২১. যহূরের নামাযের পর দোয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

لاَ اِلٰـهَ اِلاَّ اللهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ اِلٰـهَ اِلاَّ اللهُ رَبُّ الْعَرْشِ الْكَرِيْمُ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ اَللّٰهُمَّ اِنِّيْ أَسْأَلُكَ مُوْجِبَاتِ رَحْمَتِكَ وَ عَزَآئِمَ مَغْفِرَتِكَ وَ الْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَ السَّلاَمَةَ مِنْ كُلِّ اِثْمٍ اَللّٰهُمَّ لاَ تَدَعْ لِيْ ذَنْباً اِلاَّ غَفَرْتَهٗ وَ لاَ هَمّاً اِلاَّ فَرَّجْتَهٗ وَ لاَ سُقْمًا اِلاَّ شَفَيْتَهٗ وَ لاَ عَيْباً اِلاَّ سَتَرْتَهٗ وَ لاَ رِزْقاً اِلاَّ بَسَطْتَهٗ وَ لاَ خَوْفاً اِلاَّ اٰمَنْتَهٗ وَ لاَ سُوْءاً اِلاَّ صَرَفْتَهٗ وَ لاَ حَاجَةً هِيَ لَكَ رِضاً وَ لِيَ فِيْهَا صَلاَحٌ اِلاَّ قَضَيْتَهَا يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ اٰمِيْنَ رَبَّ الْعَالَمِيْنَ

আসরের নামাযের পর দোয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

سُبْحَانَ اللَّهِ وَ الْحَمْدُ لِلَّهِ وَ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَ اللَّهُ أَكْبَرُ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ سُبْحَانَ اللَّهِ بِالْغُدُوِّ وَ الْآصَالِ سُبْحَانَ اللَّهِ بِالْعَشِيِّ وَ الْإِبْكـَارِ فَسُبْحانَ اللَّهِ حِينَ تُمْسُوْنَ وَ حِيْنَ تُصْبِحُونَ وَ لَهُ الْحَمْدُ فِي السَّمٰوَاتِ وَ الْأَرْضِ وَ عَشِيًّا وَ حِيْنَ تُظْهِرُوْنَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ وَ سَلَامٌ عَلَى الْمُرْسَلِيْنَ وَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ سُبْحَانَ ذِي الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ سُبْحَانَ ذِي الْعِزِّ وَ الْجَبَرُوْتِ سُبْحَانَ الْحَيِّ الَّذِيْ لَا يَمُوْتُ سُبْحَانَ الْقَائِـمِ الدَّائِـمِ سُبْحَانَ اللَّهِ الْحَيِّ الْقَيُّوْمِ سُبْحَانَ الْعَلِيِّ الْأَعْلَى سُبْحَانَهٗ وَ تَعَالٰى سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلَآئِكَةِ وَ الرُّوْحِ اَللّٰهُمَّ إِنَّ ذَنْبِيْ أَمْسٰى مُسْتَجِيْراً بِعَفْوِكَ وَ خَوْفِي أَمْسٰى مُسْتَجِيْراً بِأَمْنِكَ وَ فَقْرِيْ أَمْسٰى مُسْتَجِيْراً بِغِنَاكَ وَ ذُلِّيْ أَمْسٰى مُسْتَجِيْراً بِعِزِّكَ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ اغْفِرْ لِي وَ ارْحَمْنِيْ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اَللّٰهُمَّ تَمَّ نُوْرُكَ فَهَدَيْتَ فَلَكَ الْحَمْدُ وَ عَظُمَ حِلْمُكَ فَعَفَوْتَ فَلَكَ الْحَمْدُ وَجْهُكَ رَبَّنَا أَكْرَمُ الْوُجُوْهِ وَ جَاهُكَ أَعْظَمُ الْجَاهِ وَ عَطِيَّتُكَ أَفْضَلُ الْعَطَاءِ تُطَاعُ رَبُّنَا وَ تَشْكُرُ وَ تُعْصٰى فَتَغْفِرُ وَ تُجِيْبُ الْمُضْطَرَّ وَ تَكْشِفُ الضُّرَّ وَ تُنَجِّيْ مِنَ الْكَرْبِ وَ تُغْنِي الْفَقِيْرَ وَ تَشْفِي السَّقِيْمَ وَ لَا يُجَازِيْ آلَائَكَ أَحَدٌ وَ أَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ

২৩. মাগরিবের নামাযের পর দোয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَللّٰهُمَّ اِنِّیْ اَسْاَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَ عَزَائِمَ مَغْفِرَتِكَ وَ النَّجَاةَ مِنَ النَّارِ وَ مِنْ کُلِّ بَلِيَّةٍ وَ الْفَوْزَ بِالْجَنَّةِ وَ الرِّضْوَانَ فِیْ دَارِ السَّلاَمِ وَ جِوَارِ نَبِّيِّكَ مُحَمَّدٍ عَلَيْهِ وَآلِهِ السَّلاَمُ اَللّٰهُمَّ مَا بِنَا مِنْ نِعْمَةٍ فَمِنْكَ لآَ اِلٰهَ اِلاَّ اَنْتَ اَسْتَغْفِرُكَ وَ اَتُوْبُ اِلَيْكَ.

২৪. এশার নামাযের পর দোয়া - ইমাম মোহাম্মাদ বাকের আঃ বলেছেন: যদি কোন ব্যক্তি এই দোয়া এশার নামাযের পর পাঠ করল তাহলে সকল মন্দ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

أَعُوْذُ بِعِزَّةِ اللَّهِ وَ أَعُوْذُ بِقُدْرَةِ اللَّهِ وَ أَعُوْذُ بِمَغْفِرَةِ اللَّهِ وَ أَعُوْذُ بِرَحْمَةِ اللَّهِ وَ أَعُوْذُ بِسُلْطَانِ اللَّهِ الَّذِيْ هُوَ عَلٰى كُلِّ شَيْ‏ءٍ قَدِيْرٌ وَ أَعُوْذُ بِكَرَمِ اللَّهِ وَ أَعُوْذُ بِجَمْعِ اللَّهِ مِنْ شَرِّ كُلِّ جَبَّارٍ عَنِيْدٍ وَ شَيْطَانٍ مَرِيْدٍ وَ كُلِّ مُغْتَالٍ وَ سَارِقٍ وَ عَارِضٍ وَ مِنْ شَرِّ السَّامَّةِ وَ الْهَامَّةِ وَ الْعَامَّةِ وَ مِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ صَغِيرَةٍ أَوْ كَبِيرَةٍ بِلَيْلٍ أَوْ نَهَارٍ وَ مِنْ شَرِّ فُسَّاقِ الْعَرَبِ وَ الْعَجَمِ وَ فُجَّارِهِمْ وَ مِنْ شَرِّ فَسَقَةِ الْجِنِّ وَ الْإِنْسِ وَ مِنْ شَرِّ كُـلِّ دَابَّةٍ اَنْتَ آخِذٌ بِناصِيَتِها إِنَّ رَبِّي عَلى‏ صِراطٍ مُسْتَقِيمٍ

২৫. ঈমান রক্ষার জন্য - এক ব্যক্তি তার সপ্নে অনেকবার হযরত মোহাম্মাদ সাঃ দেখেছেন এবং তিনি রাসূল সাঃ প্রত্যেকবার নিচের দোয়া শিক্ষা দিলেন এবং বললেন দুনিয়া থেকে যখন চলে যাবে তোমার অক্ষুন্ন রেখে যাবে। এবং তিনি আরও উপদেশ দিলেন এই দোয়াটি প্রত্যেকদিন পাঠ করার জন্য।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

يَا اَللهُ يَا اَللهُ يَا اَللهُ اَلْاَمَانُ اَلْاَمَانُ اَلْاَمَانُ مِنْ زَوَالِ الْاِيْمَانِ يَا دَآئِمَ الْمَعْرُوْفِ يَا قَدِيْمَ الْاِحْسَانِ وَ يَا هَادِيَ الْمُضِلِّيْنَ اِيَّاكَ نَعْبُدُ وَ اِيَّاكَ نَسْتَعِيْنُ وَ صَلَّي اللهُ عَلٰي خَيْرِ خَلْقِهٖ مُحَمَّدٍ وَآلِهٖ اَجْمَعِيْنَ.

২৬. পরিবারের সত্য বিশ্বাসের জন্য - নিম্ন দোয়াটি প্রত্যেক ওয়াজিব নামাযের পর পাঠ করলে তার পরিবারের সকল সদস্য প্রকৃত ঈমানদার হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّ اجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا.

২৭. আল্লাহকে অতীত এবং ভবিষ্যতের ধন্যবাদ জানানো - প্রত্যহ সাত (৭) বার

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَلْحَمْدُ لِلَّهِ عَلٰى كُلِّ نِعْمَةٍ كَانَتْ أَوْ هِيَ كَائِنَةٌ

২৮. সীমাহীন বেহেস্তের পুরস্কার এর জন্য

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

سُبْحَانَ اللهِ کُلَّمَا سَبَّحَ اللهَ شَیْءٌ وَ كَمَا يُحِبُّ اللهُ اَنْ يُّسَبَّحَ وَ كَمَا هُوَ اَهْلُهٗ وَ كَمَا يَنْبَغِیْ لِكـَرَمِ وَجْهِهٖ وَ عِزِّ جَلاَلِهٖ وَ الْحَمْدُ لِلّٰهِ کُلَّمَا حَمِدَ اللهَ شَیْءٌ وَ كَمَا يُحِبُّ اللهُ اَنْ يُحْمَدَ وَ كَمَا هُوَ اَهْلُهٗ وَ كَمَا يَنْبَغِیْ لِكَرَمِ وَجْهِهٖ وَ عِزِّ جَلاَلِهٖ وَ لاَ اِلٰهَ اِلاَّ اللهُ کُلَّمَا هَلَّلَ اللهَ شَیْءٌ وَ كَمَا يُحِبُّ اللهُ اَنْ يُهَلَّلَ وَ كَمَا هُوَ اَهْلُهٗ وَ كَمَا يَنْبَغِیْ لِكَرَمِ وَجْهِهٖ وَ عِزِّ جَلاَلِهٖ وَ اللهُ اَکْبَرُ کُلَّمَا كَبَّرَ اللهَ شَیْءٌ وَ كَمَا يُحِبُّ اللهُ اَنْ يُكَبَّرَ وَ كَمَا هُوَ اَهْلُهٗ وَ كَمَا يَنْبَغِیْ لِكَرَمِ وَجْهِ وَ عِزِّ جَلاَلِهٖ سُبْحَانَ اللهِ وَ الْحَمْدُ لِلّٰهِ وَ لاَ اِلٰهَ اِلاَّ اللهُ وَ اللهُ اَکْبَرُ عَلٰی کُلِّ نِعْمَةٍ اَنْعَمَ بِهَا عَلَیَّ وَ عَلٰی کُلِّ اَحَدٍ مِنْ خَلْقِهٖ مِمَّنْ كَانَ اَوْ يَکُوْنُ اِلٰی يَوْمِ الْقِيٰمَةِ اَللّٰهُمَّ اِنِّیْ اَسْئَلُكَ اَنْ تُصَلِّىَ عَلٰی مُحَمَّدٍ وَّ اٰلِ مُحَمَّدٍ وَ اَسْئَلُكَ مِنْ خَيْرِ مَا اَرْجُوْ وَ خَيْرِ مَا لاَ اَرْجُوْ وَ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا اَحْذَرُ وَ مِنْ شَرِّ مَا لاَ اَحْذَرُ.

২৯. বেহেস্তের পুরস্কার এর জন্য - আবু তামামা রহঃ- হযরত মোহাম্মাদ সাঃ বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাতে সুরা হাসর এর ২২, ২৩ এবং ২৪ নং আয়াত পাঠ এবং কোন কারনে সেই মৃত্যু বরন করল তাহলে আল্লাহ তাকে বেহেস্ত নসিব করবেন। অন্য রেওয়াতে পাওয়া যায়, মা’ক্বিল বিন ইয়াসার রহঃ- হযরত মোহাম্মাদ সাঃ বলেছেন যে ব্যক্তি তিন (৩) বার “আউযো বিল্লাহে মিনাশ শাইতানির রাজীম” পাঠ করে সুরা হাসর এর ২২, ২৩ এবং ২৪আয়াত পাঠ করবে আল্লাহ তার উপর সত্তর (৭০) হাজার ফেরেস্তা নাযিল করবেন তাকে কষ্ট/সমস্যা থেকে নিরাপদ রাখার জন্য এবং যদি কোন কারনে সেই দিন মৃত্যু বরন করল তাহলে সে শাহাদাত এর মৃত্যু হলো।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

هُوَ اللهُ الَّذِىْ لَآ اِلٰهَ اِلاَّ هُوَ، عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ. هُوَ اللهُ الَّذِىْ لَآ اِلٰهَ اِلاَّ هُوَ، الْمَلِكُ الْقُدُّوْسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ، سُبْحَانَ اللهِ عَمَّا يُشْرِكُوْنَ . هُوَ اللهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى، يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمَاوَاتِ وَالْاَرْضِ، وَ هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ.

৩০. পূনরুথান

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اِلٰهِيْ بِاَخَصِّ صِفَاتِكَ وَ بِعِزِّ جَلَالِكَ وَ بِاَعْظَمِ اَسْمَآئِكَ وَ بِعِصْمَةِ اَنْبِيَآئِكَ وَ بِنُوْرِ اَوْلِيَآئِكَ وَ بِدَمِ شُهْدَآئِكَ وَ بِمِدَادِ عُلَمَآئِكَ وَ بِدُعَآءِ صُلَحَآئِكَ وَ بِمُنَاجَاتِ فُقَرَآئِكَ نَسْئَلُكَ زِيَادَةً فِيْ الْعِلْمِ وَصِحَّةً فِيْ الْجِسْمِ وَ طُوْلاً فِيْ الْعُمْرِ فِيْ طَاعَتِكَ وَ سِعَةً فِيْ الرِّزْقِ وَ تَوْبَةً قَبْلَ الْمَوْتِ وَ رَاحَةً عِنْدَ الْمَوْتِ وَ مَغْفِرَةً بَعْدَ الْمَوْتِ وَ نُوْرًا فِيْ الْقَبْرِ وَ نَجَاةً مِّنَ النَّارِ وَ دُخْوْلًا فِيْ الْجَنَّةِ وَ عَافِيَةً مِنْ كُلِّ بَلَآءِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ بِحَقِّ مُحَمَّدٍ وَ اَهْلِ بَيْتِهِ الطَّيِّبِيْنَ الطَّاهِرِيْنَ.

২১. যহূরের নামাযের পর দোয়া

বিসমিল্লাহির রাহমানির রাহীম

লা ইলাহা ইল্লাল্লাহোল আযিমোল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বোল আরসিল কারিম ওয়াল হামদু লিল লাহে রাব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মোজিবাতে রাহমাতেকা ওয়া আযা ইমি মাগফিরাতেকা ওয়াল গ্বানিমাতা মিন কুল্লে বাররিন ওয়াস সালামাতা মিন কুল্লে ইসমিন আল্লাহুম্মা লা তাদালি যামবান ইল্লা গাফারতাহো ওয়া কারবান ইল্লা ক্বাসহামতাহো ওয়ালা হাম্মান ইলা ফেররাজ তাহো। ওয়ালা সোক্বমান ইল্লা স্বাফাই তাহো ওয়ালা আইবান ইল্লা সাতার তাহো ওয়ালা রিযকান ইল্লা বাসাত তাহো ওয়ালা খাওঁ ফান ইল্লা সাররাফ তাহো ওয়ালা হাজাতান হেয়া লাকা রিযান ওয়ালেয়া ফিহা সালাহোন ইল্লা ক্বাযাইতাহা ইয়া আরহামার রাহেমিন আমিন ইয়া রাব্বাল আলামিন

২২. আসরের নামাযের পর দোয়া

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সুবহানাল লাহে ওয়াল হামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহো আখার ওয়ালা হাওলা ওয়ালা লা ক্বুওয়াতা ইল্লা বিল লাহিল আলীইল আযিম সুবহানাল্লাহে বিল গুদোওয়ে ওয়াল আসালে সুবহানাল আল লাহে বিল আসিয়ে ওয়াল ইকবার সুবহানাল্লাহে তুমসোনা ওয়া হিনা তুসবে হোনা ওয়া লাহোল হামদো ফিস সামাওয়াতে ওয়াল আরযে ওয়া আসহিয়ান ওয়াহিনা তুয হেরোন সুবহানা রাব্বেকা রাব্বিল ইযযাতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহে রাব্বিল আলামিন সুব বানা যিল মোলকে ওয়াল মালাকোতে হাইয়েল লাযি লা ইয়ামোত সুবহানাল ক্বায়েমিদ দ্বা-য়েমা সুবহানাল আলীইল আলা সুবহানাহো ওয়াতাআলা সুবহো হোন ক্বুদদোসন রাব্বোনা ওয়া রাব্বোল মালাইকাতে উইল রুহ্ আল্লাহুম্মা ইন্না যামবি আমাসা মোসতাজিরিন বে-আফওয়েকা ওয়া খাওঁফি আসা মোসতা জেরিন বি আমমেকা ওয়া ফাক্বরি আমসা মোসতাজিরিন বে-গ্বিনাকা ওয়া যোল্লি আসা মোসতাজিরিন বে-ইযযেকা আল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মাদেওঁ ওয়া আলে মোহাম্মাদ সাল্লে আলা মোহাম্মাদিন ওয়া আলে মোহাম্মাদ ওয়াগ ফিরলি ওয়ার হামনি ইন্নাকা হামিদোম মাজিদ আল্লাহুম্মা তাম্মা নূ-রাকা ফাহাই দাতা ফাচাল হামদো ওয়ায হোকা রাব্বেনা আকরামো ওয়োযোহে ওয়া যাহোকা আযামোল জাহে ওয়া আতি ইয়াতোকা আফযালাল আতা-য়ে তোতা ও রাববানা ফাতাগফেরো ফাতো জেবলমোয তাররা ওয়া তাক সিফোয যোররা ওয়াতোনজি মিনাল কারবে ওয়া তোগ্বনিল ফাক্বিরা ওয়া তাসফিস সাক্বিমা ওয়ালা ইয়ো জাযি আলা একা আহাদোন ইয়া আর হামার রাহেমিন

২৩. মাগরিবের নামাযের পর দোয়া

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মুজাবাতে রাহমাতেকা ওয়া আযা ইমা মাগফিরাতেকা বাররিন ওয়ামমা জাতা মিনান নারে ওয়ামিন কুল্লে ওয়াস সালামাতা মি কোল্লে ইসমিন ওয়াল গ্বানিমাতা মিন কুল্লে বালি ইয়াতিন ওয়াল ফাওযা বিল জান্নাতে ওয়ার রিযওয়ানে ফি দ্বারিস সালামে ওয়া যাওআরে নাবীয়েকা মোহাম্মাদিন ওয়া আলেহি আলআই হিমুস সালাম আল্লাহুম্মা বেনা নে-মাতিন ফা মিনকা লা ইলাহা আন্তা আসতাগ ফিরোকা ওয়া আতোবা ইলায়কা

২৪. এশার নামাযের পর দোয়া - ইমাম মোহাম্মাদ বাকের আঃ বলেছেন: যদি কোন ব্যক্তি এই দোয়া এশার নামাযের পর পাঠ করল তাহলে সকল মন্দ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আ-ওযা বে-ইযযাতিল লাহে ওয়া আউযো বে ক্বূদরাতিল লাহে ওয়া আউযো বে মাগফিরাতিল লাহে ওয়া আউযো বে রাহমাতিল লাহে ওয়া আউযো বে সোলতানিল লাহিল লাযি হূয়া আলা কুল্লে সাইয়েন ক্বাদির ওয়া আউযো বে কারামিল লাহে ওয়া আউযো বে জামিল লাহিশ মিন শাররে কুল্লে জাব্বরিন আনিদিন ওয়া শাইতানিন মারঈদ কুল্লে জাব্বারিন আনিদীন ওয়া শাইতানিন মারঈদ কুল্লে মূখতালিন ওয়া সারেকিন ওয়া আরেযিন ওয়া মিন শাররিশ সাম ওয়াতে ওয়াল হামমাতে ওয়াল আম ওয়াতে ওয়া মিন শাররে কুল্লে দাববাতিন সাগিরাতিন আওঁ কাবিরাতিন বে লাইলিন ওয়া নাহারিন ওয়া মিন শাররে ফোস্সাকীল আরাবে ওয়াল আযমাতে ওয়া ফোজ্জারেহিম ওয়া মিন শাররে ফাসাক্বাতিত জিন্নে ওয়াল ইনসে ওয়াল মিন শাররে কুল্লে দাববাতিন আন্তা আখিযুন বেনা শিয়াতিনা ইন্না রাব্বি আলা সিরাতিম মুসতাক্বিম

২৫. ঈমান রক্ষার জন্য - এক ব্যক্তি তার সপ্নে অনেকবার হযরত মোহাম্মাদ সাঃ দেখেছেন এবং তিনি রাসূল সাঃ প্রত্যেকবার নিচের দোয়া শিক্ষা দিলেন এবং বললেন দুনিয়া থেকে যখন চলে যাবে তোমার অক্ষুন্ন রেখে যাবে। এবং তিনি আরও উপদেশ দিলেন এই দোয়াটি প্রত্যেকদিন পাঠ করার জন্য।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ইয়া আল্লাহো ইয়া আল্লাহো ইয়া আল্লাহো ইয়া আমানো ইয়া আমানো ইয়া আমানো মিন মিন যাওয়ালিল ঈমানে ইয়া দ্বা-এমাল মারূফে ইয়া ক্বাদেমাল এহসানে ওয়া ইয়া হাদীয়াল মোযাল্লিনা ঈ-ওয়াকা নাবোদো ওয়া ইয়া কানাসতাঈন ওয়া সাল্লাল্লাহো আলা খাইরে খালক্বহি মোহাম্মাদিন ওয়া আলেহি আজমাইন

২৬. পরিবারের সত্য বিশ্বাসের জন্য - নিম্ন দোয়াটি প্রত্যেক ওয়াজিব নামাযের পর পাঠ করলে তার পরিবারের সকল সদস্য প্রকৃত ঈমানদার হবে। ২৫:৭৪

বিসমিল্লাহির রাহমানির রাহীম

রাব্বানা হাবলানা মিন আযওয়ায়ে যেনা ওয়া যুররি ইয়াতিনা ক্বোররাতা আ-ইয়োনিন ওয়ায আলনা লিল মুত্তাক্বিনা ঈমামা” ২৫:৭৪

২৭. আল্লাহকে অতীত এবং ভবিষ্যতের ধন্যবাদ জানানো - প্রত্যহ সাত (৭) বার

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আলহিমদুলিল লাহে আলা কূল্লে নিয়ামাতিন কানাত আও হেয়া কায়েনাহ্

২৮. সীমাহীন বেহেস্তের পুরস্কার এর জন্য

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সুবহানাল লাহে কূল্লামা সাব্বাহাল লাহো সাঈয়ূন ওয়া কামা ইয়ো হিব্বুল লাহো আঈন ইয়োসাব বাহা ওয়া ওয়া কামা হোয়া আহ্ লোহোওয়া কামা ইয়াম বাগ্বী লে কামা ইয়াম বাগ্বী লে কারামে ওয়ায হেহী ওয়া ইযযে জালেহী ওয়াল হামদুলিল লাহে কুল লামা হামিদান লাহো সাইয়োন ওয়া কামা ইয়ো হিব্বুল লাহো আঈন ইয়াহ্ মাদো ওয়া কামা হোয়া আহ্ লোহো ওয়া কামা ইয়াম বাগ্বী লে কারামে ওয়ায হেহী ওয়া ইযযে জালা এহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহো কুল্লোনা হাললা লাল লাহো সাইয়োন ওয়া কামা ইয়ো হিব্বুলাহো আঈন ইয়ো হাল লাহা ওয়া কামা হোয়া ইয়ো হিব্বুল লাহো ওয়া কামা ইয়াম বাগ্বী লে কারামে হোয়া আহ্ লাহো আঈন হোয়াল লাহা ওয়া কামা হোয়া আহ্ লাহো ওয়া কামা ইয়াম বাগ্বী লে কারামে ওয়ায হেহী ওয়া ইযযে জালালেহী ওয়াল লাহো আকবার কোল্লামা কাববারাল লাহো সাইয়োন ওয়া কামা হোয়া আহ্ লোহো ওয়া কামা ইয়াম বাগ্বী কারামে ওয়ায হা হি ওয়া ইযযে জালালেহী ওয়া সুবহানাল লাহে ওয়াল হামদো লিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহো ওয়াল লাহো আকবার আলা আদাদে কুল্সে নেমাতিন আন আমা বেহা আলায়ইয়া ওয়া আলা কুল্লে নেমাতিন আন আমা বেহা আলাই ইয়া ওয়া আলা কুল্লে আহাদিন মেন খালফেহী মিমমান কানা আও ওয়াকোনা ইলা ইয়োমাল ক্বিয়ামাতে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা আনতো সালি ইয়া আলা মোহাম্মাদিন ওয়া আলে মোহাম্মাদ ওয়া আস আলোকা মিন খাইরে মা আরযো ওয়া খাইরে মালা আরযো ওয়া আউযোবেকা মিন শাররে মা আয হারো ওয়ামিন শাররে মা লা আযহারো

২৯. বেহেস্তের পুরস্কার এর জন্য - আবু তামামা রহঃ- হযরত মোহাম্মাদ সাঃ বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাতে সুরা হাসর এর ২২, ২৩ এবং ২৪ নং আয়াত পাঠ এবং কোন কারনে সেই মৃত্যু বরন করল তাহলে আল্লাহ তাকে বেহেস্ত নসিব করবেন। অন্য রেওয়াতে পাওয়া যায়, মা’ক্বিল বিন ইয়াসার রহঃ- হযরত মোহাম্মাদ সাঃ বলেছেন যে ব্যক্তি তিন (৩) বার “আউযো বিল্লাহে মিনাশ শাইতানির রাজীম” পাঠ করে সুরা হাসর এর ২২, ২৩ এবং ২৪আয়াত পাঠ করবে আল্লাহ তার উপর সত্তর (৭০) হাজার ফেরেস্তা নাযিল করবেন তাকে কষ্ট/সমস্যা থেকে নিরাপদ রাখার জন্য এবং যদি কোন কারনে সেই দিন মৃত্যু বরন করল তাহলে সে শাহাদাত এর মৃত্যু হলো।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

হোয়াল লাহোল লাযি লা ইলাহা ইল্লা হুয়া আলেমুল গ্বাইবে ওয়াস শাহাদাতে হুয়া রাহমানোর রাহিম “হোয়াল লাহোল লাযি লা ইলাহা ইল্লা হোয়া আল মালেকোল ক্বূদদূসোস সালামোল মোমিনোল মো’হাইমেনোল মোহাইমেনোল আযিযোল জাব্বারোল মোতাক্বাববির সুবহানাল লাহে আম্মা ইয়োস রেকোন হুয়াল লাহোল খালে ক্বোলবা রেওল মুসওঁ ওয়েরো লাহোল আসমা হোল হোসনা ইয়ো সাব বেহো লাহো মা ফিস সামা ওয়াতে ওয়াল আরয ওয়া হোয়াল আযিযোল হাকিম

৩০. পূনরুথান

বিসমিল্লাহির রাহমানির রাহীম

এলাহি বেহাকাশ সে সিফা তেকা ওয়াবে ইযযে জালালেকা ওয়াবে আযামে আসমায়েকা ওয়া বেআসমাতে আমবিয়ায়েকা ওয়া বে নূরে আউলিয়ায়েকা ওয়া বে দামে শোহদায়েকা ওয়াবে মেদায়ে ওলামায়েকা ওয়াবে দুওয়ায়ে সুলাহায়েকা ওয়াবে মোনাযাতে ফোক্বারায়েকা নাস আলোকা যিয়াদাতান ফিল ইলমে ওয়া সেহ হাতান ফিল জিসমে ওয়াতোলান ফি তা-আতেকা ওয়াসে আতান ফির রিযকে ওয়া তাওবাতান ক্বাবলাল মাওঁতে ওয়া রাহাতান ইনদাল মাওতে ওয়া মাগফিরাতান বা-দাল মাওঁতে ওয়া নূরান ফিল ক্বাবরে ওয়া নাজাতান মিনান নারে ওয়াদুখোলান ফিল জান্নাতে ওয়া আফে ইয়াতান মিন কূল্লে বালাঈদ দোনইয়া ওয়া আযাবিল আখেরাতে বে হাক্বক্বে মোহাম্মাদিন ওয়া আহলে বাইতেহিত তাই ইয়াবিনাত তায়েরিনাল মাসোমিন