মুহাজ আল-দাওয়াতে, সাইয়্যিদ ইবনে তাউস উল্লেখ করেছেন যে, হযরত সালমান ফারসি (আঃ), বিবি ফাতেমা যাহরা (আঃ) থেকে বর্ণনা করেছেন - রাসুল (সাঃ) আমাকে একটি দোয়া শিখিয়েছেন, যে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত জ্বর/জ্বর হতে ক্ষতি থেকে নিরাপদ থাকবে।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
بِسْمِ اللهِ النُّوْرِ بِسْمِ اللهِ نُوْرِ النُّوْرِ بِسْمِ اللهِ نُوْرٌ عَلٰى نُوْرٍ بِسْمِ اللهِ الَّذِىْ هُوَ مُدَبِّرُ الْاُمُوْرِ بِسْمِ اللهِ الَّذِىْ خَلَقَ النُّوْرَ مِنَ النُّوْرِ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ خَلَقَ النُّوْرَ مِنَ النُّوْرِ وَاَنْزَلَ النُّوْرَ عَلىَ الطُّوْرِ فِىْ كِتَابٍ مَسْطُوْرٍ فِىْ رَقٍّ مَنْشُوْرٍ بِقَدَرٍ مَقْدُوْرٍ عَلٰى نَبِيٍّ مَحْبُوْرٍ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ هُوَ بِالْعِزِّ مَذْكُوْرٌ وَبِالْفَخْرِ مَشْهُوْرٌ وَعَلَى السَّرَّاۤءِ وَالضَّرَّاۤءِ مَشْكُوْرٌ وَصَلَّى اللهُ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَاٰلِهِ الطَّاهِرِيْنَ۔
মুহাজ আল-দাওয়াতে, সাইয়্যিদ ইবনে তাউস উল্লেখ করেছেন যে, হযরত সালমান ফারসি (আঃ), বিবি ফাতেমা যাহরা (আঃ) থেকে বর্ণনা করেছেন - রাসুল (সাঃ) আমাকে একটি দোয়া শিখিয়েছেন, যে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত জ্বর/জ্বর হতে ক্ষতি থেকে নিরাপদ থাকবে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিসমিল্লাহি নূরী বিসমিল্লাহি নূরি ন্নূরী বিসমিল্লাহি নূরুন আলা নূরিন বিসমিল্লাহিল্লাযি হুয়া মুদাব্বেরুল উমুরি বিসমিল্লাহিল্লাযি খালাকান নুরা মিনান নুর আলহামদুলিল্লাহি ল্লাযি খালাকান নুরা মিননুরি ওয়ান যালাননুরা আলাত তুরি ফি কিতাবিন মাসতুরিন ফি রাক্কিম মানশুরিন বিকাদরিন মাকদুর আলা নাবিয়ে মাহবুরিন আলহামদুলিল্লাহি ল্লাযি হুয়া বিল ইযযি মাজকুরুন ওয়াবিল ফাখরি মাসকুরুন ওয়া আলা সাররায়ি ওয়া যাররায়ি মাশকুর ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যেদিনা মুহাম্মাদিন ওয়া আলিহীত তাহীরিন ।