—– বনু সকীফা ও গনতন্ত্র ——
অধিকাংশই বিশ্বাস করেন যে , সকীফাতে যা ঘটেছিল তা হলো , ইসলামের গনতান্ত্রিক আদর্শের বহিঃপ্রকাশ ।
৫০ থেকে ৬০ জন ব্যক্তি একত্রে মিলিত হয়ে রাসুলের (সাঃ) বিনা অনুমতিতে একটা ঘটনা ঘটালেন , এটাই কি ” গনতন্ত্র ” ?
হযরত ওমর বলেন যে , ” আবু বকরের বায়াত গ্রহন করা দারুন ভুল হয়েছে । কোন চিন্তা ভাবনা ছাড়াই তা করা হয়েছিল । কিন্ত এরকম ভুল কাজের কুফল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন । সুতরাং যদি কেউ এরকম ভুল করতে চায় , তবে তোমরা তাকে হত্যা কর ” ।
সূত্র- সহীহ বুখারী , খন্ড-৮,পৃ-২১০ (মিশর) / অাহম্মাদ বিন হাম্বাল , খন্ড-১,পৃ-৫৫ (মিশর) / তারিখে তাবারী , খন্ড-১,পৃ-১৮২২ (লেডেন) / আল বিদায়া ওয়ান নিহায়া , খন্ড-৫,পৃ-২৪৬ (মিশর) / আল কামিল , খন্ড-২,পৃ-৩২৭ (লেবানন) / সিরহা আন নাবুবিয়াহ , খন্ড-৪,পৃ-৩০৮ (মিশর) / নাহজ আল বালাঘা (অনুবাদে – জেহাদুল ইসলাম ) , পৃ-১৭৩ ।
— মারেফাতে ইমামত ও বেলায়েত ,
সংকলনে- মোঃ নজির হোসাইন ,
পৃ-১৩৮ ছায়া অবলম্বনে ।