ইমাম জাফর সাদিক (আঃ) বলেছেন - কোন ব্যক্তি যদি কোরআন থেকে ইস্তিখারাহ করার ইচ্ছা করে, সে যেন নিম্নের দোয়া পাঠ করে।

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

اِنْ كَانَ فِىْ قَضَاۤئِكَ وَقَدَرِكَ اَنْتَمُنَّ عَلٰى شِيْعَةِ اٰلِمُحَمَّدٍ عَلَيْهِمُ السَّلَامُ بِفَرَجِ وَلِيِّكَ وَ حُجَّتِكَ عَلٰى خَلْقِكَ فَاَخْرِجْ اِلَيْنَاۤ اٰيَةً مِنْ كِتَابِكَ نَسْتَدِلُّ بِهَا عَلٰى ذٰلِكَ۔

তারপর কোরআন এর যে কোন পৃষ্ঠা খুলুন, ছয়টি পৃষ্ঠা গণনা করুন তারপর সপ্তম পৃষ্ঠার ছয় নং লাইন পড়ুন।

ইমাম জাফর সাদিক (আঃ) বলেছেন - কোন ব্যক্তি যদি কোরআন থেকে ইস্তিখারাহ করার ইচ্ছা করে, সে যেন নিম্নের দোয়া পাঠ করে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইন কানা ফি কাদায়েকা ওয়া কাদারেকা আন্তামুন্না আলা শিয়াতে আ-লে মুহাম্মাদেন আলায়হেমুস সালামু বে ফারাজে ওয়ালিয়েকা ওয়া হুজ্জাতেকা আলা খালকেকা ফা আখরেজ এলায়না আয়াতান মেন কেতাবেকা নাসতাদেললু বেহা আলা যালেকা।

তারপর কোরআন এর যে কোন পৃষ্ঠা খুলুন, ছয়টি পৃষ্ঠা গণনা করুন তারপর সপ্তম পৃষ্ঠার ছয় নং লাইন পড়ুন।