পিতা মাতার কাজা নামায তাহাদের মৃত্যুর পর তাহার বড় ছেলের আদায় করা ওয়াজেব। কাহারও মতে সমস্ত জীবনের কাজা নহে কেবল তাহাদের মৃত্যুর পূর্বের অসুস্থ থাকাকালীন সময়ের কাজা করা নামাযের কাজা আদায় বড় ছেলের উপর ওয়াজেব, আবার কাহাও মতে মাতার কাজা নামায নহে। কেবল পিতার কাজা নামায আদায় করা ওয়াজেব। বড় ছেলে হয় নিজে আদায় করিবে বা পারিশ্রমিক দানে অন্যের দ্বারাও আদায় করাইতে পারে।