطَوى عَلَيْهِ، أَرْكَسْتَهُ لاُِمِّ رَأْسِهِ فِي زُبْيَتِهِ، وَرَدَدْتَهُ فِي مَهْوى حُفْرَتِهِ، فَانْقَمَعَ بَعْدَ اسْتِطَالَتِهِ ذَلِيلاً فِي رِبَقِ حِبالتِهِ الَّتِي كَانَ يُقَدِّرُ أَنْ يَرَانِي فِيهَا، وَقَدْ كَادَ أَنْ يَحُلَّ بِيْ لَوْلاَ رَحْمَتُكَ مَا حَلَّ بِسَاحَتِهِ. وَكَمْ مِنْ حَاسِد قَدْ شَرِقَ بِي بِغُصَّتِهِ، وَشَجِيَ مِنِّي بِغَيْظِهِ، وَسَلَقَنِي بِحَدِّ لِسَانِهِ، وَوَحَرَنِي بِقَرْفِ عُيُوبِهِ، وَجَعَلَ عِرْضِيْ غَرَضاً لِمَرَامِيهِ، وَقَلَّدَنِي خِلاَلاً لَمْ تَزَلْ فِيهِ، وَوَحَرنِي بِكَيْدِهِ، وَقَصَدَنِي بِمَكِيدَتِهِ، فَنَادَيْتُكَ يَا إلهِي مُسْتَغِيْثاً بِكَ، وَاثِقاً بِسُرْعَةِ إجَابَتِكَ، عَالِماً أَنَّهُ لاَ يُضْطَهَدُ مَنْ آوى إلَى ظِلِّ كَنَفِكَ، وَلاَ يَفْزَعُ مَنْ لَجَأَ إلَى مَعْقِل انْتِصَارِكَ، فَحَصَّنْتَنِي مِنْ بَأْسِهِ بِقُدْرَتِكَ. وَكَمْ مِنْ سَحَائِبِ مَكْرُوه جَلَّيْتَهَا عَنِّي، وَسَحَائِبِ نِعَم أَمْطَرْتَهَا عَلَيَّ، وَجَدَاوِلِ رَحْمَة نَشَرْتَهَا، وَعَافِيَة أَلْبَسْتَهَا، وَأَعْيُنِ أَحدَاث طَمَسْتَهَا، وَغَواشي كُرُبَات كَشَفْتَهَا، وَكَمْ مِنْ ظَنٍّ حَسَن حَقَّقْتَ، وَعَدَم جَبَرْتَ، وَصَرْعَة أَنْعَشْتَ وَمَسْكَنَة، حَوَّلْتَ، كُلُّ ذَلِكَ إنْعَامَاً وَتَطَوُّلاً مِنْكَ، وَفِي جَمِيعِهِ انْهِمَاكاً مِنِّي عَلَى مَعَاصِيْكَ، لَمْ تَمْنَعْكَ إساءَتِي عَنْ إتْمَامِ إحْسَانِكَ، وَلاَ حَجَرَنِي ذالِكَ عَنِ ارْتِكَابِ مَسَاخِطِكَ، لاَ تُسْأَلُ عَمَّا تَفْعَلُ، وَلَقَدْ سُئِلْتَ فَأَعْطَيْتَ، وَلَمْ تُسْأَلْ فابْتَدَأْتَ، وَاسْتُمِيحَ فَضْلُكَ فَمَا أَكْدَيْتَ، أَبَيْتَ يَا مَوْلاَيَ إلاَّ إحْسَانَـاً وَامْتِنَاناً وَتَطوُّلاً وَإنْعَامـاً ، وَأَبَيْتُ إلاَّ تَقَحُّماً لِحُرُماتِكَ، وَتَعَدِّياً لِحُدُودِكَ، وَغَفْلَةً عَنْ وَعِيدِكَ. فَلَكَ الْحَمْدُ إلهِي مِنْ مُقْتَدِر لاَ يُغْلَبُ، وَذِي أَناة لاَ تَعْجَلُ. هَذَا مَقَامُ مَنِ اعْتَرَفَ بِسبوغِ النِّعَمِ، وَقَابَلَهَا بِالتَّقْصِيرِ، وَشَهِدَ عَلَى نَفْسِهِ بِالتَّضْيِيْعِ. أللَّهُمَّ فَإنِّي أَتَقَرَّبُ إلَيْكَ بِالْمُحَمَّدِيَّةِ الرَّفِيعَةِ، وَالْعَلَوِيَّةِ الْبَيْضَآءِ، وَأَتَـوَجَّهُ إلَيْكَ بِهِمَا، تُعِيذَنِيْ مِنْ شَرِّ [كَذَا وَكَذَا] فَإنَّ ذَالِكَ لا يَضِيْقُ عَلَيْكَ فِي وُجْدِكَ، وَلاَ يَتَكَأدُّكَ فِي قُدْرَتِكَ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْء قَدِيرٌ، فَهَبْ لِي يا إلهِي مِنْ رَحْمَتِكَ وَدَوَامِ تَوْفِيقِكَ، مَا أَتَّخِذُهُ سُلَّماً أَعْرُجُ بِهِ إلى رِضْوَانِكَ، وَآمَنُ بِهِ مِنْ عِقَابِكَ، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

Sample Descri

ption

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে আমার প্রভু, আমাকে আপনি রক্ষা করেছেন আর আমি তা অস্বীকার করেছি। আপনি আমাকে উপদেশ দিয়েছেন আর আমার দিল শক্ত হয়ে গিয়েছিল। আপনি আমাকে পর্যাপ্ত নেয়ামত দিয়েছেন আর আমি অমান্য করেছি। সেজন্য, যখন আপনি আমাকে জ্ঞাত করেছেন, তাই আমি ক্ষমা চেয়েছি এবং আপনি ক্ষমা করেছেন। তখন আমি ভুল করেছি এবং আপনি তা লুকিয়ে রেখেছেন। সেজন্য, হে আমার প্রভু, সকল প্রশংসাই আপনার জন্য। আমি ধ্বংসে উপত্যকা নিক্ষিপ্ত হয়েছি এবং ধ্বংসের গিরিখাতে প্রবিষ্ট হয়েছি, যার দ্বারা আমি আপনার গোসসায় পতিত হয়েছি এবং যার ভিতরে প্রবিষ্ট করে আমি নিজের উপরে আপনার পক্ষ হতে শাস্তি চাপিয়েছি। আপনার একত্ববাদে বিশ্বাসী হয়ে এবং আপনার সাথে মধ্যস্থতার সুপারিশের জন্য যে আমি আপনার সাথে কখনও কাউকে শরীক করিনি এবং আপনি ব্যতীত কোনো মা’বুদ গ্রহণ করিনি। মূলত, আমি দিলের সাথে আপনার সাথে অবনত। াাপনার কাছে গুনাহ্গারের পলায়ন এবং আপনার কাছে তার আশ্রয় যে তার ভগ্যকে নষ্ট করেছে এবং অবশেষে আশ্রয়ের খেঁজে হন্যে হয়ে উঠেছে। এভাবে শত্রু আমার বিপক্ষে তার তলোয়ার উত্তোলন করেছে, আমার জন্য তার ছুরির প্রান্ত ভাগ ধার করেছে, এর অগ্রভাগ আমার জন্য শান দিয়েছে, আমার জন্য তার সবচেয়ে বিশ মিশিয়েছে, তার অনিক্ষিপ্ত তীর আমার দিকে তাক করেছে, তার সতর্ক চোখ আমাকে দেখা বিরত হয় না। সে আমার অনিষ্ট করতে এরাদা করেছে এবং আমাকে সবচেয়ে তিক্ত পেয়ালাকাপ পান করাবার এরাদা করেছে আপনি প্রত্যক্ষ করেছেন তার প্রতিশোধ নিতে আমার অক্ষমতাকে তার শত্রুতার বান আমার দিকে তাক করেছে, তার শত্রুতার মাঝে আমার নিঃসঙ্গতা যে আমার প্রতি শত্রুভাবাপন্ন এবং আমাকে দুর্দশায় পতিত করতে যে সুযোগের অপেক্ষা করছিল, যা আমি খখনো ভাবিনি। তাই, আপনি আমাকে সাহায্য করতে ব্রতী হয়েছিলেন এবং আপনার শক্তির দ্বারা আমাকে বেষ্টন করেছিলেনতখন আমার প্রতি তার তীক্ষèতাকে ভোঁতা করে দিয়েছেন, সংখ্যধিক্কের শক্তির পর তাকে একা করে দিয়েছেন। তার হাতের উপরে আমার হাতটি স্তাপন করেছেন এবং তার উপর ঝঞ্জাট উঠিয়েছেন, যা সে নিজেই প্রস্তুত করেছে। এভাবে আপনি তাকে প্রতিহত করেছেন, তার বিড়বিড়ানিতে অসন্তুষ এবং ক্রোধ প্রশান্ত থাকে। মূলত সে তার হাত কামড়িয়েছিল এবং যখন তার শত্রুরা তাকে ক্ষতিগ্রস্ত করেছিল তখন সে তার আঘাত করা বিরত রেখেছিল অনেক বিশ্বাসঘাতক কপটতার সাথে আমার বিরুদ্ধে শত্রুতা করেছিল, আমাকে ফাঁদে ফেলতে টোপ ফেলেছিল। তল্লআসী করতে তার শ্যেন দৃষ্টি আমার প্রতি তাক কািয়েছিল এবং শিকারের প্রত্যাশায় একটি জানোয়ারের মত আমার জন্য ওত পেতেছিল, সুযোগের অপেক্ষা করে। সে উৎফুল্ল্তায় আটখান হয়ে গিয়েছিলযখন সে আমার মর্মবেদনার কথা বিবেচনা করেছিল। তাই, হে আমার অনুগ্রহশীল এবং মর্যাদাবান প্রভু, আপনি তার চরিত্রের বিশ্বাসঘাতকতা এবং তার কল্পনার মন্দ প্রত্যক্ষ করেছিলেন, আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়েছেলেন এবং জাহান্নামে অতল গহবরে ডুবিয়ে দিয়েছিলেন। এভাবে, তার একগেিয়মির পর সে তার ফাঁদে আটকা পড়েছিল, যাতে সে আমাকে দেখার প্রত্যামা করেছিল এবং তার ওপর যে দুর্যোগ ছিল তা আমার প্রতি খুবই নিকটবর্তী হয়ে গিয়েছিল। আপনার করুনায় তা আমার উপর বর্তায নি। আমার প্রতি তার গোসসার কারণে এক হিংকুক আমার উপর ভর করেছিল ; আমার ওপর তার ক্রোধ ঢালতে। তার জবানের তীক্ষèতা দ্বারা আমার ক্ষতিসাধন করেছিল। আমার ওপর অপবাদের কলংক নিক্ষেপ করেছিল। আমার সম্মানকে সে অপবাদে তীরে লক্ষ্যবস্তু বানিয়েছিল। সে আমার গলায় অপবাদের ঝুড়ি লাগিয়ে দিয়েছিল। যাতে সে নিজে নিয়োযিত ছিল। বিম্বাসঘাতকতার সাহায্যে আমাকে চ’র্ণ করে দিয়েছিল এবং আমাকে তার ছলনার বস্তু বানিয়েছিল। হে আমর প্রভু, তাই আপনার দ্রুত জওয়াবের আস্থায় আমি আপনার কাছে মিনাত করেছি, আপনার কাছে অভিযোগ করেছি। এটা জেনে যে, যে আপনার নিরাপত্তার মধ্যে আশ্রয় নেয় সে কখনও দুর্দশাগ্রস্ত হতে পারে না।যে আপনার সাহায্যে দৃঢ় হাতলের নিচে আশ্রয় নেয় তার কোনো ভয় নেই। আর আপনি তার ক্ষমতায় তার হিংস্রতা থেকে আমাকে রক্ষা করেছেন। আমার ওপর থেকে অনেক মন্দ মেঘ দূর করে দিয়েছেন। আমার ওপর অসুগ্রহের মেঘ হতে বারি বর্ষণ করেছেন। আমার কাছ দিয়ে ক্ষমার নদী প্রবাহিত করেছেন। আপনি নিরাপত্তা দ্বারা আমাকে আচ্ছাদিত করেছেন। দুর্ঘটনায় অন্ধ চোখকে আপনি আপসারিত কছেন। আপরি দুর্দশার পর্দাকে দূর করে দিয়েেেছন আনেক আশাকে আপনি সত্য করে দিয়েছেন। আপনি চাহিদাকে পূর্ণ করেছেন, তার পতিত হওয়া থেকে আপনি উঠিয়েছেন এবং বস্ত্রাদি দিয়েছেন, যা আপনি দূরে সরিয়ে নিয়েছিলেন। আপনি এ সবটুকুই করেছেন আপনার সাহায্য এবং সদাশয়তার অংশ থেকে। এসবের মধ্য দিয়ে আমি আপনার অবাধ্য হওয়া থেকে বিরত রয়েছি। আমার হীনমন্যতার কারণে আম,ার কাছ থেকে আপনার সদাশয়তা বিরত রাখেন নি অথবা আপনার কাছে ঘৃনীত এমন কাজ সংগঠন করিনি। আপনি যা করেন তার জন্য আপনাকে জিজ্ঞাসিত হতে হবে না। মূলত আপনি অনুরোধ রক্ষা করেন এবং দান করেন যদ অনুরোধ করা না হয় তাহলে আপনি সাহায্য করা মুরু করে দেন। যখন আপনার বদান্যতা চাওয়া হয়েছিল আপনি তা অকার্যকর রাখেননি। হে আমার প্রভু, আপনি সৎকর্ম, সদায়তা, দয়া এবং সাহায্য ছাড়া আর কিছুই করেননি। তবুও আমি আপনার নিষেধকৃত কর্মে নিয়োজিত হওেয়া ছাড়া আর কিছুই করিনি, আমার সীমাকে অতিক্রম করে এবং আপনার হুমকির তোয়াক্কা না করে। সেজন্য, সকল প্রশংসা আপনার জন্য, হে সর্বশক্দিতমান, যিনি পরাভ’ত হতে পারে না। হে ধৈর্য্যরে অধিকারী যিনি কখনও তড়িঘড়ি করেন না। এই হল তার অবস্থা যে আপনার সীমাহীন সাহায্যের ব্যাপানে অবগত, যে অবাধ্যতার মাধ্যমে এগুলো প্রতিশোদ করে এবং এগুলো অপচয়ের দ্বারা সে নিজের বিরুদ্ধে সাক্ষ্য বহন করে। সেজন্য, হে প্রভু, আমি হযরত মুহাম্মদের তাঁর এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আনুগত্যের ত্বরিকায় এবং হযরত ইমাম আলি আঃ এর উদ্ভাসত ঈমানের মধ্য দিয়ে আপনার দিকে অগ্রসর হই। আমাকে এরকম শত্রুদের চক্রান্ত তেকে আমাকে আশ্রয় দেয়ার জন্য আমি তাদের মাধ্যমে আপনার কাছে দোয়া করছি। মূলত আপনার কুদরতে এটা আপনার জন্য কোনো কঠিন নয়। অথবা আপনার ক্ষমতায় এটা কঠিনও নয়। সব কিছুর উপর আপনার ক্ষমতা বিদ্যমান। সেজন্য, হে আমার আল্লাহ্, আমাকে ক্ষমা এবং আপনার চিরস্থায়ী করুনা দিন, যা আমি একটি মই হিসেবে ধরতে পারি। যা দ্বারা আমি যেন আপনার মকবুলিয়াতে আরোহণ করতে পারি এবং যা দ্বারা আমি আমি আপনার শাস্তি হতে নিরাপদ হতে পারি, হে পরম দয়াময়।