বন্দী/কয়েদ থেকে মুক্তির দোয়া - যে ব্যক্তি বন্দী/কয়েদী নিম্ন দোয়াটি বার বার পাঠ করলে ইনশাআল্লাহ মুক্তি লাভ করবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَ الْعَافِيَةَ وَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَ الْآخِرَةِ

৪২. খারাপ চিন্তা এবং প্রলোভন থেকে পরিহারের দোয়া - ইমাম জাফর সাদ্বিক আঃ বলেছেন: খারাপ চিন্তা এবং প্রলোভন পরিহারের জন্য বুকে হাত রেখে নিম্ন দোয়াটি ৩ বার পাঠ কর।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

بِسْمِ اللَّهِ وَ بِاللَّهِ اَللّٰهُمَّ مَنَنْتَ عَلَيَّ بِالْإِيمَانِ وَ أَوْدَعْتَنِي الْقُرْآنَ وَ رَزَقْتَنِيْ صِيَامَ شَهْرِ رَمَضَانَ فَامْنُنْ عَلَيَّ بِالرَّحْمَةِ وَ الرِّضْوَانِ وَ الرَّأْفَةِ وَ الْغُفْرَانِ وَ تَمَامِ مَا أَوْلَيْتَنِيْ مِنَ النِّعَمِ وَ الْإِحْسَانِ يَا حَنَّانُ يَا مَنَّانُ يَا دَائِمُ يَا رَحْمٰنُ سُبْحَانَكَ وَ لَيْسَ لِي أَحَدٌ سِوَاكَ سُبْحَانَكَ أَعُوْذُ بِكَ بَعْدَ هٰذِهِ الْكَرَامَاتِ مِنَ الْهَوَانِ وَ أَسْأَلُكَ أَنْ تُجْلِيَ عَنْ قَلْبِي الْأَحْزَانِ. مَا شَاءَ اللَّهُ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

৪৩. খারাপ প্রলোভন/লোভ পরিহারের দোয়া - খারাপ প্রলোভন/লোভ পরিহারের বুকে হাত রেখে নিম্ন দোয়াটি ৩ বার পাঠ করতে হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

بِسْمِ اللَّهِ وَ بِاللَّهِ وَ مُحَمَّدٌ رَسُوْلُ اللَّهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَ آلِهٖ وَ سَلَّمَ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ اَللّٰهُمَّ امْسَحْ عَنِّيْ مَا أَجِدُ

৪৪. খারাপ সপ্ন পরিহারের দোয়া - হযরত আলী আঃ বলেছেন: খারাপ সপ্ন পরিহারের জন্য নিম্ন দোয়াটি পাঠ করতে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

فَضَرَبْنَا عَلٰى اٰذَانِهِمْ فِى الْكَهْفِ سِنِيْنَ عَدَدًا. ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ اَىُّ الْحِزْبَيْنِ اَحْصٰى لِمَا لَبِثُوْآ اَمَدًا

৪৫. ঘুমে ভয়/ভীতি না পাওয়ার দোয়া - ইমাম জাফর সাদ্বিক আঃ বলেছেন: যে ব্যক্তি ঘুমে ভয়/ভীতি পায় সে যেন অবশ্যই নিম্ন দোয়া ঘুমাতে যাওয়ায আগে ১০ বার এবং অব্শ্যই এরপর তাসবিহ ফাতেমা যাহরা আঃ ও আয়াতুল কুরসী পাঠ করে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْيِيْ وَ يُمِيْتُ وَ يُمِيْتُ وَ يُحْيِيْ وَ هُوَ حَيٌّ لَا يَمُوْتُ‏

৪৬. বিয়ের প্রস্তাব এর জন্য - সুরা তা’হা পড়ে পানিতে ফুঁ দিয়ে পানিটি মেয়েকে পান করালে ভাল বিয়ের প্রস্তাব আসবে।

৪৭. স্বামী ও পত্নী মধ্যে সুদুঢ়/ভালোবাসার বন্ধনের জন্য - নিম্ন দোয়াটি পড়ে মিষ্টিতে ফুঁ দিয়ে দুই জনকে ৭ দিন খাওয়ালে ইনশা আল্লাহ সুদুঢ়/ভালোবাসার বন্ধন হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اِنِّىْٓ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّىْ، حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِ

৪৮. স্বামী ও পত্নী মধ্যে সুদুঢ়/ভালোবাসার বন্ধনের জন্য (২) নিম্ন কোরআনের আয়াতটি পড়ে মিষ্টিতে ফুঁ দিয়ে স্বামী বা পত্নী যে অসন্তুষ্ট তাকে খাওয়াতে ইনশা আল্লাহ তাদের মধ্যে দুরত্ব চলে যাবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

يُّحِبُّهُمْ وَ يُحِبُّوْنَهٗٓ، اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكَافِرِيْنَ

৪৯. স্বামী ও পত্নী মধ্যে সুদুঢ়/ভালোবাসার বন্ধনের জন্য (৩) - নিম্ন কোরআনের আয়াতটি পড়ে মিষ্টিতে ফুঁ দিয়ে দুই জনকে ৭ দিন খাওয়ালে ইনশা আল্লাহ সুদুঢ়/ভালোবাসার বন্ধন হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا

৫০. আজ্ঞানুবর্তিতা/বাধ্য - প্রত্যেক ৫ ওয়াক্ত নামাযের পর ৭ বার নিম্ন দোয়াটি পড়তে হবে, কিন্তু যখন এই দোয়াটি পড়তে হবে তখন অবশ্যই অবাধ্য সন্তানকে স্নরণে রাখতে হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

رَبِّ ...اَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ، اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَ اِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ

৪১. বন্দী/কয়েদ থেকে মুক্তির দোয়া - যে ব্যক্তি বন্দী/কয়েদী নিম্ন দোয়াটি বার বার পাঠ করলে ইনশাআল্লাহ মুক্তি লাভ করবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়ে ওয়ালাফ ইয়াতে ওয়াল মুয়াফাতে ফিদ্দুনইয়া ওয়াল আখেরা

৪২. খারাপ চিন্তা এবং প্রলোভন থেকে পরিহারের দোয়া - ইমাম জাফর সাদ্বিক আঃ বলেছেন: খারাপ চিন্তা এবং প্রলোভন পরিহারের জন্য বুকে হাত রেখে নিম্ন দোয়াটি ৩ বার পাঠ কর।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

বিসমিল্লাহে ওয়া বিল্লাহে আললিয়া – হোম্মা মানানটা আলীয়া বিল ইমানে ওয়া আও দাতনিল কোরনানা ওয়া রায্বাকনি সেয়ামা শাহরে রামাযানা ফামনুন আলীয়া বির রাহমাতে ভার রাফাতে ওয়াল গোফরানে ওয়া তামামে মা’আও লাইতানি মিনান নেয়ামে ওয়াল এহসানে ইয়া হান্নানো ইয়া মান্নানো ইয়া দা-এমো ইয়া রাহমানো সুবহানাকা ওয়া লাইসালী আহাদোন সেওয়াকা সুবহানাকা আ-উযো বেকা বাদা হাযেহিল কারামাতে মিনাল হাওয়ানে ওয়া আসআলুকা আন তাজ আললি আন ক্বাবলিল আহযান মাশা আল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা ক্বু ওয়াতা ইলা বিল্লাহিল আলীইল আযিম

৪৩. খারাপ প্রলোভন/লোভ পরিহারের দোয়া - খারাপ প্রলোভন/লোভ পরিহারের বুকে হাত রেখে নিম্ন দোয়াটি ৩ বার পাঠ করতে হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

বিসমিল্লাহে ওয়া বিল্লাহে মোহাম্মাদোন রাসূলুল্লাহে সাল্লাল্লাহো আলায়হে ওয়ালেহী ওয়া সাল্লাম ওয়ালা হাওলা ওয়ালা ক্বু ওয়াতা ইলা বিল্লাহিল আলীইল আযিম আল্লাহোম্মাম শাহ আন্নি মা-জিদ

৪৪. খারাপ সপ্ন পরিহারের দোয়া - হযরত আলী আঃ বলেছেন: খারাপ সপ্ন পরিহারের জন্য নিম্ন দোয়াটি পাঠ করতে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ফাযারাবনা আ-লা আযযা নেহিম ফিল কাহফে সেনিনা বা-আসনা হোম লিনা লামালি ইয়োল হিযাবায়নে আহ সা লেমালাবেসো আমাদান

৪৫. ঘুমে ভয়/ভীতি না পাওয়ার দোয়া - ইমাম জাফর সাদ্বিক আঃ বলেছেন: যে ব্যক্তি ঘুমে ভয়/ভীতি পায় সে যেন অবশ্যই নিম্ন দোয়া ঘুমাতে যাওয়ায আগে ১০ বার এবং অব্শ্যই এরপর তাসবিহ ফাতেমা যাহরা আঃ ও আয়াতুল কুরসী পাঠ করে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

লা ইলাহা ইল্লাল লাহু ওয়াদাহু লা শারিকা লাহো ইয়ো ই-ওয়া ইয়েমেতু ওয়া ইয়েমেতু ওয়া ইয়োহি ওয়া হুয়া হাইয়োন লা ইয়ামোতো

৪৬. বিয়ের প্রস্তাব এর জন্য - সুরা তা’হা পড়ে পানিতে ফুঁ দিয়ে পানিটি মেয়েকে পান করালে ভাল বিয়ের প্রস্তাব আসবে।

৪৭. স্বামী ও পত্নী মধ্যে সুদুঢ়/ভালোবাসার বন্ধনের জন্য - নিম্ন দোয়াটি পড়ে মিষ্টিতে ফুঁ দিয়ে দুই জনকে ৭ দিন খাওয়ালে ইনশা আল্লাহ সুদুঢ়/ভালোবাসার বন্ধন হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ইন্নি আহবাতু হোব্বাল খাইরে আন যিকরে রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিযাব

৪৮. স্বামী ও পত্নী মধ্যে সুদুঢ়/ভালোবাসার বন্ধনের জন্য (২) নিম্ন কোরআনের আয়াতটি পড়ে মিষ্টিতে ফুঁ দিয়ে স্বামী বা পত্নী যে অসন্তুষ্ট তাকে খাওয়াতে ইনশা আল্লাহ তাদের মধ্যে দুরত্ব চলে যাবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ইয়ো হিব্বুহোম ওয়া ইয়ো হিব্বোনাহো আযিল লাতিন আলাল মুমিনিনা আ-ইযযাতিন আলাল কাফেরিন

৪৯. স্বামী ও পত্নী মধ্যে সুদুঢ়/ভালোবাসার বন্ধনের জন্য (৩) নিম্ন কোরআনের আয়াতটি পড়ে মিষ্টিতে ফুঁ দিয়ে দুই জনকে ৭ দিন খাওয়ালে ইনশা আল্লাহ সুদুঢ়/ভালোবাসার বন্ধন হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ইন্নাল লাযিনা আমানো ওয়া আমেলোস সালেহাতে সা ইয়াজালু লাহুমোর রাহমানু ইয়োদ্দা

৫০. আজ্ঞানুবর্তিতা/বাধ্য - প্রত্যেক ৫ ওয়াক্ত নামাযের পর ৭ বার নিম্ন দোয়াটি পড়তে হবে, কিন্তু যখন এই দোয়াটি পড়তে হবে তখন অবশ্যই অবাধ্য সন্তানকে স্নরণে রাখতে হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

রাব্বে আসলেহ ফি যোতি ইয়াতি ইন্নি তোবতু ইলায়কা ওয়া ইন্নি মিনাল মোসলেমিন