৫১. সন্তান পাওয়ার দোয়া - প্রত্যেক ৫ ওয়াক্ত নামাযের পর নিম্ন আয়াতটি পাঠ করলে ইনশা আল্লাহ সন্তান পাওয়ার আশা পূরণ হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

رَبِّ لاَ تَذَرْنِىْ فَرْدًا وَّ اَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

৫২. সন্তান পাওয়ার দোয়া ২ - সন্তান পাওয়ার আশায় যে, সকল ধরনের আশা হারিয়ে ফেলেছে। সে অবশ্যই যাতে নিম্ন আয়াতটি ঘন ঘন পাঠ করে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً، اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ

৫৩. সন্তান পাওয়ার দোয়া ৩ - যে ব্যক্তি সম্মানিত অর্থে সন্তান পাওয়ার আশা করে, নিম্ন দোয়াটি প্রত্যেক ৫ ওয়াক্তের নামাযের পর ৩ বার পাঠ করে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

رَبِّ لاَ تَذَرْنِىْ فَرْدًا وَّ اَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

৫৪. সহজ এবং নিরাপদ ভাবে সন্তান প্রসবের জন্য - ইমাম মোহাম্মাদ বাকের আঃ এর কাছে এসে এক ব্যক্তি বলল – আমার পত্নী সন্তান প্রসবের জন্য মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌছে গেছে। তখন ইমাম আঃ সেই ব্যক্তিকে সাথে সাথে তার পত্নীর কাছে পাঠিয়ে নিম্ন দোয়াটি পাঠ করতে বলল।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

فَاَجَآءَ هَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ، قَالَتْ يَالَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَ كُنْتُ نَسْيًا مَّنْسِيًّا. فَنَادَاهَا مِنْ تَحْتِهَآ اَلاَّ تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا. وَ هُزِّىْٓ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا. وَاللهُ اَخْرَجَكُمْ مِّنْۢ بُطُوْنِ اُمَّهَاتِكُمْ لاَ تَعْلَمُوْنَ شَيْئًا، وَّ جَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْئِدَةً، لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ. كَذٰلِكَ اُخْرُجْ أَيُّهَا الطَّلْقُ اُخْرُجْ بِإِذْنِ اللَّهِ

৫৫. যথা পূর্বে (অকালে) সন্তানের মৃত্যু থেকে বাচানোর দোয়া - যে মহিলার অকালে সন্তানের মৃত্যু হয় সে যেন নিম্ন সূরাটি পাঠ করে। সূরা মোজাম্মিল ৭ বার পাঠ করতে হবে, এবং প্রত্যেক বার পাঠ করার পর ফুঁ দিতে হবে। ইনশা আল্লাহ সন্তান অকাল মৃত্যু থেকে রক্ষা পাবে।

৫৬. সন্তানের আকিকার করার দোয়া - ইমাম জাফর সাদ্বিক আঃ নিম্ন দোয়াটি আকিকা করার সময় পাঠ করতেন।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

بِسْمِ اللهِ وَبِاللهِ اَللّٰہُمَّ هٰذِهٖ عَقِیْقَةٌ عَنْ فُلانٍ لَحْمُہَا بِلَحْمِہٖ وَدَمُہَا بِدَمِہٖ وَعَظْمُہَا بِعَظْمِہٖ اَللّٰہُمَّ اجْعَلْہَا وِقَاءً لِآلِ مُحَمَّدٍ عَلَیْہِ وَآلِہِ السَّلَامُ.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

لَحْمُہَا بِلَحْمِهَا وَدَمُہَا بِدَمِهَا وَعَظْمُہَا بِعَظْمِهَا

যদি ছেলে সন্তান হয়

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

بِسْمِ اللَّهِ وَ بِاللَّهِ وَ الْحَمْدُ لِلَّهِ وَ اللَّهُ أَكْبَرُ إِيْمَاناً بِاللَّهِ وَ ثَنَآءً عَلٰى رَسُوْلِ اللَّهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَ آلِهٖ وَ الْعِصْمَةَ لِأَمْرِهٖ وَ الشُّكْرَ لِرِزْقِهٖ وَ الْمَعْرِفَةَ بِفَضْلِهٖ عَلَيْنَا أَهْلَ الْبَيْتِ

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَللّٰهُمَّ إِنَّكَ وَهَبْتَ لَنَا ذَكَراً وَ أَنْتَ أَعْلَمُ بِمَا وَهَبْتَ وَ مِنْكَ مَا أَعْطَيْتَ وَ كُـلُّ مَا صَنَعْنَا فَتَقَبَّلْهُ مِنَّا عَلٰى سُنَّتِكَ وَ سُنَّةِ نَبِيِّكَ وَ رَسُولِكَ صَلَّي اللهُ عَلَيْهِ وَ آلِهٖ وَ اخْسَأْ عَنَّا الشَّيْطَانَ الرَّجِيْمَ لَكَ سُفِكَتِ الدِّمَآءُ لَا شَرِيْكَ لَكَ وَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ.اَللّٰهُمَّ لَحْمُهَا بِلَحْمِهٖ وَ دَمُهَا بِدَمِهٖ وَ عَظْمُهَا بِعَظْمِهٖ وَ شَعْرُهَا بِشَعْرِهٖ وَ جِلْدُهَا بِجِلْدِهٖ اَللّٰهُمَّ اجْعَلْهُ وِقَاءً لِفُلَانِ بْنِ فُلَانٍ

৫৭. খাৎনা করানোর সময় দোয়া - ইমাম জাফর সাদ্বিক আঃ নিম্ন দোয়াটি খাৎনা করানোর সময় অবশ্যই পাঠ করতে বলেছেনঃ

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَللّٰهُمَّ هٰذِهٖ سُنَّتُكَ وَ سُنَّةُ نَبِيِّكَ صَلَوَاتُكَ عَلَيْهِ وَ آلِهٖ وَ اتِّبَاعٌ مِنَّا لَكَ وَ لِنَبِيِّكَ بِمَشِيَّتِكَ وَ بِإِرَادَتِكَ وَ قَضَآئِكَ لِأَمْرٍ أَنْتَ أَرَدْتَهٗ وَ قَضَآءٍ حَتَمْتَهٗ وَ أَمْرٍ أَنْفَذْتَهٗ فَأَذَقْتَهٗ حَرَّ الْحَدِيْدِ فِي خِتَانِهٖ وَ حِجَامَتِهٖ لِأَمْرٍ أَنْتَ أَعْرَفُ بِهٖ مِنِّي اَللّٰهُمَّ فَطَهِّرْهُ مِنَ الذُّنُوبِ وَ زِدْ فِي عُمُرِهٖ وَ ادْفَعِ الْآفَاتِ عَنْ بَدَنِهٖ وَ الْأَوْجَاعَ عَنْ جِسْمِهٖ وَ زِدْهُ مِنَ الْغِنٰى وَ ادْفَعْ عَنْهُ الْفَقْرَ فَإِنَّكَ تَعْلَمُ وَ لَا نَعْلَمُ

৫৮. মাতৃ দুগ্ধ বাড়ানোর জন্য - যে শিশুকে মাতৃ দুগ্ধ পান করান সেই মায়ের মাতৃ দুগ্ধ বাড়ানোর জন্য নিম্ন দোয়াটি সাদা কাগজে জাফরান দিয়ে লিখে সেই মায়ের ডান হাতে বেধে দিতে হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَللهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنْثٰى وَمَا تَغِيْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ، وَ كُلُّ شَىْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ. عَالِمُ الْغَيْبِ وَ الشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ

৫৯. সম্পদ ও সাফল্য এর জন্য – ১ - যে ব্যক্তি নিম্ন পবিত্র আল্লাহ নাম সমূহ ১২,০০০ (বারো হাজার) বার কারো সাথে কথা না বলে এক বসাতে পড়বে, ইনশা আল্লাহ সে ব্যক্তি ধনী ও বিত্তবান হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

يَا قَوِيُّ يَا غَنِيُّ يَا وَلِيُّ يَا مَلِيُّ.

৬০. সম্পদ ও সাফল্য এর জন্য – ২ - যে ব্যক্তি নিম্ন দোয়াটি প্রতিদিন সকালে এবং সান্ধ্যকালীন সময়ে ৩০ (এিশ) বার পড়বে তাহলে তার দারিদ্র্য দূর হবে এবং ধনী হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَ بِحَمْدِهٖ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

৫১. সন্তান পাওয়ার দোয়া - প্রত্যেক ৫ ওয়াক্ত নামাযের পর নিম্ন আয়াতটি পাঠ করলে ইনশা আল্লাহ সন্তান পাওয়ার আশা পূরণ হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

রাব্বে লা তাযারনি ফারদাওঁ ওয়া আনতা খাইরুল ওয়ারেসিন

৫২. সন্তান পাওয়ার দোয়া ২ - সন্তান পাওয়ার আশায় যে, সকল ধরনের আশা হারিয়ে ফেলেছে। সে অবশ্যই যাতে নিম্ন আয়াতটি ঘন ঘন পাঠ করে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

রাব্ব হাবলি মিল লাদোনকা যোররিয়াতান তাইয়েবাতান ইন্নাকা সামিয়ুদ দা-য়ে

৫৩. সন্তান পাওয়ার দোয়া ৩ - যে ব্যক্তি সম্মানিত অর্থে সন্তান পাওয়ার আশা করে, নিম্ন দোয়াটি প্রত্যেক ৫ ওয়াক্তের নামাযের পর ৩ বার পাঠ করে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

রাব্বে লা তাযারনি ফারদাওঁ ওয়া আন্তা খাইরোল ওয়ারেসিন

৫৪. সহজ এবং নিরাপদ ভাবে সন্তান প্রসবের জন্য - ইমাম মোহাম্মাদ বাকের আঃ এর কাছে এসে এক ব্যক্তি বলল – আমার পত্নী সন্তান প্রসবের জন্য মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌছে গেছে। তখন ইমাম আঃ সেই ব্যক্তিকে সাথে সাথে তার পত্নীর কাছে পাঠিয়ে নিম্ন দোয়াটি পাঠ করতে বলল।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ফা জা আহাল মাক হাযু ইলা জিযিন নাখলাতে ক্বালাত ইয়া লাইতানি মিত্তো ক্বাবলা হাযা ওয়া কোনতু নাসিয়াম মানশিয়া ফানা দাহা মিন তাহতিহা আল্লা তাহযানি ক্বাদ জা আলা রাব্বোকে তাহতাকে সারিয়া ওয়া হোযযি ইলায়কে বেজিয ইন নাখলাতে তুসাক্বেত এলায়কে রুতাবান জানিয়া। ওয়াল লাহো আখরাজাকোম মিন বাতোনে উম মাহাতেক হোম লা তালামোনা সাহাই আন ওয়া জা-লা লাকোমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফেদাহ লা আল লাকুম তাসখ কুরোনা কাযালেকা আখরুজা আইয়োআত তালক্বু ওখরোয বে ইযনিল লাহে”

৫৫. যথা পূর্বে (অকালে) সন্তানের মৃত্যু থেকে বাচানোর দোয়া - যে মহিলার অকালে সন্তানের মৃত্যু হয় সে যেন নিম্ন সূরাটি পাঠ করে। সূরা মোজাম্মিল ৭ বার পাঠ করতে হবে, এবং প্রত্যেক বার পাঠ করার পর ফুঁ দিতে হবে। ইনশা আল্লাহ সন্তান অকাল মৃত্যু থেকে রক্ষা পাবে।

৫৬. সন্তানের আকিকার করার দোয়া - ইমাম জাফর সাদ্বিক আঃ নিম্ন দোয়াটি আকিকা করার সময় পাঠ করতেন।

বিসমিল্লাহে ওয়া বিল্লাহে আল্লাহুম্মা হাযিহী আক্বিকাতুন আন ফোলানিন (সন্তানে নাম ও পিতার নাম) লাহমুহা বে লাহমেহী ওয়া দামুহা বে দাহমেহী ওয়া আযমুহা বে আযমেহী আল্লাহোম্মাজ আলহা ওয়া ক্বাস আন লাহো বে আলে মোহাম্মাদিন সাল্লাল্লাহো আলায়হে ওয়া আলেহি ওয়া সাল্লাম। লাহ মোহা বে লাহ মেহা ওয়া দামোহা বে দামেহা ওয়া আযমোহা বে আযমেহা

বিসমিল্লাহে ওয়া বিল্লাহে ওয়াল হামদু লিল্লাহে ওয়াল লাহো আকবার ইমানান বিল্লাহে ওয়া সানা আন আলা রাসুলিল্লাহে সাল্লালাহো আলায়হি ওয়া আলেহি ওয়াল ইসমাতু লে আমরেহী ওয়াস শোকরু লে রিযকেহী ওয়াল মারেফাতো বেফাযলেহী আলায়না আহলিল বায়েত।

যদি ছেলে সন্তান হয়

আল্লাহোম্মা ইন্নাকা ওয়াহাবতা লানা যাকারান ওয়া আন্তা আল্লামু বেমা ওয়াহাবতা ওয়া মিনকা মা আ তায়তা ওয়া কাল লামা সানাতা ফাতাক্বাব বাললাহো মিন্না আলা সুন্নাতেকা ওয়া সুন্নাতেকা নাবীয়েকা ওয়া রাসুলেকা সাল্লাল্লাহু ওয়া আলেহী ওয়াখসো আন নাস শাইতানার রাজীম লাকা সাফাক তওঁ দেমা লা শারিকা লাকা ওয়াল হামদুলিল্লাহে রাব্বিল আলামিন আল্লাহুম্মা লাহমুহা বে লাহ মেহী ওয়া দামোহা বে দামেহি ওয়া আযমুহা বে আযমেহী ওয়া শা-রো হা বে শাহরেহী ওয়া জিলদুহা বে জিলদেহী আল্লাহুম্মায আলহা ফিদা আন লে ফালানিবনে ফালানে (সন্তানে নাম ও পিতার নাম)।

৫৭. খাৎনা করানোর সময় দোয়া - ইমাম জাফর সাদ্বিক আঃ নিম্ন দোয়াটি খাৎনা করানোর সময় অবশ্যই পাঠ করতে বলেছেনঃ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা হাযেহী সুন্নতুকা ওয়া সুন্নাতো নাবিয়্যেকা সালাওয়াতোকা আলায়হে ওয়া আলেহী ইত্তেবাওঁন মিন্না ওয়ালে নাবিয়্যেকা বেমাশিয়াতেকা ওয়াবে ইরাদেতাকা ওয়া ক্বায্যায়েকা লে আমরিন এরাদতাহো ওয়া আযাক্বতা হো হার্রাল হাদেতি ফি খিতানেহী ওয়া হাযামাতেহী বে আমরে আনতা আ-রাফো বেহী মিন্নী আল্লাহুম্মা ফাতাহ হির হো মিনায যুনুবে ওয়াজেদ হী ফি ওমারহী ওয়া আদফা ইল আফেতে আন বাদানেহী ওয়াল আওঁযা আন মিসমেহী ওয়াজিদহো মিনাল জিনা ওয়া আদফা আনহোল ফাকরা ফা ইন্নাকা তা-লামো ওয়ালা তা-লামো।

৫৮. মাতৃ দুগ্ধ বাড়ানোর জন্য - যে শিশুকে মাতৃ দুগ্ধ পান করান সেই মায়ের মাতৃ দুগ্ধ বাড়ানোর জন্য নিম্ন দোয়াটি সাদা কাগজে জাফরান দিয়ে লিখে সেই মায়ের ডান হাতে বেধে দিতে হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহু ইয়ালামু মা তাহমিলো কুল্লো ওনসা ওয়ামা তাগিযোল আরহামো ওয়ামা তাজদাদ ওয়া কুল্লো শায়য়েন ইন্নাহো বে মিক্বদার। আলেমোল গ্বায়বে ওয়াস শাহাদাতিল কাবিরোল মুতাআল।

৫৯. সম্পদ ও সাফল্য এর জন্য – ১ - যে ব্যক্তি নিম্ন পবিত্র আল্লাহ নাম সমূহ ১২,০০০ (বারো হাজার) বার কারো সাথে কথা না বলে এক বসাতে পড়বে, ইনশা আল্লাহ সে ব্যক্তি ধনী ও বিত্তবান হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ইয়া ক্বায়িয়ো ইয়া গ্বানিয়ো ইয়া ওয়ালিয়ো ইয়া মালিয়ো

৬০. সম্পদ ও সাফল্য এর জন্য – ২ -যে ব্যক্তি নিম্ন দোয়াটি প্রতিদিন সকালে এবং সান্ধ্যকালীন সময়ে ৩০ (এিশ) বার পড়বে তাহলে তার দারিদ্র্য দূর হবে এবং ধনী হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সোবহানাল লাহিল আযিমে ওয়া বে হামদেহী সোবহানাল লাহিল আযিম