بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
يا مَنْ ذِكْرُهُ شَرَفٌ لِلذَّاكِرِينَ وَيَا مَنْ شُكْرُهُ فَوْزٌ لِلشَّاكِرِينَ، وَيَا مَنْ طَاعَتُهُ نَجَاةٌ لِلْمُطِيعِينَ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَاشْغَلْ قُلُوبَنَا بِذِكْرِكَ عَنْ كُلِّ ذِكْر، وَأَلْسِنَتَنَا بِشُكْرِكَ عَنْ كُلِّ شُكْر وَجَوَارِحَنَا بِطَاعَتِكَ عَنْ كُلِّ طَاعَة. فَإنْ قَدَّرْتَ لَنَا فَرَاغاً مِنْ شُغُل فَاجْعَلْهُ فَرَاغَ سَلاَمَة لا تُدْرِكُنَا فِيهِ تَبِعَةٌ وَلاَ تَلْحَقُنَا فِيهِ سَاَمَةٌ حَتَّى يَنْصَرِفَ عَنَّا كُتَّابُ السَّيِّئَاتِ بِصَحِيفَة خَالِيَة مِنْ ذِكْرِ سَيِّئاتِنَا َو يَتَوَلّى كُتَّابُ الْحَسَنَاتِ عَنَّا مَسْرُورِينَ بِمَا كَتَبُوا مِنْ حَسَنَاتِنَا . وَإذَا انْقَضَتْ أَيَّامُ حَيَاتِنَـا وَتَصَرَّمَتْ مُـدَدُ أَعْمَارِنَـا، وَاسْتَحْضَرَتْنَا دَعْوَتُكَ الَّتِي لاَ بُدَّ مِنْهَا وَمِنْ إجَابَتِهَا ، فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَاجْعَلْ خِتَامَ مَا تُحْصِي عَلَيْنَا كَتَبَةُ أَعْمَالِنَا تَوْبَةً مَقْبُولَةً لا تُوقِفُنَا بَعْدَهَا عَلَى ذَنْب اجْتَرَحْنَاهُ، وَلاَ مَعْصِيَة اقْتَرَفْنَاهَا، وَلاَ تَكْشِفْ عَنَّا سِتْراً سَتَرْتَهُ عَلَى رُؤُوسِ الأشْهَادِ يَوْمَ تَبْلُو أَخْبَارَ عِبَادِكَ إنَّكَ رَحِيمٌ بِمَنْ دَعَاكَ، وَمُسْتَجيبٌ لِمَنْ نَادَاكَ
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হে প্রভু, আপনাকে যারা স্বরণ করে, আপনার স্বরণ তাদের জন্য সম্মানের। হে প্রভু, আপনার কৃতজ্ঞতা জানানোর কারণে, তাদেরকে উন্নতি দান করেন যারা আপনাকে কৃতজ্ঞতা জানায়। হে প্রভু, আপনাকে মান্য করার কারণে, তাদেরকে প্রতিকার করে দেন যারা আপনাকে মান্য করে। হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন এবং আমাদের দিল অন্য জিনিসের চিন্তা-ভাবনা থেকে ফিরিয়ে আনুন, যাতে আমরা আপনার স্বরণে নিমজ্জিত হতে পারি। আমাদের জিহ্বাকে অন্য জিনিসের কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে বাঁচিয়ে দিন, যাতে আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। অন্যান্য কাজ রেখে যাতে আমরা আপনার এবাদতে মনোনিবেশ এবং শামিল হতে পারি, সেই তৌফিক দিন। আপনি যদি আমাদেরকে সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে রাখেন, তাহলে আমাদের অবসরকে শান্তিদায়ক করুন, যাতে কোনো মন্দ ফলাফল আমাদের উপর বর্তাবে না এবং কোনো দুঃখ আমাদেরকে গ্রাস করবে না। ঐ পর্যন্ত, যখন যারা আমাদের কাজসমূহ লিপিবদ্ধ বরে তারা আমাদের হতে আমাদের হতে আপনার কাছে ফেরৎ যায়, গুনাহ্মুক্ত একটি ফিরিস্তি নিয়ে। এবং ঐ পর্যন্ত যখন যারা আমাদের নেক আমল নথিভ’ক্ত করেন তারা নেক আমলের উপর খুশি হতে আনন্দ চিত্তে আমাদের থেকে চলে যায়। যখন আমাদের আয়ুর দিন শেষ হয়ে যাবে, আমাদের জীবনের সময় শেষ হয়ে যাবে এবং আপনার ঐ অলংঘনীয় এবং প্রতিপালনীয় কথা আমাদের উপর বর্তাবে, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাদের ফিরিস্তিতে কাতেবিন ফেরেস্তারা যা লিপিবদ্ধ করবে তার উপসংহারে এক গ্রহণীয় তওবা কবুল করুন, যার পরে আমরা ঐ সমস্ত পাপ সম্বন্ধে আপনার দ্বারা লাঞ্চিত হব না যা আমরা করেছি এবং ঐ সমস্ত অপরাধ যা আমরা অর্জন করেছি। যেদিন আপনার মাখলুকের আমলনামা পরীক্ষা করা হবে সেদিন আমাদের উপর যে পর্দা রেখেছেন তা সরিয়ে দিয়েন না। বিশেষত, আপনিতো তার উপর করুণাশীল যে আপনার বন্দেগী করে এবং তার ডাকের সাড়া দেন যে আপনাকে ডাকে।