আমি তোমার প্রেরিত অলঙ্কারপূর্ণ পত্রে বর্ণিত অসংলগ্ন উপদেশের প্যাকেট পেয়েছি। তুমি তোমার গোমরাহির কারণে এসব লেখেছে এবং অজ্ঞতার কারণে তা আমার কাছে প্রেরণ করেছো । এ পত্ৰখানা এমন ব্যক্তির কাছ থেকে এসেছে। অন্যকে পথ দেখাবার মতো আলো যার নেই এবং অন্যকে ন্যায় পথে পরিচালিত করার মতো নেতৃত্ব যার নেই। কামন-বাসনা-লালসা তোমাকে চেপে বসেছে, আর তার তাড়নায় তুমি এ পত্র লেখেছে। গোমরাহি তোমাকে পেয়ে বসেছে, তাই তুমি গোমরাহ হয়ে গেছে। সে কারণেই তুমি আবোল-তাবোল কথা বলেছে এবং বলগাহীনভাবে বিপথগামী হয়ে পড়েছে। তোমার জানা উচিত, বায়াত একবারই হয়ে থাকে। এটা পুনর্বিবেচনা করার কোন অবকাশ নেই এবং পুনঃ নির্বাচন করার কোন জো নেই। যে ব্যক্তি বায়াত থেকে সরে থাকে সে ইসলামের ক্ষতিকারক এবং যে ব্যক্তি কৌশলে সত্যকে এড়িয়ে যায়। সে মোনাফিক ।