ইতিহাস থেকে এক ঝলক —
জিজ্ঞাসা –
ইসলামের প্রথম তিন খলীফা যথাক্রমে হযরত আবু বকর , হযরত ওমর এবং হযরত ওসমান প্রমূখ রাসুল (সাঃ) এর হাদিস সমগ্র সংগ্রহ ও লিপিবদ্ব করার প্রতি নিষেধাজ্ঞা কেন আরোপ করলেন ?
উত্তর –
ওনারা তিনজনই প্রথম থেকেই নবীজী (সাঃ) এর হাদিসের সংগ্রহ , বর্ননা ও লিপিবদ্বের প্রতি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিলেন ।
আর এ নিষেধাজ্ঞাটি ছিল মূলত রাজনৈতিক কারনে ।
এ নিষেধাজ্ঞা শুধু এ কারনেই ছিল , কেননা উক্ত হাদিস সমূহে হযরত আলী (আঃ) এর জন্য ইমামত বা খেলাফতের ঘোষনা সম্বলিত প্রচুর হাদিসও ছিল ।
বরং বেশীরভাগ হাদিস এমন ছিল , যেগুলি খলীফাদের ঐ সমস্ত কথা ও কাজের বিপরীতে যেত যার দ্বারা তারা তাদের জীবন যাপনের নিয়ম কানুন বানিয়ে ছিলেন এবং যার উপর ভিওি করে উক্ত নতুন শাসন ব্যবস্থার স্তম্ভ দাঁড় করিয়ে ছিলেন এবং যা তাদের ইজতেহাদের দ্বারা প্রতিষ্ঠা করেছিলেন ।
সূত্র – আহলে যিকর – কে জিজ্ঞাসা করুন ,
মূল – ডঃ মুহাম্মদ তিজানী সামাভী ,
বাংলা অনুবাদ – ইরশাদ আহমেদ ।
পৃষ্ঠা – ২৬২ থেকে ।