بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

اللّهُمَّ إن تَشَأْ تعفُ عَنّا فَبِفضْلِكَ ، وَانْ تَشَأْ تُعَذِّبْنا فَبَعدْلِكَ. فَسَهِّلْ لَنَا عَفْوَكَ بِمنِّكَ ، وَأَجِرْنَا مِنْ عَذَابِكَ بِتَجاوُزكَ; فَإنَّهُ لاَ طاقَةَ لَنَا بَعدلِكَ، وَلاَ نجاةَ لأحَد مِنّا دُوْنَ عَفْوِكَ. يا غَنِيَّ الأغْنياء هَا نَحَنُ عِبادُكَ بين يدَيكَ وَأَنَا أَفقَرُ الفْقَراء إليْكَ فَأجْبُرْ فاقَتَنا بِوُسْعِكَ ، ولا تَقْطَعَ رَجَاءنا بِمَنْعِكَ فَتَكُوْنَ قد أَشْقَيْتَ مَنِ اسْتَسْعَدَ بِكَ ، وَجَرَمْتَ مَنِ اسْتَرْفَدَ فَضْلَكَ. فَإلى مَنْ حيْنئذ مُنْقَلَبُنَا عَنْكَ ، وإلى أيْنَ مَذهَبُنَا عن بَابِكَ ، سُبْحَنَكَ نَحْنُ المضْطُّرون الذّينَ أَوْجَبْتَ إجابَتَهُمْ ، وَأهْلُ السُّوْء الذّيْنَ وَعَدْتَ الْكَشْفَ عَنْهُمْ. وَأَشْبَـهُ الأَشْياءِ بِمَشِيَّتِـكَ ، وَأَوْلَى الأمُورِ بِكَ فِيْ عَظَمَتِكَ رَحْمَةُ مَنِ اسْتَرْحَمَكَ، وَغَوْثُ مَنِ اسْتَغَاثَ بِكَ، فَارْحَمْ تَضَرُّعَنَا إلَيْكَ، وَأَغْنِنَا إذْ طَرَحْنَـا أَنْفُسَنَا بَيْنَ يَـدَيْكَ. أللَّهُمَّ إنَّ الشَّيْطَانَ قَدْ شمِتَ بِنَا إذْ شَايَعْنَاهُ عَلَى مَعْصِيَتِكَ، فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَلا تُشْمِتْهُ بِنَا بَعْدَ تَرْكِنَا إيَّاهُ لَكَ، وَرَغْبَتِنَا عَنْهُ إلَيْكَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, আপনার মর্জি হলে আপনি আমাদের গুণাহ্ মাফ করবেন। আপনার অনুগ্রহ (আমাদের জন্য) বিস্তার করে দিন। যদি আপনি চান, আপনি আমাদেরকে শাস্তি দিতে পারে এবং এভাকে আপনি বিচার করে থাকেন। সেজন্য, আপনার ক্ষমা আমাদের জন্য সহজ করার জন্য আপনি অনুগ্রহশীল সন্তুষ্ট হয়ে যান। আপনার ক্ষমার দ্বারা আপনি আমাদেরকে আাপনার শাস্তি, থেকে রক্ষা করুন, বিশেষত আাপনার বিচারের সামনে দাঁড়াবার আমাদের কোনো শক্তি নেই। আপনার ক্ষমার দ্বারা বাঁচানোর জন্য আমাদের অন্য কোনো সাহায্যকারী নেই। হে বেনিয়াজ সত্তা! দেখন, আমরা আপনার বান্দারা আপনার সামনে দাঁড়িয়েছি। বিশেষত আপনাকে আমাদের খুব প্রয়োজন (আপনার সাহায্য)। সেজন্য, আপনার অসীম অনুগ্রহের দ্বারা আমাদের চাহিদাগুলো পুরো করে দিন। প্রত্যাখানের দ্বারা আমাদের আশা কেটে দিয়েন না। যদি আপনি তাকে দূর্ভাগ্যজনক প্রতিদান দেন যে আাপনার কাছে সুখ ভিক্ষা করে এবং তাকে নিরাম করেন যে আপনার সাহায্য প্রর্থনা করে। তাই, এ সময় আপনাকে ছেড়ে আমরা কার কাছে যাব? আপনার দরজা ছেড়ে আমরা কার দরজায় যাব? হে পবিত্র সত্তা, আমরা দূর্বল এবং সাহায্যহীন। আপনি মজলুমের ডাকে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আতঙ্কিত এবং আপনি তাদেরকে আতঙ্ক থেকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি তার প্রতি দয়া দেখান যে অনুগত হয়ে আপনার মর্জি প্রত্যাশা করে। এটা (যা দেখানো) আপনার মহত্ত্বের সবচেয়ে বড় নির্দশন। আপনি তাকে প্রতিকার বাতলে দিন যে আপনার কাছে প্রতিকা চাফ। সেজন্য, অকুগ্রহপূর্বক আমাদের মুনাজাত শণি করুন। আমাদের ভুলের প্রতিকার করুন, যখন আমরা আপনার শরণাপন্ন হয়েছি। হে প্রভু, বিশেষ করে আমরা যখন আপনাকে অমান্য করে তাকে অনুসরণ করেছিলাম শয়তান আমাদের উপহাস করেছে। সেজন্য বলছি, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। তাঁকে আমাদের উপহাস করতে দিয়েন না, আপনার জন্য তাকে পরিত্যাগ করার পর এবং আপনার উছিলায় তার থেকে দূরে চলে যাওয়ার পর।