এই নামায তিন প্রকারে পড়া যায় এবং ইহা পড়ার অনেক তাগিদ করা হইয়াছে। ইহা প্রত্যহ বা শুক্রবার রাত্রিতে পড়িতে হয়। ইহাতে পিতা মাতা ও সন্তানাদির অনেক গোনাহ মাফ হয় ।
প্রথম নিয়ম
দুই রাকাত-প্রথম রাকাতে সূরা ফাতিহার পর দশবার পড়িতে হয়
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
رَبَّنَا اغْفِرْ لِىْ وَلِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
রাব্বিগ ফিরলী ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
দ্বিতীয় রাকাতে সূরায়ে ফাতিহার পর দশবার
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
رَبِّ اغْفِرْلِىْ وَ لِوَالِدَىَّ وَ لِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّ لِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنَاتِ۔
রাব্বিগ ফিরলী ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মু-মিনান ওয়ালিল মু-মিনানা ওয়াল মু-মিনাতি।
পরে সালাম বলিয়া হাত উঠাইয়া দশ বার বলিতে হইবে
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
"রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা" পড়িতে হয়।
দ্বিতীয় নিয়ম
দুই রাকাত - উভয় রাকাতে সূরা ফাতিহার পরে বিশবার
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা।
ইহার পর সালাম বলিয়া দশবার নিম্নের সুরার আয়াত পড়িতে হয় -
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা।
তৃতীয় নিয়ম
ইমাম জাফর আস-সাদেক (আঃ) প্রত্যেক রাত্রিতে সন্তানাদির জন্যে এবং প্রত্যেক দিন পিতা মাতার জন্য দুই রাকাত নামায পড়িতেন।
প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সুরায়ে সুরা কদর এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সুরা কাউসার পড়িতেন।