জুবায়র ইবনে আওয়ামের নিকট প্রেরণ করেছিলেন যেন আনুগত্যে ফিরে আসার জন্য জুবায়রকে সে উপদেশ দেয়। আবদুল্লাহকে তখন বলেছিলেনঃ তালহা ইবনে উবায়দিল্লাহর সঙ্গে দেখা করো না। যদি তুমি দেখা কর তবে দেখবে সে একটা অবাধ্য ষাড়ের মত, যার শিং বাকা হয়ে কানের দিকে চলে এসেছে। সে ভয়ানক অবাধ্য বাহনে চড়ে বেড়ায় এবং বলে এটাকে পোষ মানান হয়েছে। তুমি জুবায়রের সাথে দেখা করো, কারণ সে তুলনামূলকভাবে কোমল মেজাজের। তাকে বলো যে, তোমার মামাত ভাই বলেন, “হিজাজে তুমি আমাকে চিনেছিলে বা গ্রহণ করেছিলে, কিন্তু ইরাকে তুমি আমাকে চেন না। তুমি আগে যা দেখিয়েছিলে কিসে তোমাকে তা থেকে বিরত করেছে।”