মোনাফেক সম্পর্কে তারা শয়তানকে তাদের কর্মকান্ডের বিধায়ক হিসেবে গ্রহণ করেছে এবং শয়তানও তাদেরকে তার অঅংশীদার হিসেবে গ্রহণ করেছে। তাদের বক্ষেই শয়তান ডিম পাড়ে ও বাচ্চা ফুটায়। তাদের কোলেই শয়তান হামাগুড়ি দিয়ে চলে। সে তাদের চোখ দিয়েই দেখে এবং তাদের জিহবা দিয়েই কথা বলে। এভাবেই সে তাদেরকে পাপের পথে পরিচালিত করেছে এবং ক্লেদাপূর্ণ জিনিস তাদের জন্য সুসজ্জিত করেছে। তাদের কর্মকান্ড সেই ব্যক্তির মতো যাকে শয়তান তার রাজ্যে অঅংশীদার করে এবং যার জবানে সে কথা বলে ।