بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أَللَّهُمَّ إنَّا نَعُوذُ بِكَ مِنْ نَزَغَـاتِ الشَّيْطَانِ الرَّجِيمِ وَكَيْدِهِ وَمَكَائِدِهِ، وَمِنَ الثِّقَةِ بِأَمَـانِيِّهِ وَمَوَاعِيدِهِ وَغُرُورِهِ وَمَصَائِدِهِ، وَأَنْ يُطْمِعَ نَفْسَهُ فِي إضْلاَلِنَا عَنْ طَاعَتِكَ وَامْتِهَانِنَا بِمَعْصِيَتِكَ، أَوْ أَنْ يَحْسُنَ عِنْدَنَا مَا حَسَّنَ لَنَا، أَوْ أَنْ يَثْقُلَ عَلَيْنَا مَا كَرَّهَ إلَيْنَا. أللَّهُمَّ اخْسَأْهُ عَنَّا بِعِبَادَتِكَ، وَاكْبِتْهُ بِدُؤوبِنَا فِي مَحَبَّتِكَ، وَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَهُ سِتْراً لاَ يَهْتِكُهُ، وَرَدْماً مُصْمِتاً لا يَفْتُقُهُ. أللَّهُمَّ صَـلِّ عَلَى مُحَمَّد وَآلِـهِ، وَاشْغَلْهُ عَنَّا بِبَعْضِ أَعْدَائِكَ، وَاعْصِمْنَا مِنْهُ بِحُسْنِ رِعَايَتِكَ، وَاكْفِنَا خَتْرَهُ، وَوَلِّنَا ظَهْرَهُ، وَاقْطَعْ عَنَّا إثْرَهُ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَأَمْتِعْنَا مِنَ الْهُدَى، بِمِثْلِ ضَلاَلَتِهِ، وَزَوِّدْنَا مِنَ التَّقْوَى ضِدَّ غَوَايَتِهِ، وَاسْلُكْ بِنَـا مِنَ التُّقى خِـلافَ سَبِيلِهِ مِنَ الـرَّدى. أللَّهُمَّ لاَ تَجْعَلْ لَهُ فِي قُلُوبِنَا مَدْخَلاً وَلاَ تُوطِنَنَّ لَهُ فِيمَا لَدَيْنَا مَنْزِلاً. اللَّهُمَّ وَمَا سَوَّلَ لَنَا مِنْ بَاطِل فَعَرِّفْنَاهُ وَإذَا عَرَّفْتَنَاهُ فَقِنَاهُ، وَبَصِّرْنَا مَا نُكَايِدُهُ بِهِ، وَأَلْهِمْنَا مَا نُعِدُّهُ لَهُ، وَأَيْقِظْنَا عَنْ سِنَةِ الْغَفْلَةِ بِالرُّكُونِ إلَيْهِ وَأَحْسِنْ بِتَوْفِيقِكَ عَوْنَنَا عَلَيْهِ. اللَّهُمَّ وَأَشْرِبْ قُلُوبَنَـا إنْكَارَ عَمَلِهِ، وَالْـطُفْ لَنَا فِي نَقضِ حِيَلِهِ. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَحَوِّلْ سُلْطَانَهُ عَنَّا، وَاقْطَعْ رَجَاءَهُ مِنَّا ، وادْرَأْه عَنِ الْوُلُوعِ بِنَا. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَاجْعَلْ آباءَنَا وَأُمَّهَاتِنَا وَأَوْلاَدَنَا وَأَهَالِينَا وَذَوِي أَرْحَامِنَا وَقَرَابَاتِنَا وَجِيْرَانَنَا مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَـاتِ مِنْهُ فِي حِرْز حَـارِز، وَحِصْن حَافِظ ، وَكَهْف مَانِع، وَألْبِسْهُمْ مِنْهُ جُنَناً وَاقِيَةً، وَأَعْطِهِمْ عَلَيْهِ أَسْلِحَةً مَاضِيَةً أللَّهُمَّ وَاعْمُمْ بِذلِكَ مَنْ شَهِدَ لَكَ بِالرُّبُوبِيَّةِ، وَأَخْلَصَ لَكَ بِالْوَحْدَانِيَّةِ، وَعَادَاهُ لَكَ بِحَقِيقَةِ الْعُبُودِيَّة، وَاسْتَظْهَرَ بِكَ عَلَيْهِ فِي مَعْرِفَةِ الْعُلُومِ الرَّبَّانِيَّةِ. اللَّهُمَّ احْلُلْ مَا عَقَدَ، وَافْتقْ مَا رَتَقَ، وَافسَخ مَا دَبَّرَ، وَثَبِّطْهُ إذَا عَزَمَ، وَانْقُضْ مَا أَبْرَمَ. اللَّهُمَّ وَاهْزِمْ جُنْدَهُ وَأَبْطِلْ كَيْدَهُ وَاهْدِمْ كَهْفَهُ وَأَرْغِمْ أَنْفَهُ. اللَّهُمَّ اجْعَلْنَا فِي نَظْم أَعْدَآئِهِ وَاعْزِلْنَا عَنْ عِدَادِ أَوْلِيَائِهِ، لا نُطِيعُ لَهُ إذَا اسْتَهْوَانَا، وَلا نَسْتَجِيبُ لَهُ إذَا دَعَانَا نَأْمُرُ بِمُنَاوَاتِهِ مَنْ أَطَاعَ أَمْرَنَا وَنَعِظُ عَنْ مُتَابَعَتِهِ مَنِ اتَّبَعَ زَجْرَنَا. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد خَاتَمِ النَّبِيِّينَ وَسَيِّدِ الْمُرْسَلِينَ وَعَلَى أَهْلِ بَيْتِهِ الطَّيِّبِينَ الـطَّاهِرِينَ وَأَعِذْنَا وَأَهَـالِينَا وَإخْـوَانَنَا وَجَمِيـعَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ مِمَّا اسْتَعَذْنَا مِنْهُ، وَأَجِرْنَا مِمَّا اسْتَجَرْنَا بِكَ مِنْ خَوْفِهِ وَاسْمَعْ لَنَا مَا دَعَوْنَا بِهِ وَأَعْطِنَا مَا أَغْفَلْنَاهُ وَاحْفَظْ لَنَا مَا نَسِيْنَاهُ، وَصَيِّرْنَا بِذَلِكَ فِي دَرَجَاتِ الصَّالِحِينَ وَمَـرَاتِبِ الْمُؤْمِنِينَ آمينَ رَبَّ ا لْعَالَمِينَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, বিশেষভাবে আমরা অভিশপ্ত শয়তানের কুচক্রি কানকথা থেকে আপনার হেফাজত প্রার্থনা করি, যে আপনার কাছ থেকে দূরে পতিত হয়েছে। আমরা আপনার আশ্রয় চাচ্ছি তার মিথ্যা থেকে, তার অঙ্গীকার হতে, তার ধোঁকা হতে, তার পরিশ্রম হতে, আপনার সেবা থেকে আমাদেরকে আবর্জনা স্তুপে ফেলতে এবং সে ভাল হিসেবে দেখায় তা দেখিয়ে ভাল হতে ফিরিয়ে অথবা ভাল পেতে কঠোর পরিশ্রমতাকে সে দেখিয়ে আমাদেরকে তা থেকে পৃথক করে আপনাকে অমান্য করিয়ে তার দিলের যে আশা তা থেকে আশ্রয় চাচ্ছি। হে প্রভু, আপনার বুদ্দেশে আমাদের এবাদত বন্গেীর দ্বারা তাকে আমাদের রাগ চ্যুত করুন। আপনার প্রতি আমাদের একাগ্রতার দ্বারা আপনি তাকে দূরে সরিয়ে দিন। আমাদের এবং তার মাঝখানে একটি পর্দা দিন যা সে ছিঁড়তে পারবে না এবং একটা দেয়াল করে দিন যা সে ভাংতে পারবে না। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আপনার কিছু শত্রুর সাথে সাথে শয়তানকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিন এবং নজরদাবিতে তার কাছ হতে আমাদেরকে হেফাজত করুন। তার ধোঁকার বিপরীতে আমাদের সাহায্য করুন। আমাদের কাছে তার পৃষ্ঠ-প্রর্দশন করুন। আমাদের কাছ হতে তার সকল চালবাজি দূর করে দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। শয়তানের অপরাধের বিপরীতে আমাদেরকে পথ নির্দেশের দ্বারা অনুগ্রহ করুন। তার শয়তানির প্রতিবন্ধকতা করতে আমাদের সাহায্য করুন। তার অভিশপ্ত পথের বিপরীতে আমাদেরকে পূণ্যের পথে পরিচালিত করুন। হে প্রভু, আমাদের দিলে তাকে প্রবেশ করতে দিয়েন না। আমাদের কাছে তার কোনো আবাস বানিয়েন না। হে প্রভু, সে যা দ্বারা আমাদের প্রলুব্ধ করে তার ভুল জানিয়ে দিন। যখন আপনি আমাদেরকে এটার তথ্য দিয়েছেন, আমাদের এ থেকে হেফাজত করে সন্তুষ্ট করুন। আমাদের দেখিয়ে দিন যা দ্বারা আমরা তার বিরুদ্ধে পরিকল্পনা প্রণয়ন করতে পারি। আমরা তার বিরুদ্ধে কি প্রস্তুতি নেব তা জানিয়ে দিন। তার দিকে এগিয়ে যাওয়ার অজ্ঞতার ঘুম থেকে আমাদেরকে জাগিয়ে দিন। তার বিরুদ্ধে আমাদের জন্য উপযুক্ত সাহায্যের ব্যবস্থা করে দিন। হে প্রভু, তার কাজ প্রত্যাখানের দ্বারা আমাদের দিল সিক্ত করে দিন। তার চক্রান্ত ভেঙ্গে ফেলতে আমাদের উপর অনুগ্রহশীল হোন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাদের কাছ থেকে তার ক্ষমতা ফিরিয়ে নিন। আমাদের কাছ থেকে তার আশায় ছেদ দিয়ে দিন। আমাদেরকে বিপথগামী করায় তাকে অক্ষম করে দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাদেরকে বাব, মা , সন্তান, সন্তুতি, পরিবারের সদস্যবৃন্দ, শিশুগণ, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশী, যারা সত্য বিশ্বাসী, হোক তারা পুরুষ অথবা মহিলা শক্তভাবে তাদেরকে শয়তান হতে হেফাজত করুন। তাদেরকে শক্তভাবে রক্ষা করুন। প্রতিটি কোণ হতে। আত্মরক্ষার বর্ম দ্বারা তাদেরকে তার কাছ থেকে রক্ষা করুন। তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য তাদেরকে আপনি তীক্ষè অস্ত্র দিন। হে প্রভু, এ প্রার্থনার অংশীদার করুন সবাইকে যারা আপনার সত্তার সাক্ষ্য বহন করে, একাগ্রভাবে আপনার একত্ববাদে বিশ্বাস করে এবং আপনার জন্যই শয়তানকে পরিত্যাগ করে, আপনার প্রতি একাগ্রতার সাথে এবং স্বর্গীয় জ্ঞান জানতে আপনার সাহায্য ভিক্ষা করে। হে প্রভু, আপনি তা আলগা করে দেন যা সে বেঁধে ফেলেছে। যা সে বন্ধ করে দিয়েছে আপনি তা খুলে দেন। সে যা করেছে তা দমন করে দেন। তার উদ্দেশ্যকে পরাজিত করে দেন। হে প্রভু, তার বাহিনীকে অপদস্ত করুন। তার বিশ্বাসঘাতকতাকে মলিন করে দিন। তার দূর্গ ধুলিস্যাৎ করে দেন। তাকে অনুগ্রহ বঞ্চিত করুন। হে প্রভু, আমাদেরকে তার শত্রুদের শ্রেণীভুক্ত করুন। আমাদেরকে তার বন্ধু শ্রেণীর বাইরে রাখুন। অর্থাৎ, সে যখন প্রলুব্ধ করে তখন আমরা যেন তাকে না মান্য করি এবং সে যখন আহবান করবে তার আহবানে যেন সাড়া না দেই। আমরা তাদেরকে আদেশ করব যারা আমাদের আদেশ মেনে তাকে ত্যাগ করে এবং আমরা তাদেরকে উপদেশ দেব যারা আমাদের উপদেশ মেনে তাকে অনুসরণ না করে। হে প্রভু, শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসুল হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন, যারা খাঁটি এবং পবিত্র। আমাদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে, ভাইদেরকে এবং সকল সত্য বিশ্বাসীদেরকে, হোক তারা পুরুষ অথবা মহিলা, শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন। যা থেকে আমরা আপনার কাছে হেফাজত চাই। আমাদেরকে ঐ সমস্ত জিনিস থেকে হেফাজত করুন যা আমরা আপনার কাছে আবেদন করি। আমরা আপনার কাছে যে প্রার্থনা করি তা কবুল করুন। আমাদেরকে তা দিন যা আমরা অজ্ঞতার দ্বারা অর্জন করতে চেয়েছিলাম। আমরা যা ভুলে গেছি তা থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদেরকে ঐ শ্রেণীর পরিচয় করিয়ে দিন যারা মন্দের প্রতিবন্ধক এবং বিশ্বাসীদের পর্যায়ভুক্ত। হে সারা বিশ্বের মালিক, আপনি কবুল করুন!