আমিরুল মোমেনিন যখন খারিজিদের চিৎকার শুনলেন যে, “নির্দেশ শুধু আল্লাহরই।” তখন তিনি বললেনঃ তারা যে বাক্যটি উচ্চারণ করছে তা সঠিক কিন্তু এর দ্বারা তাদের উদ্দেশ্য ভ্রান্ত। এ কথা সত্য যে, আদেশ শুধু আল্লাহর। কিন্তু এ কথা দ্বারা এসব লোক বোঝাতে চায় শাসনকার্য শুধু আল্লাহর। বাস্তব ইমানদারগণ উত্তম আমল সাধন করে সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। অপরদিকে মন্দ শাসকের শাসনকার্য থেকে ইমানহীনারা জাগতিক ফায়দা লুট করে। শাসনকাল ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ সবকিছুরই সমাপ্তি টানেন। শাসক দ্বারা কর আদায় হয়, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা হয়, রাস্তা-ঘাট রক্ষা করা হয়, শক্তিমানদের হাত থেকে দুর্বলদের অধিকার আদায় করা হয়, পরহেজগারগণ শান্তিতে থাকে এবং দুষ্টের অত্যাচার থেকে প্রতিরক্ষা লাভ করে। অন্য একটা বর্ণনায়ঃ আমিরুল মোমেনিন যখন খারিজিদের চিৎকার শুনলেন তখন তিনি বললেন-তোমাদের ওপর আমি আল্লাহর রায় প্রত্যাশা করছি। তারপর তিনি বললেন– কল্যাণকর সরকার হলে পরহেজগারগণ কল্যাণকর আমল সাধন করতে পারে; অপরপক্ষে অকল্যাণকর সরকারের শাসনে দুষ্ট লোকেরা আমৃত্যু ভোগ-বিলাসে মত্ত থাকে।