পাঠক ,
যদি অনুমতি দেন , তাহলে দুটো কথা নিবেদন করি –
এই যে , আমি একটা জ্বলজ্যান্ত দ্বিপদ বিশিষ্ট আস্ত একটা মানুষ ।
এই পৃথিবীতে এলাম মায়ের মাধ্যমে ,
পৃথিবীতে এসেই সর্বপ্রথম মায়ের দুধের মাধ্যমে বাঁচতে পারলাম ,
এরপর বাবার অর্থের মাধ্যমে বড় হতে লাগলাম ,
শিক্ষক আর বই পুস্তকের মাধ্যমে কিছুটা শিক্ষিত হতে লাগলাম ,
এরপর এক পর্যায় আমিও বাবা হলাম স্ত্রীর মাধ্যমে ,
সংসার চালাই যৎকিঞ্চিত শিক্ষার মাধ্যমে চাকুরী করে ,
মোট কথা যাই কিছু করি না কেন , কোন না কোন মাধ্যম বা ওসিলার সহযোগিতায় ।
বলতে পারবেন কি –
জগত সংসারে কোন একটি কাজ ওসিলা বা মাধ্যম ব্যতীত সম্পাদন হয় কি ?
রুহ ও দেহ সৃষ্টি হল আল্লাহর মাধ্যমে ,
ধর্ম পেলাম নবী রাসুলের মাধ্যমে ,
পবিত্র কোরআন বুঝতে পারলাম নবীজী (সাঃ) এর মাধ্যমে ,
জীবন কিভাবে চলবে , কোথায় কি করতে হবে বা বলতে হবে ,
ইবাদত কিভাবে করতে হবে ইত্যাদি সকল কিছুই হাতে কলমে শিখিয়ে পড়িয়ে দিয়ে গেলেন নবী রাসুলগন ।
অর্থাৎ আমি কোন ভাবেই স্বনির্ভর নই ।
প্রতিটা ক্ষেত্রেই পরনির্ভরশীল । কোন না কোন মাধ্যম বা ওসিলা ব্যতীত একটি মুহূর্ত চলার বিন্দুমাত্র ক্ষমতা নেই ।
বেঁচে আছি শ্বাস প্রশ্বাসের ওসিলায় ।
এমনকি আমার আদি পিতামাতা হযরত আদম (অাঃ) ও হাওয়া (অাঃ) এর দোয়া কবুল হল ১৪ মাসুমীন (আঃ) এর পবিত্র নামের ওসিলায় ।
অর্থাৎ একটা বিষয় অতি পরিস্কার যে , ওসিলা ভিন্ন আমি সম্পূর্ন অচল বা মৃত ।
মহান আল্লাহকে পেতে গেলেও ওসিলার প্রয়োজন ।
তাহলে জগতের সর্বউৎকৃষ্ট ও সর্বউত্তম ওসিলা কে বা কাঁরা ?
পবিত্র কোরআন কি বলে এ সম্বন্ধে ?
পবিত্র কোরআনে কাঁদেরকে পুতঃপবিত্র বলে গ্যারান্টি দেয়া হয়েছে ?
পবিত্র কোরআনে কাঁদেরকে সর্ব জ্ঞানী বলে ঘোষনা দেয়া হয়েছে ?
পবিত্র কোরআনে কাঁদেরকে সত্যবাদী বলে ঘোষনা দেয়া হয়েছে ?
পবিত্র কোরআনে কাঁদের প্রতি সম্মান ও ভালবাসা বাধ্যতামূলক করা হয়েছে ?
কাঁদের প্রতি দরুদ ও সালাম না পাঠালে নামাজ বাতিল হয় যায় ?
কাঁদের প্রতি স্বয়ং আল্লাহ ও ফেরেশতাগন সর্বসময় দরুদ ও সালাম পাঠান ?
কাঁদের ঘরের বারান্দা একটু ঝাড়ু দিতে পারলে ফেরেশতারা ধন্য হয় যায় ?
কাঁদের ঘরের শিশুদের ঈদের জামা নিয়ে আসতে পারলে ফেরেশতারা ধন্য হয় যায় ?
কাঁদের ঘরের শিশুর দোলনা দুলে দিতে পারলে ফেরেশতারা ধন্য হয়ে যায় ?
কাঁদের ঘরের আটা পিষার চাক্তিটা ঘুরাতে পারলে ফেরেশতারা ধন্য হয়ে যায় ?
কাঁদের ঘরের সামনে টানা ছয় মাস স্বয়ং নবীজী (সাঃ) প্রতি ফজরের সময় দাড়িয়ে সালাম দিতেন ?
কাঁরা রুকুরত অবস্থায় জাকাত প্রদান করেন ?
কাঁদেরকে স্বয়ং আল্লাহ সমগ্র সৃষ্টিজগতের ইমাম বা উলিল আমর নির্বাচিত করলেন ?
কাঁদের প্রতি সমগ্র সৃষ্টিজগতকে অনুসরন ও আনুগত্য করার বিধান দেয়া হল ?
পাঠক ,
এর জবাব মাত্র একটি –
মহানবী (সাঃ) এর পবিত্র রক্তজ আহলে বায়েত তথা ১৪ মাসুমীন তথা ১২ ইমাম (আঃ) গন ।
মহান আল্লাহকে পেতে হলে –
এই ১৪ মাসুমীন (আঃ) এর ওসিলা ব্যতীত অন্য কোন ওসিলা গ্রহন আদৌ কি ন্যায়সংগত বা আল্লাহ কতৃক গৃহীত হবে কি ?
এই ১৪ মাসুমীন (অাঃ) গনের ফতোয়া বা ফিকহা অনুসরন ব্যতীত অন্য কোন ফিকহা অনুসরন করা আদৌ ন্যায়সংগত বা আল্লাহ কতৃক গৃহীত হবে কি ?
পাঠক ,
ইহজগতে সিদ্বান্ত পরিবর্তনের সুযোগ আছে বটে ।
কিন্ত কেয়ামতের মাঠে শেষ বিচারের দিনে সিদ্বান্ত গ্রহন বা বর্জনের কোন সুযোগ নেই ।
তাই বিষয়টি একটু ভেবে দেখবেন কি ?
সর্বদা ভাল ও সুস্থ থাকুন ।
SKL