ছোট্ট প্রশ্ন – তাওয়াল্লা কি ?
ছোট্ট জবাব – সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তিবর্গকে সম্মাান , আনুগত্য ও ভালবাসাকেই তাওয়াল্লা বলে ।
ছোট্ট প্রশ্ন – সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তিবর্গ কাঁরা ?
ছোট্ট জবাব – হযরত মুহাম্মাদ (সাঃ) ও তাঁর পবিত্র আহলে বায়েত (আঃ) তথা ১৪ মাসুমগন ।
ছোট্ট প্রশ্ন – তাবাররা কি ?
ছোট্ট জবাব – সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মন্দ ব্যক্তিবর্গকে ঘৃনা ও লানত প্রদান করাকেই তাবাররা বলে ।
ছোট্ট প্রশ্ন – সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মন্দ ব্যক্তিবর্গ কারা ?
ছোট্ট জবাব – হযরত মুহাম্মাদ ও তাঁর আহলে বায়েত (আঃ) গনের শত্রুগন ও তাঁদের পরিত্যাগকারীগন ।
ছোট্ট প্রশ্ন – তাওয়াল্লা ও তাবাররা কি ইবাদতের অংশ ?
ছোট্ট জবাব – জী হ্যা , তাওয়াল্লা ও তাবাররা অবশ্যই সর্ব উত্তম ইবাদত । কারন মহান আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মাদ (সাঃ) ও আহলে বায়েত (আঃ) গনের প্রতি দরুদ ও সালাম প্রেরন করেন এবং তাঁদের শত্রুদের উপর লানত প্রেরন করেন ।
ছোট্ট প্রশ্ন – তাওয়াল্লা ও তাবাররার উপকারিত কি ?
ছোট্ট জবাব – সর্বউৎকৃষ্ট ব্যক্তিবর্গের প্রতি ভালবাসা মানুষকে সৎ করে ও সর্বনিকৃষ্ট ঘৃনিত ব্যক্তিবর্গের প্রতি ঘৃনা ও লানত প্রদানের মাধ্যমে অসৎ এর প্রতি ঘৃনা জন্ম নেয় ।
ছোট্ট প্রশ্ন – তাওয়াল্লা ও তাবাররার নিয়ম কি ?
ছোট্ট জবাব – মুমিন সৎ ব্যক্তির ন্যায় কাজ করা ও অসৎ কাজ ত্যাগ করা ।
SKL