بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
أَللَّهُمَّ إنَّكَ ابْتَلَيْتَنَا فِي أَرْزَاقِنَا بِسُوءِ الظَّنِّ وَفِي آجَالِنَا بِطُولِ الأمَلِ حَتَّى الْتَمَسْنَا أَرْزَاقَكَ مِنْ عِنْدِ الْمَرْزُوقِينَ، وَطَمِعْنَا بِآمَالِنَا فِي أَعْمَارِ الْمُعَمَّرِينَ. فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَهَبْ لَنَا يَقِيناً صَادِقاً تَكْفِينا بِهِ مِنْ مَؤونَةِ الطَّلَبِ، وَأَلْهِمْنَا ثِقَةً خَالِصَةً تُعْفِينَا بِهَا مِنْ شِدَّةِ النَّصَبِ، وَاجْعَلْ مَا صَرَّحتَ بِهِ مِنْ عِدَتِكَ فِي وَحْيِكَ، وَأَتْبَعْتَهُ مِنْ قَسَمِكَ فِي كِتَابِكَ قَاطِعاً لاهْتِمَامِنَا بِالرِّزْقِ الَّـذِيْ تَكَفَّلْتَ بِهِ وَحَسْمَاً لِلاشْتِغَالِ بِمَا ضَمِنْتَ الْكِفَايَةَ لَهُ، فَقُلْتَ وَقَوْلُكَ الْحَقُّ الاصْـدَقُ وَأَقْسَمْتَ وَقَسَمُكَ الأَبَرُّ الأَوْفى: ( وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ ) ثُمَّ قُلْتَ: ( فَوَرَبِّ السَّمَاءِ وَالأَرْضِ إنَّهُ لَحَقٌّ مِثْلَ مَا أَنَّكُمْ تَنْطِقُوْنَ )
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হে প্রভু, যখন আমরা আপনাকে বিশ্বাস করিনি, আপনি বিশেষত আমাদেরকে সাহায্য করার ক্ষেত্রে পরীক্ষা করেছেন, সূদৃর প্রসারি আশার সাথে আমাদের দীর্ঘ জীবন ধারণের উপায়ে। আপনার জায়েজ আহারাদি হতে আমরা খাদ্যঅšে¦ষণণে বের হওয়ার পূর্ব পর্যন্ত এবং আমাদের প্রত্যাশসমূহ আমাদেরকে দীর্ঘায়ু পাওয়ার জন্য লালায়িত করেছে। সেজন্য, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাদেরকে এখলাস ওয়ালা ঈমান দিন যা দ্বারা আপনি আমাদেরকে জীবিকা উপার্জনে কষ্ট হতে রক্ষা করুন। আমাদেরকে নিখাদ আত্মবিশ্বাস দ্বারা উৎসাহিত করুন যা দ্বারা আমরা কঠোর প্ররিশ্রমের অবসাদ হতে রক্ষা পেতে পারি। আপনি আপনার কিতাবে বৃষ্টির জন্য আপনার নিজ কথায় যে প্রতিজ্ঞা করেছেন তা পূরা করুন। আর এই বৃষ্টিই পারে আমাদেরকে জীবিকার হতাশা থেকে হেফাজত করতে, যা যোগান দেবার ভার আপনি গ্রহণ করেছেন। তা তালাশের ভার গ্রহণ থেকে আমাদেরকে ছাড় দিন, যা পর্যন্ত যোগান দেবার কথা আপনি নিশ্চিতভাবে দিয়েছেন। আপনি বলেছেন (আপনার বলা সঠিক এবং সত্য) যে আপনি শপথ করেছেন (আপনার শপথ সবচেয়ে হক্ব এবং বিশ্বাসযোগ্য) (বলুন), “আর তোমাদের রিজিক আসমানে এবং তা দেয়ার ক্ষেত্রে তোমাদের কাছে প্রতিজ্ঞা করা হলো।” আপনি আরও বলেছেন, “এবং প্রভু আসমানে এবং তারপর জমিনে এটা (রিযিক) দিয়ে থাকেন, আপনি যা বলেন তা সত্য।