بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَأَفْرِشْنِي مِهَادَ كَـرَامَتِـكَ، وَأَوْرِدْنِي مَشَارِعَ رَحْمَتِـكَ، وَأَحْلِلْنِي بُحْبُوحَةَ جَنَّتِكَ، وَلاَ تَسُمْنِي بِالرَّدِّ عَنْكَ، وَلا تَحْرِمْنِي بِـالْخَيْبَةِ مِنْـكَ، وَلاَ تُقَاصَّنِي بِمَـا اجْتَرَحْتُ، وَلاَ تُنَاقِشْنِي بِمَا اكْتَسَبْتُ، وَلا تُـبْرِزْ مَكْتُوْمِي، وَلاَ تَكْشِفْ مَسْتُورِي، وَلاَ تَحْمِلْ عَلَى مِيزانِ الأنْصَافِ عَمَلِي، وَلاَ تُعْلِنْ عَلَى عُيُونِ الْمَلاَءِ خَبَـرِي. أَخْفِ عَنْهُمْ مَا يَكُونُ نَشْرُهُ عَلَيَّ عَاراً، وَاطْوِ عَنْهُمْ مَا يُلْحِقُنِي عِنْدَكَ شَنَاراً، شَرِّفْ دَرَجَتِي بِرِضْوَانِكَ، وَأكْمِلْ كَرَامَتِي بِغُفْرَانِكَ، وَانْظِمْنِي فِي أَصْحَابِ الْيَمِينِ، وَوَجِّهْنِي فِي مَسَالِكِ الآمِنِينَ، وَاجْعَلْنِي فِي فَوْجِ الْفَائِزِينَ، وَاعْمُرْ بِي مَجَالِسَ الصَّالِحِينَ، آمِينَ رَبَّ الْعَالَمِينَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাদের জন্য আপনার করুণার বিছানা বিছিয়ে দিন। আমাকে আপনার দয়ায় সিক্ত স্থানে চালনা করুন এবং আমাকে আপনার বেহেশতের মাঝখানে রাখুন। আপনার নারাজি দ্বারা আমাদেরকে দুর্দশাগ্রস্ত করবেন না। দুর্ভাগ্যের দ্বারা আমাদেরকে নিরাশ করবেন না। আমি যা করেছে তার জন্য আমাকে শাস্তি দিয়েন না। আমি যা অর্জন করেছি তাতে আমার সাথে বাদানুবাদ করিয়েন না। আমার গোপনীয়তাকে প্রকাশ করিয়েন না। অঅমার গোপন কর্মকে ফাঁস করবেন না। আমার কাজগুলোকে সমান সমান মাপ দিয়েন না। আমার অর্জনকে জনসম্মুখে প্রকাশ করবেন না এবং ঐ জিনিস তাদের থেকে গোপন রাখুন। যার বর্ণনা করা হবে আমাকে করুণা বঞ্চিত করা এবং তাদের থেকে তা লুকিয়ে রাখুন। যা আমাকে আপনার ব্যাপারে ভুল ধারণা দিবে। আপনার কবুলিয়তের দ্বারা আমার মর্যাদা বৃদ্ধি করুন। আপনার ডান পাশের সাথীদের সাথে আমাকে স্থান দিন। আমাকে নিরাপদ রাস্তায় পরিচালনা করুন। আমাকে নির্দোষদের সাথী করুন। আমাকে নেককারদের সংসদের সদস্য করুন। আমীন, হে সমগ্র বিশ্বের মালিক।