— ঈয়াযীদ মোটেই দায়ী নন —-
পর্ব – ০৪ ।
ইদানীং অনেকেই বলে থাকেন যে , কারবালার মর্মান্তিক ঘটনার জন্য ঈয়াযীদ মোটেই দায়ী নন ।
বেশ ভাল কথা ।
কথা বলার স্বাধীনতা সকলের আছে , হোক সে কথাটা খাঁটি সত্য অথবা ডাঁহা মিথ্যা ।
প্রিয় পাঠক ,
সংগত কারনে এখানে শীয়াদের রেফারেন্স দেয়া যাচ্ছে না ।
আসুন দেখে নেই ,
সুন্নি ভাইদের বিখ্যাত ইতিহাসবিদগনের কিতাব কি বলে –
পর্ব – ০৪ —
ইমাম হোসেন (আঃ) এর হত্যায় ঈয়াযীদ আনন্দ ও দম্ভ প্রকাশ করেছিল —
ইবনে আসাম , আবুল ফারাজ ইসফাহানী এবং ইবনে কাসির বর্ননা করেছেন যে , ইমাম হোসেন (আঃ) এর কর্তিত পবিত্র মস্তক ঈয়াযীদের নিকট নেয়া হলে সে খুব আনন্দিত হয়ে ইবনে যেবারার কবিতাটি আবৃত্তি করে তার মনের ভাব প্রকাশ করেছিল –
” বনি হাশিম রাজত্ব নিয়ে খেলা করেছে । প্রকৃত সত্য হল যে , কোন ঐশী বার্তা আসেনি , আর কোন প্রকার ওহী অবর্তীন হয়নি । আমি যদি বনি আহমেদ অর্থাৎ মুহাম্মাদ এর বংশধরদের থেকে যা সে করেছিল তার চরম প্রতিশোধ না নেই তবে আমি খিনদিফের সন্তানদের অন্তর্ভুক্ত হই । নিশ্চয় আমরা তাদের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করেছি এবং বদর যুদ্বের প্রতিশোধ নিয়েছি ” ।
এই কবিতাটিতে ঈয়াযীদ আমাদের প্রানপ্রিয় রাসুল (সাঃ) এর নবুয়তকে পরিস্কার ভাবে অস্বীকার করেছে এবং ইমাম হোসেন (আঃ) এর হত্যাকে বদরের যুদ্বের প্রতিশোধ হিসাবে উল্লেখ করেছে ।
এভাবে ঈয়াযীদ ইবনে মূয়াবীয়া তার অন্তরের বিশ্বাসকে ব্যক্ত করেছে ।
ইবনে আসির বর্ননা করেছেন যে , ইমাম হোসেন (আঃ) এর শাহাদাতের পর তাঁর পবিত্র মস্তক ঈয়াযীদের নিকট প্রেরিত হলে সে তার লাঠি দিয়ে তাঁর পবিত্র মস্তকে আঘাত করে কবিতা পাঠ করছিল ।
এই ঘটনায় এটাই প্রমান হয় যে , ইমাম হোসেন (আঃ) এর হত্যা ঈয়াযীদকে সাংঘাতিক সন্তষ্ট করেছিল বিধায় সে তার হাতে থাকা লাঠি দিয়ে পবিত্র ঠোঁট ও দাঁতে আঘাত করে দম্ভের সাথে কবিতা আবৃত্তি করছিল ।
এ প্রসংগে আল্লামা সুয়ূতী লিখেছেন যে , ইমাম হোসেন (আঃ) ও তাঁর বংশের লোকদের হত্যার পর উবাইদুল্লাহ ইবনে যিয়াদ তাঁদের কর্তিত মস্তকগুলোকে সিরিয়ায় প্রেরন করলে ঈয়াযীদ ইবনে মূয়াবীয়া প্রথমে খুবই আনন্দিত হয় ।
কিন্ত ধীরে ধীরে যখন মুসলমানদের মধ্যে অসন্তোষ ও ঘৃনা বাড়তে থাকে তখন জনবিদ্রোহর ভয় ঈয়াযীদ বাহ্যিকভাবে লোকদেখান অনুশোচনা প্রকাশ করে ।
সুতরাং ঈয়াযীদের প্রতি সকল মানুষের ক্ষুদ্ব হওয়ার অধিকার রয়েছে ।
সূত্র – ইবনে আসাম , আল ফুতুহ , ৩য় খন্ড , ৫ম অধ্যায় , পৃ – ২৪১ / আল ইসফাহানী , মাকাতিলুল তালবিয়িন , পৃ – ১২০ / ইবনে কাসির , ৮ম খন্ড , পৃ – ২৪৬ / ইবনে জাওযী , তাযকিরাতুল খাওয়াছ , পৃ – ২৩৫ / ইবনে আসির , আল কামিল ফিত তারিখ , ৩য় খন্ড , পৃ – ২৯৮ / তারিখুল খোলাফা , পৃ – ২০৮ ।
ইনশা আল্লাহ , আসছে ,
পর্ব – ০৫ —
ইমাম হোসেন (আঃ) কে হত্যার পর উবাইদুল্লাহ ইবনে যিয়াদকে ঈয়াযীদ পুরস্কৃত করেছিল ।
ইমাম হুসাইন (আঃ) এর হত্যায় ঈয়াযীদের ভূমিকা ,
সংকলনে – আবু যাহরা ,
প্রকাশনায় – আশেকানে আহলে বাইত , বাংলাদশ ,
পৃষ্ঠা – ৬ , ৭ থেকে সংকলিত ও সংগৃহীত ।
SKL