আমিরুল মোমেনিনের সানুনয় প্রার্থনা হে আমার আল্লাহ! আমি আমাকে যতটা জানি তুমি তার চেয়ে বেশি জানো। যদি আমি নিজের
অজ্ঞাতে কোন অপরাধ করে থাকি তবে আমায় ক্ষমা করো। যদি আমি পাপের দিকে যাই তাহলে তুমি ক্ষমার দিকে যেয়ো। হে আমার আল্লাহ আমি নিজের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা যদি তুমি অপরিপূর্ণ দেখ সেজন্য আমাকে ক্ষমা করো। আমার আল্লাহ, আমি আমার জিহ্বা দিয়ে তোমার নৈকট্য যাচুনা করেছি, কিন্তু আমার হৃদয় তাতে বাধা দিয়েছে এবং সেভাবে কাজ করে নি; সেজন্য আমাকে ক্ষমা করো। আমার আল্লাহ চোখের খেয়ানত, কথার অসৌজন্যতা, হৃদয়ের আকাঙ্খা ও বক্তব্যের ভুলের জন্য আমাকে ক্ষমা করে ।
 
                