মদিনার গভর্নর শহল ইবনে হুনায়েফ আনসারীকে লেখেছেন যখন আমিরুল মোমেনিন জানতে পারলেন যে, মদিনা থেকে কতিপয় ব্যক্তি মুয়াবিয়ার কাছে
গিয়েছিল।
আমি জানতে পেরেছি যে, তোমার এলাকা থেকে কতিপয় ব্যক্তি চুরি করে মুয়াবিয়ার কাছে যাচ্ছে। তাদের সংখ্যার কথা ভেবে দুঃখ পেয়ো না অথবা তাদের সহায়তা তুমি হারাচ্ছে বলে ভয় পেয়ো না। এটাই যথেষ্ট যে, তারা বিপথে চলে গেছে এবং তুমি তাদের থেকে মুক্তি পেয়েছে। তারা সত্য ও হেদায়েতের পথ থেকে দৌড়ে পালাচ্ছে এবং অন্ধকার ও অজ্ঞতার দিকে এগিয়ে যাচ্ছে। তারা দুনিয়া অন্বেষণকারী এবং তার দিকে এগিয়ে গিয়ে এতে জড়িয়ে পড়েছে। তারা ন্যায় বিচার দেখেছে, শুনেছে এবং এর প্রশংসাও করেছে। তারা অনুধাবন করেছে যে, অধিকার বিষয়ে আমাদের কাছে সকল মানুষ সমান। সে কারণেই তারা স্বার্থপরতা ও স্বজনপ্রীতির দিকে দৌড়ে গেছে। তাদেরকে অন্যায়ের মাঝে ডুবে থাকতে দাও। আল্লাহর কসম, নিশ্চয়ই তারা অত্যাচার থেকে সরে যায় নি এবং ন্যায়ের পক্ষে যোগদান করে নি। এ ব্যাপারে আমরা শুধু আশা করবো। আল্লাহ আমাদেরকে বিপদ-আপদ থেকে রক্ষা করবেন এবং অসমতলকে আমাদের জন্য সমতল করে দেবেন, ইনশাল্লাহ। এখানেই শেষ করছি।