দুনিয়াতে নিজকে হালকা রাখার উপদেশ নিশ্চয়ই, তোমার লক্ষ্যবস্তু (পুরস্কার অথবা শাস্তি) তোমার সম্মুখে। তোমার পিছনে কেয়ামতের মুহুর্ত (মৃত্যু) যা তোমাকে দ্রুত অনুসরণ করে চলছে। নিজকে হালকা রাখো (পাপভার থেকে) তাহলে সামিল হতে পারবে (অগ্রবতীগণের সাথে)। তোমার পূর্ববতীরা তোমার জন্য প্রতীক্ষা রত আছে।