উৎপথগামীর ওপর বিশ্বাস স্থাপনের বিরুদ্ধে
হে লোকসকল, যদি কেউ জানে যে, তার ভাই ইমানে অটল এবং সত্য ও সঠিক পথে দৃঢ় তবে তার সম্বন্ধে মানুষ কিছু বললে তৎপ্রতি কান না দেয়া উচিত। তীরন্দাজের তীরও অনেক সময় লক্ষ্যভেদ করে না। একইভাবে মানুষের কথাও অসংলগ্ন হতে পারে। কথার ভুল নৈতিকতা বিনষ্ট করে। আল্লাহ সর্বস্রোতা ও সর্ববিষয়ে সাক্ষী। সত্য ও মিথ্যার মধ্যে চার আঙ্গুল ব্যতীত কিছু নেই। কেউ একজন এ কথাত্র অর্থ জিজ্ঞেস করলে আমিরুল মোমেনিন তার হাতের চারটি আঙ্গুল
একত্রিত করে কান ও চোখের মধ্যবর্তী স্থানে রেখে বললেন, এটাই মিথ্যা যখন তোমরা বল “আমি এরূপ শুনেছি।” এবং তাই সত্য যখন তোমরা বল “আমি দেখেছি।”