ইমাম মোহাম্মাদ বাকের (আঃ) বলেছেন, প্রত্যেক ফরজ নামাযের পর ৩০ বার "সুবহানাল্লাহ" পাঠ কর।
سُبْحَانَ اللَّهِ
ইমাম আলী (আঃ) এর দোয়ার সংকলন আল সাহিফা আল আলাউইয়্যাহ অনুসারে ফরয নামাযের পর নিম্নলিখিত দোয়া পড়া যায়।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
إِلٰهِي هٰذِهِ صَلاَتِي صَلَّيْتُهَا اَ لِحَاجَة مِنْكَ إِلَيْهَا وَلاَ رَغْبَةٍ مِنْكَ فِيهَا إِلاَّ تَعْظِيمَاً وَطَاعَةً وَإِجَابَةً لَكَ إِلَىٰ مَا مَرْتَنِي بِهِ إِلٰهِي إِنْ كَانَ فِيهَا خَلَلٌ وْ نَقْصٌ مِنْ رُكُوعِهَا وْ سُجُودِهَا فَلاَ تُؤَاخِذْنِي وَتَفَضَّلْ عَلَيَّ بِٱلْقَبُولِ وَٱلْغُفْرَانِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইলাহি হাজিহি সালাতি সাল্লাইতুহা লা লিহাজাতিন মিনকা ইলাইহা ওয়ালা রাগবাতিন মিনকা ফিহা ইল্লা তাজিমান ওয়া ত্বায়াতান ওয়া ইজাবাতান লাকা ইলা মা আমারতানি বিহি ইলাহি ইন কানা ফিহা খালালুন আও নাকৃসুন মিন রুকুয়িহা আও সুজুদিহা ফালাতুয়া খিজনী ওয়া তাফাযাল আলাইয়া বিল কুবুলি ওয়াল গুফরান।
হযরত মোহাম্মাদ (সাঃ) হযরত আলী (আঃ) কে স্মৃতিশক্তি বৃদ্ধি হওয়ার জন্য পড়তে বলেছেন।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
سُبْحَانَ مَنْ لاَ يَعْتَدي عَلَىٰ هْلِ مَمْلَكَتِهِ سُبْحَانَ مَنْ لاَ يَاخُذُ هْلَ ٱلرْضِ بِلْوَانِ الْعَذَابِ سُبْحَانَ ٱلرَّؤوُفِ ٱلرَّحِيمِ اَللَّهُمَّ ٱجَعلْ لِي فِي قَلْبِي نُوراً وَبَصَراً وَفَهْمَاً وَعِلْمَاً إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَديرٌ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুবহানা মানলা ইয়াতাদি আলা আহলি মামলাকাতিহি সুবহানা মান লা ইয়াখুজু আহলাল আরযি বি আলওয়ানিল আজাবি সুবহানার রাউফুর রাহিম, আল্লাহুম্মাজয়াল লি ফি কালবি নুরাও ওয়া বাসারাও ওয়া ফাহমান ওয়া ইলমান ইন্নাকা আলা কুল্লি শাইয়্যিন ক্বাদির।
ইবনে বাবুয়েই (রহঃ) থেকে বর্ণিত যে, নামাযের পর তাসবিহাতে যাহরা (আঃ) পড়ার পর নিচের দোয়া পড়া উত্তম।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
اَللَّهُمَّ نْتَ ٱلسَّلاَمُ وَمِنْكَ ٱلسَّلاَمُ وَلَكَ ٱلسَّلاَمُ وَإِلَيْكَ يَعُودُ ٱلسَّلاَمُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلاَمٌ عَلَىٰ ٱلْمُرْسَلِينَ وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَالَمِينَ اَلسَّلاَمُ عَلَيْكَ اَيُّهَا ٱلنَّبِيُّ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكَاتُهُ اَلسَّلاَمُ عَلَىٰ ٱلئِمَّةِ ٱلْهَادِينَ ٱلْمَهْدِيِّينَ اَلسَّلاَمُ عَلَىٰ جَمِيعِ نْبِيَاءِ ٱللَّهِ وَرُسُلِهِ وَمَلاَئِكَتِهِ اَلسَّلاَمُ عَلَيْنَا وَعَلَىٰ عِبَادِ ٱللَّهِ ٱلصَّالِحِينَ اَلسَّلاَمُ عَلَىٰ عَلِيٍّ ميرِ ٱلْمُؤْمِنينَ اَلسَّلاَمُ عَلَىٰ ٱلْحَسَنِ وَٱلْحُسَيْنِ سَيِّدَيْ شَبَابِ هْلِ ٱلْجَنَّةِ جْمَعينَ اَلسَّلاَمُ عَلَىٰ عَلِيِّ بْنِ ٱلْحُسَيْنِ زَيْنِ ٱلْعَابِدِينَ اَلسَّلاَمُ عَلَىٰ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ بَاقِرِ عِلْمِ ٱلنَّبِيِّينَ اَلسَّلاَمُ عَلَىٰ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ٱلصَّادِقِ اَلسَّلاَمُ عَلَىٰ مُوسَىٰ بْنِ جَعْفَرٍ ٱلْكَاظِمِ اَلسَّلاَمُ عَلَىٰ عَلِيِّ بْنِ مُوسَىٰ ٱلرِّضَا اَلسَّلاَمُ عَلَىٰ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ٱلْجَوَادِ اَلسَّلاَمُ عَلَىٰ عَلِيِّ بْنِ مُحَمَّدٍ ٱلْهَادِي اَلسَّلاَمُ عَلَىٰ ٱلْحَسَنِ بْنِ عَلِيٍّ ٱلزَّكِيِّ ٱلْعَسْكَرِيِّ اَلسَّلاَمُ عَلَىٰ ٱلْحُجَّةِ بْنِ ٱلْحَسَنِ ٱلْقَائِمِ ٱلْمَهْدِيِّ صَلَوَاتُ اللّهِ عَلَيْهِمْ جْمَعينَ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহুম্মা আন্তাস সালাম, ওয়া মিনকাস সালাম, ওয়া লাকাস সালাম, ওয়া ইলাইকা ইয়াউদুস সালাম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাল আয়িম্মাতিল হাদীনাল মাহদীয়িনা, আসলালামু আলা জামিয়ি আম্বিয়াইল্লাহি ওয়া রাসুলিহি ওয়া মালায়িকাতিহি ,আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলা আলিয়্যান আমিরুল মু'মিনিনা, আসসালামু আলাল হাসানি ওয়াল হুসাইনি সাইয়্যিদাই শাবাবি আহলিল জান্নাতি আজমায়িন, আসসালামু আলা আলী ইবনিল হুসাইন যায়নিল আবিদ্বীন, আসসালামু আলা মুহাম্মাদ ইবনি আলীয়্যিন বাকির ইলমিন নাবীয়্যিন, আস্ সালামু আলা জাফার ইবনি মুহাম্মাদিনুস সাদিক, আস্সালামু আলা মুসা ইবনি জাফরিন আল কাজিম, আসসালামু আলা আলী ইবনি মুসার রিযা. আসসালামু আলা মুহাম্মাদ ইবনি আলী আজ জাওয়াদ, আসসালমু আলা আলী ইবনি মোহাম্মাদ আল হাদী, আসসালামু আলাল হাসান ইবনি আলীয়্যিনিষ যাকিয়্যিল আসকারী, আসসালামু আলাল হুজ্জাত ইবনিল হাসান আল কাইয়্যিমি মাহিদীয়্যি সালাওয়া তুল্লাহি আলাইহিম আজমায়িন।