بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

يَا مَنْ تُحَلُّ بِهِ عُقَدُ الْمَكَارِهِ ، وَيَا مَنْ يُفْثَأُ بِهِ حَدُّ الشَّدَائِدِ، وَيَا مَنْ يُلْتَمَسُ مِنْهُ الْمَخْرَجُ إلَى رَوْحِ الْفَرَجِ ، ذَلَّتْ لِقُدْرَتِـكَ الصِّعَابُ وَتَسَبَّبَتْ بِلُطْفِكَ الاسْبَابُ ، وَجَرى بِقُدْرَتِكَ الْقَضَاءُ وَمَضَتْ عَلَى إرَادَتِكَ الاشْياءُ ، فَهْيَ بِمَشِيَّتِكَ دُونَ قَوْلِكَ مُؤْتَمِرَةٌ ، وَبِإرَادَتِكَ دُونَ نَهْيِكَ مُنْزَجِرَةٌ. أَنْتَ الْمَدْعُوُّ لِلْمُهِمَّاتِ ، وَأَنْتَ الْمَفزَعُ فِي الْمُلِمَّاتِ ، لاَيَنْدَفِعُ مِنْهَا إلاّ مَا دَفَعْتَ ، وَلا يَنْكَشِفُ مِنْهَا إلاّ مَا كَشَفْتَ. وَقَدْ نَزَلَ بِي يا رَبِّ مَا قَدْ تَكَأدَنيَّ ثِقْلُهُ ، وَأَلَمَّ بِي مَا قَدْ بَهَظَنِي حَمْلُهُ ، وَبِقُدْرَتِكَ أَوْرَدْتَهُ عَلَيَّ وَبِسُلْطَانِكَ وَجَّهْتَهُ إليَّ. فَلاَ مُصْدِرَ لِمَا أوْرَدْتَ ، وَلاَ صَارِفَ لِمَا وَجَّهْتَ ، وَلاَ فَاتِحَ لِمَا أغْلَقْتَ ، وَلاَ مُغْلِقَ لِمَا فَتَحْتَ ، وَلاَ مُيَسِّرَ لِمَا عَسَّرْتَ، وَلاَ نَاصِرَ لِمَنْ خَذَلْتَ فَصَلَّ عَلَى مُحَمَّد وَآلِهِ ، وَافْتَحْ لِي يَا رَبِّ بَابَ الْفَرَجِ بِطَوْلِكَ ، وَاكْسِرْ عَنِّيْ سُلْطَانَ الْهَمِّ بِحَوْلِكَ ، وَأَنِلْيني حُسْنَ ألنَّظَرِ فِيمَا شَكَوْتُ ، وَأذِقْنِي حَلاَوَةَ الصُّنْعِ فِيمَا سَاَلْتُ. وَهَبْ لي مِنْ لَدُنْكَ رَحْمَةً وَفَرَجاً هَنِيئاً وَاجْعَلْ لِي مِنْ عِنْدِكَ مَخْرَجاً وَحِيّاً. وَلا تَشْغَلْنِي بالاهْتِمَامِ عَنْ تَعَاهُدِ فُرُوضِكَ وَاسْتِعْمَالِ سُنَّتِكَ. فَقَدْ ضِقْتُ لِمَا نَزَلَ بِي يَا رَبِّ ذَرْعاً ، وَامْتَلاتُ بِحَمْلِ مَا حَـدَثَ عَلَيَّ هَمّاً ، وَأنْتَ الْقَادِرُ عَلَى كَشْفِ مَا مُنِيتُ بِهِ ، وَدَفْعِ مَا وَقَعْتُ فِيهِ ، فَافْعَلْ بِي ذلِـكَ وَإنْ لَمْ أَسْتَوْجِبْهُ مِنْكَ ، يَا ذَا العَرْشِ الْعَظِيمَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, আপনিই সেই সত্ত্বা যার সাহায্যে সমস্যার গিরাগুলো খুলে যায়। হে প্রভু, আপনার দ্বারা কাঠিন্যের বোঝাগুলো দূর হয়ে যায়। হে প্রভু, আমরা আপনার কাছে কষ্ট-ক্লেশ থেকে নিষ্কৃতি এবং দুর্ধশার সময় স্বস্তি চাই। আপনার কুদরত দ্বারা সবকিছু সহজ হয়ে যায়। আপনার সাহায্যে সকল ঘটনা ফলপ্রসু হয়ে যায়। যার দ্বারা কর্তৃত্বের চুক্তি স্থাপন হয়েছে এবং যার ফল দ্বারা কঠিন বিষয়গুলো দূর হয়েছে। তারা আপনার দলিল মান্য করে, যদিও আপনি তাদের সাথে কথা বলেননি। তারা আপনার ইচ্ছার জন্য নিজেদেরকে সংযত রেখেছে। যদিও আপনি এর কোনো অনুভূত প্রকাশ করেননি। আপনি তো সেই জাত যাকে আমরা বিপদের সময় ডাকি। আপনার সত্ত্বা দুর্দশাকে দূর করে। কোনো কিছুই বিদূরিত হয় না, শুধু আপনি যা চান তাই বিদূরিত হয়। কোনো কিছুই দূরে সরানো যায় না, শুধু আপনি যা দূরে সরিয়ে না দেন। বিশেষতঃ হে প্রভু, আমার দুর্ভাগ্য পতিত হয়েছে। আপনার ক্ষমতার দ্বারা আপনি এটা আমার উপর এনেছেন। আপনার কর্তৃত্বের দ্বারা এটাকে আপনি আমার দিকে চালনা করেছেন। আপনি যা এনেছেন তা কেউই ফেলতে পারে না, আপনি যা সরিয়ে দিয়েছেন তা কেউই টানতে পারে না। আপনি যা কঠিন করে দিয়েছেন তা কেউই সহজ করতে পারে না। সেজন্য আবেদন করছি, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর মেহেরবাণী করুন এবং অনুগ্রহ পূর্বক আমার জন্য রাস্তা খুলে দিন। হে প্রভু, মুক্তির ফটক খুলে দিন আপনার ক্ষমতার দ্বারা আমার থেকে অসহনীয় দুর্ভাবনা দূর করে দিন আমি যা আবেদন করেছি তাতে আমাকে সাহায্য করুন। আমাকে ঐ সমস্ত জিনিস দিয়ে পরিতৃপ্ত করুন। যা আমি আাপনার কাছে চেরয়ছি। আমার উপর করুনা প্রদর্শন করুন। দুঃখ থেকে আমাকে আনন্দদায়ক মুক্তি াদন। আপনার অনুগ্রহে আমার আবেদন কবুল করে দুর্দশা থেকে মুক্তি দিন। আমাকে দুশ্চিন্তা গ্রস্থ করিয়েন না, যাতে আপনার কর্তব্য পালনে এবং আপনার আইন মানতে আমার সমস্যা হয়। বিশেষত আমার উপর যা পতিত হয়েছে তার জন্য দুর্দশাগ্রস্থ। আমার উপরে যা পতিত হয়েছে তা বহন করে আমি পুরোপুরি দুর্দশাগ্রস্থ। আপনার ঐ ক্ষমতা আছে যা দ্বারা আপনি আমার উপর থেকে বোঝা সরাতে পারেন, যাতে আপনি জড়িত এবং এটা নিশ্চিহ্ন করতে পারেন, যা আমার উপর পতিত হয়েছে। সেজন্য দোয়া করছি, আমাকে এ সাহায্য করুন যদিও আমি আপনার কাছে সাহায্য পাওয়ার উপযুক্ত নই, হে চমৎকার আরশের মালিক।