আজরাইল ও রুহের প্রস্থান সম্পর্কে
আজরাইল যখন কোন ঘরে প্রবেশ করে তোমরা কি টের পাও? যখন সে কারো রুহ নিয়ে চলে যায় তোমরা কি তাকে দেখতে পাও? মায়ের গর্ভাশয়ের মধ্যে অবস্থিত ভ্রণের প্রাণবায়ু কী করে সে নিয়ে যায়? সে কি (মায়ের) শরীরের কোন অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে একে বের করে আনে? না কি,
আল্লাহর অনুমতিক্রমে তার ডাকে রুহ সাড়া দেয়? অথবা সে কি ভ্রণের সাথে মায়ের ভেতরেই থাকে? যে ব্যক্তি এভাবে একটি বান্দার বর্ণনা ও ব্যাখ্যা দিতে অক্ষম সে কী করে আল্লাহর বর্ণনা দেবে?