بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أللَّهُمَّ اسْقِنَـا الْغَيْثَ، وَانْشُرْ عَلَيْنَا رَحْمَتَـكَ بِغَيْثِكَ الْمُغْدِقِ مِنَ الْسَّحَابِ الْمُنْسَـاقِ لِنَبَاتِ أَرْضِكَ الْمُونِقِ فِي جَمِيـعِ الآفَاقِ، وَامْنُنْ عَلَى عِبَادِكَ بِإينَاعِ الثَّمَرَةِ، وأَحْيِ بِلاَدَكَ بِبُلُوغِ الزَّهَرَةِ. وَأَشْهِدْ مَلائِكَتَكَ الْكِرَامَ السَّفَرَةَ بِسَقْي مِنْكَ نَافِع دَائِم غُزْرُهُ َواسِعٌ دِرَرُهُ وَابِل سَرِيع عَاجِل تُحْيِي بِهِ مَا قَدْ مَات، وَتَرُدُّ بهِ مَا قَدْ فَاتَ، وَتُخْرِجُ بِهِ مَا هُوَ آت، وَتُوَسِّعُ بِهِ فِي الأَقْوَاتِ، سَحَاباً مُتَرَاكِماً هَنِيئاً مَرِيئاً طَبَقاً مُجَلْجَلاً غَيْرَ مُلِثٍّ وَدْقُهُ، وَلاَ خُلَّب بَرْقُهُ. أللَّهُمَّ اسْقِنَا غَيْثاً مَغيثَاً مَرِيعاً مُمْرِعاً عَرِيْضَاً، وَاسِعاً غَزِيراً تَرُدُّ بِهِ النَّهِيضَ وَتَجْبُرُ بِهِ الْمَهِيضَ. أللَّهُمَّ اسْقِنَا سَقْياً تُسِيلُ مِنْهُ الظِّرابَ، وَتَمْلاءُ مِنْهُ الْجِبَابَ، وَتُفَجِّرُ بِهِ الأنْهَارَ، وَتُنْبِتُ بِهِ الأشْجَارَ وَتُرْخِصُ بِهِ الأسْعَارَ فِي جَمِيع الأمْصَارِ، وَتَنْعَشُ بِهِ البَهَائِمَ وَالْخَلْقَ، وَتُكْمِلُ لَنَا بِهِ طَيِّبَاتِ الرِّزْقِ، وَتُنْبِتُ لَنَا بِهِ الزَّرْعَ، وَتُدِرُّ بِهِ الضَّرْعَ، وَتَزِيدُنَا بِهِ قُوَّةً إلَى قُوَّتِنَا. أللَّهُمَّ لا تَجْعَلْ ظِلَّهُ عَلَيْنَا سَمُوماً وَلاَ تَجْعَلْ بَرْدَهُ عَلَيْنَا حُسُوماً، وَلاَ تَجْعَلْ صَوْبَهُ عَلَيْنَا رُجُوماً، وَلا تَجْعَلْ مَاءَهُ عَلَيْنَا أُجَاجـاً. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِ مُحَمَّد، وَارْزُقْنَا مِنْ بَرَكَاتِ السَّمَاوَاتِ وَالأرْضِ، إنَّكَ عَلَى كُلِّ شَيْء قَدِيرٌ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, আমাদেরকে বৃষ্টি দিয়ে পরিতৃপ্ত করুন। পৃথিবীকে সব দিকে দিয়ে সজীব করে তুলতে চলমান মেঘ হতে আমাদের প্রচুর বৃষ্টি দিয়ে আমাদের উপর আপনার অনুগ্রহ বিস্তার করে দিন। আর ফল পাকিয়ে আপনার বান্দাদেরকে সাহায্য করুন এবং মুকুলের আগমন ঘটিয়ে আপনার শহরগুলোকে পুনর্জীবিত করুন। আর আপনার কাছ থেকে চির মঙ্গলজনক বৃষ্টির মেঘমালা দিয়ে আপনার সম্পাদিত দুতদেরকে (ফেরেস্তা) পাঠান। যা দ্বারা খুব দ্রুত অনেক দূর পর্যন্ত বৃষ্টির ধমকা নেমে আসে। যা মরে গেছে তা দ্বারা তা পুনর্জীবিত করতে। যা হারিয়ে গেছে তা দ্বারা তা পুনঃজমা করতে। শম্য উৎপাদন উপযোগী করতে। এর দ্বারা রিযিকের ব্যবস্থা করুন। বোধহীন বিদ্যুৎ চমকের সাথে অবিরত বৃষ্টির ধমকার দ্বারা গর্ভবতী মেঘমালা খুব দ্রুত ব্যাপকভাবে প্রেরণ করুন। যেগুলো স্তরের উপর স্তর স্তুপিকৃত এবং অনেক দূর এবং ব্যাপক স্থান জুড়ে থাকবে। হে প্রভু, মাটিতে চাষাবাদ করার জন্য, উত্তম এবং লাভজনক হওয়ার জন্য প্রচুর বৃষ্টি দিয়ে আমাদেরকে অনুগ্রহ করুন। যা দ্বারা ঘাস জন্মাতে এবং উদাম মাটির সম্ভাবনা জাগিয়ে তুলতে সাহায্য করতে পারে। হে প্রভু, আমাদেরকে বৃষ্টি দিয়ে সাহায্য কুেন। যা দ্বারা আপনি পাহাড় থেকে তীব্র স্রোত করতে পারেন, কূপগুলো পূর্ণ করতে নদীগুলো প্রবাহিত করার জন্য। চারা জন্মানোর জন্য। সকল দেশে দ্রবাদির দাম কমানোর জন্য। আর জীব-জন্তু এবং অন্যান্য সৃষ্টিদেরকে সতেজ করার জন্য। এ দ্বারা আমাদেরকে নির্ভেজাল খাদ্য যোগান দিন। অনাবাদি জমিকে আমাদের জন্য চাষাবাদের উপযোগী করে দিন। স্তনগুলো দুধে পূর্ণ করে দিন। আমাদের শক্তির পরিমাণ বাড়িয়ে দিন। হে প্রভু, এ বৃষ্টি আমাদের জন্য অমঙ্গলজনক কোরেন না। এর শীতলতা দ্বারা আমাদেরকে ধ্বংস কোরেন না। একে আমাদের উপর পাথরের বর্ষণের মত বর্ষণ কোরেন না। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাদের জন্য বেহেশতের এবং পৃথিবীর অনুগ্রহ বরাদ্দ করুন। বিশেষত, সবকিছুই আপনার ক্ষমতার ভিতর।