بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
بِسْمِ اللهِ الَّذِىْ لَا اَرْجُوْ اِلَّا فَضْلَهٗ وَ لَا اَخْشٰى اِلَّا عَدْلَهٗ وَ لَا اَعْتَمِدُ اِلَّا قَوْلَهٗ وَ لَا اُمْسِكُ اِلَّا بِحَبْلِهٖ بِكَ اَسْتَجِيْرُ يَا ذَالْعَفْوِ وَالرِّضْوَانِ مِنَ الظُّلْمِ وَالْعُدْوَانِ وَ مِنْ غِيَرِ الزَّمَانِ وَ تَوَاتُرِ الْاَحْزَانِ وَ طَوَارِقِ الْحَدَثَانِ وَ مِنِ انْقِضَاۤءِ الْمُدَّةِ قَبْلَ التَّاَهُّبِ وَ الْعُدَّةِ وَ اِيَّاكَ اَسْتَرْشِدُ لِمَا فِيْهِ الصَّلَاحُ وَالْاِصْلَاحُ وَ بِكَ اَسْتَعِيْنُ فِيْمَا يَقْتَرِنُ بِهٖ النَّجَاحُ وَالْاِنْجَاحُ وَ اِيَّاكَ اَرْغَبُ فِىْ لِبَاسِ الْعَافِيَةِ وَ تَمَامِهَا وَ شُمُوْلِ السَّلَامَةِ وَ دَوَامِهَا وَ اَعُوْذُ بِكَ يَا رَبِّ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَ اَحْتَرِزُ بِسُلْطَانِكَ مِنْ جَوْرِ السَّلَاطِيْنِ فَتَقَبَّلْ مَا كَانَ مِنْ صَلَاتِىْ وَ صَوْمِىْ وَاجْعَلْ غَدِىْ وَمَا بَعْدَهٗ اَفْضَلَ مِنْ سَاعَتِىْ وَ يَوْمِىْ وَ اَعِزَّنِىْ فِىْ عَشِيْرَتِىْ وَ قَوْمِىْ وَاحْفَظْنِىْ فِىْ يَقْظَتِىْ وَ نَوْمِىْ فَاَنْتَ اللهُ خَيْرٌ حَافِظًا وَّ اَنْتَ اَرْحَمُ الرَّاحِمِيْنَ اَللّٰهُمَّ اِنِّىْ اَبْرَءُ اِلَيْكَ فِىْ يَوْمِىْ هٰذَا وَ مَا بَعْدَهٗ مِنَ الْاَحَادِ مِنَ الشِّرْكِ وَالْاِلْحَادِ وَ اُخْلِصُ لَكَ دُعَاۤئِىْ تَعَرُّضًا لِلْاِجَابَةِ وَ اُقِيْمُ عَلٰى طَاعَتِكَ رَجَاۤءً لِلْاِثَابَةِ فَصَلِّ عَلٰى مُحَمَّدٍ خَيْرِ خَلْقِكَ الدَّاعِىْ اِلٰى حَقِّكَ وَ اَعِزَّنِىْ بِعِزِّكَ الَّذِىْ لَا يُضَامُ وَاحْفَظْنِىْ بِعَيْنِكَ الَّتِىْ لَا تَنَامُ وَاخْتِمْ بِالْاِنْقِطَاعِ اِلَيْكَ اَمْرِىْ وَ بِالْمَغْفِرَةِ عُمْرِىْ اِنَّكَ اَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ۔
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিসমিল্লাহিল লাযি লা আরজু ইল্লা ফালাহু ওয়ালা আখশা ইল্লা আদলাহু ওয়ালা আয়’তামিদু ইল্লা কাওলাহু ওয়ালা উমসিকু ইল্লা বি হাবলিহি বিকা আসতাজিরু ইয়া যাল আফওয়ি ওয়ার রিজওয়ান মিনাজ জুলমি ওয়াল উদওয়ান, ওয়া মিন গায়রিজ জামানি ওয়া তাওয়াতুরিল আহযানি ওয়া ত্বাওয়ারিক্কিল হাদাসানি ওয়া মিনেন কেযায়েল মুদ্দাতি ক্বাবলাত তাআহহুবি ওয়াল উদ্দাতি ওয়া ইয়্যাকা আসতারশিদু লিমা ফিহিস সালাহু ওয়াল ইসলাহু ওয়া বিকা আসতায়িনু ফিমা ইয়াকতারিনু বিহিন নাজাহু ওয়াল ইনজাহু ওয়া ইয়াকা আরগাবু ফি লিবাসিল আফিইয়াতি ওয়া তামামিহা ওয়া শুমুলিস সালামাতি ওয়া দাওয়ামিহা ওয়া আউযুবিকা ইয়া রাব্বি মিন হামাজাতিশ শাইয়াত্বিন, ওয়া আহতারিজু বি সুলত্বানিকা মিন জারিস সালাত্বিনি ওয়া তাক্বাব্বাল মা কানা মিন সালাতি ওয়া সাওমি ওয়াজ আল গাদি ওয়া মা বাদাহু আফজালা মিন সাআতি ওয়া ইয়াওমি ওয়া আয়িই যানি ফি আশিরাতি ওয়া কাওমি ওয়াহ ফাজনি ফি ইয়াকূজাতি ওয়া নাওমি ফা আনতাল্লাহু খায়রুন হাফিজান ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নি আবরাউ ইলাইকা ফি ইয়াওমি হাজা ওয়া মা বাদাহু মিনাল আহাদি মিনাশ শিরকি ওয়াল ইলহাদি ওয়া উখলিসু লাকা দুয়াই তা আররুজান লিল ইজাবাতি ওয়া উকিমু আলা তাআতিকা রাযাআন লিল ইসাবাতি ফা সাল্লি আলা মুহাম্মাদিন খায়রি খালকিকাদ দায়ি ইলা হাক্কেকা ওয়া আইযনি বি ইযিকাল লাযি লা ইউজামু ওয়াহ্ ফাজনি বি আইনিকাল্লাতি লা তানামু ওয়াখতিম বিল ইনকেতায়ি ইলাইকা আমরি ওয়া বিল মাগফিরাতি উমরি ইন্নাকা আতাল গাফুরুর রাহিম।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
আল্লাহর নামে, যাঁকে আমি তাঁর অনুগ্রহ ছাড়া আর কিছুই আশা করি না, তাঁর ন্যায়বিচার ছাড়া আর কিছুই ভয় করি না, তাঁর কথা ছাড়া আর কিছুই বিশ্বাস করি না এবং আপনার সম্পর্কে তাঁর ধারণা ছাড়া আর কিছুই আটকে রাখি না। হে ক্ষমা ও সন্তুষ্টির অধিকারী, আমি আশ্রয় চাই অন্যায় ও আগ্রাসন থেকে, সময়ের পরিবর্তন থেকে, বারবার আসা দুঃখ থেকে, দুটি ঘটনার ওঠানামা থেকে এবং প্রস্তুতি এবং ইদ্দতকালের মেয়াদ শেষ হয়ে যাওয়া, সাবধান, যা ভাল ও সংস্কার তা থেকে হেদায়েত চাও এবং এর সাথে যা আছে তাতে তোমার সাহায্য চাও। সাফল্য এবং সমৃদ্ধি, এবং আপনি, আমি মঙ্গল এবং তার সম্পূর্ণতা এবং নিরাপত্তার অন্তর্ভুক্তি এবং এর স্থায়ীত্ব কামনা করি এবং আমি আপনার কাছে আশ্রয় চাই, হে প্রভু, কম্পন থেকে শয়তান, এবং কর্তৃপক্ষের অত্যাচারের বিরুদ্ধে আপনার কর্তৃত্বের সাথে নিজেকে হেফাজত করুন, সুতরাং আমার প্রার্থনা এবং রোজা কবুল করুন এবং আমার আগামীকাল এবং এর পরে যা আসবে তার চেয়ে উত্তম করুন। আমার সময় এবং আমার দিন, এবং আমার গোত্র এবং আমার লোকদের মধ্যে আমাকে সান্ত্বনা দিন, এবং আমার জাগরণ এবং ঘুমের মধ্যে আমাকে রক্ষা করুন, কারণ আপনি আল্লাহ, সর্বোত্তম রক্ষাকর্তা এবং আপনি সবচেয়ে দয়ালু। পরম করুণাময়, হে আল্লাহ, আমি তোমার সামনে আমার এই দিনে এবং তার পরের দিনগুলোতে শিরক ও নাস্তিকতাকে অস্বীকার করছি এবং আমি তোমার কাছে আমার প্রার্থনা নিবেদন করছি। একটি উত্তরের প্রকাশ হিসাবে, এবং আমি পুরস্কারের আশায় আপনার আনুগত্যের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনার সৃষ্টির সেরা, যিনি আপনার সত্যের জন্য আহ্বান করেন এবং আমাকে আপনার সম্মানের সাথে সম্মান করুন। এবং আমাকে আপনার চোখ দিয়ে রক্ষা করুন যা কখনই ঘুমায় না, এবং আপনার কাছে আত্মসমর্পণের মাধ্যমে আমার ব্যাপারটি সিলমোহর করুন এবং আমার জীবনকে ক্ষমা করুন, আপনি অবশ্যই ক্ষমাশীল, পরম করুণাময়।