بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أَللَّهُمَّ إنِّي أَعْتَـذِرُ إلَيْـكَ مِنْ مَـظْلُوم ظُلِمَ بِحَضْرَتِي فَلَمْ أَنْصُرْهُ، وَمِنْ مَعْرُوف أُسْدِيَ إلَيَّ فَلَمْ أَشْكُرْهُ، وَمِنْ مُسِيء أعْتَذَرَ إلَيَّ فَلَمْ أَعْذِرْهُ، وَمِنْ ذِيْ فَاقَة سَأَلَنِي فَلَمْ اُوثِرْهُ، وَمِنْ حَقِّ ذي حَقٍّ لَزِمَنِي لِمُؤْمِن فَلَمْ أوَفِّـرْهُ، وَمِنْ عَيْبِ مُؤْمِن ظَهَر لِي فَلَمْ أَسْتُرْهُ، وَمِنْ كُلِّ إثْم عَرَضَ لِيْ فَلَمْ أَهْجُرْهُ. أَعْتَذِرُ إلَيْكَ يَا إلهِي مِنْهُنَّ وَمِنْ نَظَائِرِهِنَّ اعْتِذَارَ نَدَامَة يَكُونُ وَاعِظاً لِمَا بَيْنَ يَدَيَّ مِنْ أَشْبَاهِهِنَّ. فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَاجْعَلْ نَدَامَتِي عَلَى مَا وَقَعْتُ فِيهِ مِنَ الـزَّلاّتِ وَعَزْمِي عَلَى تَـرْكِ مَا يَعْـرِضُ لِيْ مِنَ السَّيِّئـاتِ تَوبَةً تُوجِبُ لِيْ مَحَبَّتَـكَ يا مُحِبَّ التَّوَّابِيْنَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আমার এক শত্রুর সাথে যা ব্যবহার করেছি, এবং তাকে যে সাহায্য করিনি সে জন্য, সে যে আমার একটি ভাল কাজ করেছে আর আমি তাকে কুতজ্ঞতা জানাই নি যে সে জন্য ; সে যে আমার কাছে মিনতি করেছে ; একজন অভাবীর অভাব মোচন না করার জন্য যে আমার কাছে ভিক্ষা চেয়েছিল, একজন সত্য বিশ্বাসীর দাবি পূরণ করতে না পারার জন্য যা আমার কর্তব্য ছিল ; আমার উপর একজন সত্য বিশ্বাসীর অপবাদের জন্য যা আমি লুকিয়ে রাখতে পারিনি এবং আমার দ্বারা হওয়া প্রতিটি পাপের জন্য, আর আমি তা এড়িয়ে চলিনি আমি এ রকম অপরাধের জন্য, হে প্রভু, আপনার কাছে দুঃখ ভারাক্রান্তভাবে মাফ চাচ্ছি। যা আমার পূর্বে কৃত একই অপরাধ করতে আমাকে সতর্ক করতে পারে। হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাকে ভুলগুলোর জন্য অনুশোচনা করতে দিন যাতে আমি পতিত এবং আমার সামনে যে সকল খারাবী আসবে তা পরিত্যাগ করার মানসিকতা দিন। আমাকে এমন তওবা করার তৌফিক দিন যা আপনার ভালবাসা প্রকাশ করবে (আমার জন্য)। হে তওবাকারীদের প্রিয়তম।