ইমাম মাহদী (আঃ) এর পিছনে নামাজ আদায় করবেন —
 
রাসুল (সাঃ) বলেছেন যে –
” — আমার উম্মতের মধ্যে একদল ব্যক্তি শেষ বিচার দিবসের কাছাকাছি সময় পর্যন্ত সত্যের জন্য যুদ্ব করতে থাকবে । তখন ঈসা ইবনে মরিয়ম আসমান হতে ভূপৃষ্ঠে অবতরন করবে এবং আমার উম্মতের নেতা (ইমাম মাহদী) তাঁকে (ঈসাকে) নামাজ পড়ানোর জন্য অনুরোধ করবে ।
কিন্ত ঈসা ইবনে মরিয়ম এই অনুরোধ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করে বলবেন যে , ” মহান আল্লাহ আপনাদেরকে সমগ্র মানবজাতির উপর ইমাম মনোনীত ও নির্বাচিত করেছেন । অতএব নামাজে ইমামতি করার অধিকার সম্পূর্ন আপনার । মহান আল্লাহ আপনাদেরকে এই নেয়ামত দান করেছেন । ”
হযরত ঈসা (আঃ) সর্বশেষ বারতম ইমাম হযরত ইমাম মাহদী (আঃ) এর পিছনে নামাজ আদায় করবেন ।
তথ্যসূত্র – সহীহ আল মুসলিম , খন্ড – ২ , পৃ- ১৯৩ / মুসনাদে আহমাদ , খন্ড – ৩ , পৃ- ৪৫ , ৩৮৪ / আস সাওয়াইকুল মুহরেকা , পৃ- ২৩৪ , ২৫১ / ফাতহুল বারী , খন্ড – ৫ , পৃ- ৩৬২ / মুসনাদে আবু ইয়ালা / সহীহ হিব্বান ।
আহলে সুন্নাত ওয়াল জামাতের বিখ্যাত আলেম ইবনে হাজার হাইসামী ওনার তাফসীর গ্রন্থে একই কথা উল্লেখ করেছেন ।
SKL