بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أللَّهُمَّ صَـلِّ عَلَى مُحَمَّد وَآلِـهِ وَتَـوَلَّنِي فِي جيرَانِي وَمَوَالِيَّ وَالْعَارِفِينَ بحَقِّنَا وَالْمُنَابِذِينَ لأِعْدَائِنَا بِأَفْضَلِ وَلاَيَتِكَ، وَوَفِّقْهُمْ لإقَامَةِ سُنَّتِكَ وَالأَخْذِ بِمَحَاسِنِ أَدَبِكَ فِي إرْفَاقِ ضَعِيفِهِمْ، وَسَدِّ خَلَّتِهِمْ، وَعِيَادَةِ مَرِيضِهِمْ، وَهِدَايَةِ مُسْتَرْشِدِهِمْ، وَمُنَاصَحَةِ مُسْتَشِيرِهِمْ، وَتَعَهُّدِ قَادِمِهِمْ، وَكِتْمَانِ أَسْرَارِهِمْ، وَسَتْرِ عَوْرَاتِهِمْ، وَنُصْرَةِ مَظْلُومِهِمْ، وَحُسْنِ مُوَاسَاتِهِمْ بِالْمَاعُونِ، وَالْعَوْدِ عَلَيْهِمْ بِـالْجِـدَةِ وَالإِفْضَـالِ، وَإعْطَآءِ مَـا يَجِبُ لَهُمْ قَبْلَ السُّؤالِ واجْعَلْنِي اللَّهُمَّ أَجْزِي بِالإحْسَانِ مُسِيْئَهُمْ، وَاعْرِضُ بِالتَّجَاوُزِ عَنْ ظَالِمِهِمْ، وَأَسْتَعْمِلْ حُسْنَ الظّنِّ فِي كَافَّتِهِمْ، وَأَتَوَلَّى بِالْبِرِّ عَامَّتَهُمْ، وَأَغُضُّ بَصَرِي عَنْهُمْ عِفَّةً، وَألِينُ جَانِبِيْ لَهُمْ تَوَاضُعاً، وَأَرِقُّ عَلَى أَهْلِ الْبَلاءِ مِنْهُمْ رَحْمَةً، وَأسِرُّ لَهُمْ بِالْغَيْبِ مَوَدَّةً، وَأُحِبُّ بَقَاءَ النِّعْمَةِ عِنْدَهُمْ نُصْحاً، وَاُوجِبُ لَهُمْ مَا اُوجِبُ لِحَامَّتِي، وَأَرْعَى لَهُمْ مَا أَرْعَى لِخَاصَّتِي. أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمِّد وَآلِهِ ، وَارْزُقْنِي مِثْلَ ذَلِكَ مِنْهُمْ، وَاجْعَلْ لِي أَوْفَى الْحُظُوظِ فِيمَا عِنْدَهُمْ ، وَزِدْهُمْ بَصِيْرَةً فِي حَقِّي، وَمَعْرِفَةً بِفَضْلِي، حَتَّى يَسْعَدُوا بِي وَأَسْعَدَ بِهِمْ آمِينَ رَبَّ الْعَالَمِينَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমার প্রতিবেশী এবং সাথীদের মাঝে আমাকে বিশ্বাসী করুন ; যারা আমার অধিকার জানে। এবং আপনার পরম বিশ্বস্ততার দ্বারা আমাদের শত্রুদেরকে বিতাড়িত করুন। আপনার রাস্তা ধরতে এবং আপনার মহান ব্যবহার অনুসরণ করতে তাদের উপর করুণা করুন, যারা দূর্বল তাদের দয়াশীল হতে। তাদের অভাব দূর করতে, অসুস্থতায় তাদেরকে দেখতে, তাদেরকে পথ নির্দেশ করতে যারা পথ নির্দেশ চায়, তাদেরকে উপদেশ দিতে যারা উপদেশ চায়, তাদের মেহমানদের আতিথেয়তা করতে, গোপনীয় জিনিসকে গোপন করতে, তাদের বেহায়াপনা ঢেকে দিতে, তাদের শত্রুকে নিস্তার দিতে, সত্যিকারভাবে তাদেরকে সাহায্য করে তাদের সাথে সহানুভ’তিশীল হতে, বদান্যতা এবং করুণা দ্বারা তাদের ভাল সাধন করতে এবং অনুরোধের পূর্বেই তাদের অধিকার দিয়ে দিতে। হে প্রভু, আমি যেন তাদেরকে ভাল জিনিস ফেরত দিতে পারি যারা মন্দ করে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাদের অবিচার এড়িয়ে গিয়ে, সাধারণভাবে তাদের প্রতি ভাল ধারণা পোষণ করে। সাধারণভাবে তাদের প্রতি ভাল ব্যবহার করার তৌফিক দিন। তাদের প্রতি প্রতিশোধের দৃষ্টিতে তাকানোতে আমার চোখ বন্ধ করে দিন। আমার দ্বারা তাদের সাথে নম্রতার আচরণ করান। তাদের মধ্যে নিরাম ব্যক্তির সাথে দয়াপরবশ হতে দিন। তাদের অনুপস্থিতিতে তাদের সাথে বন্ধুত্ব প্রদর্শন করান। তাদের স্বচ্ছলতায় ভালবাসতে দিন। তাদের প্রতি আমার ঐ কর্তব্য সম্পাদন করান যা আমি আমার জ্ঞাতিগোষ্ঠীর সাথে সম্পাদন করে থািক এবং আমি আমার পছন্দনীয় ব্যক্তির সাথে যেরকম বিবেচনা করি তাদের সাথেও তা করান। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। তাদের দিয়েও আমার সাথে এরকম আচরণ করান। তাদের সাথে যা আছে আমাকে তার বড় অংশের সাথে সম্পৃক্ত করুন। আমার অধিকারের বিষয় সম্বন্ধে তাদেরকে জ্ঞাত করান এবং আমার মেধা বিবেচনা করান যাতে আমার দ্বারা তারা ভাগ্যবান হতে পারে এবং তাদের দ্বারা আমি।